ওটিটি
ভাষার মাসে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য নতুনভাবে ‘কাছের মানুষ দূরে থুইয়া’

‘কাছের মানুষ দূরে থুইয়া’র দৃশ্যে প্রীতম হাসান ও তাসনিয়া ফারিণ (ছবি: চরকি)
দৃষ্টি প্রতিবন্ধীরা যেকোনও শব্দ শুনলে সেই অনুযায়ী দৃশ্য তৈরি করেন নিজেদের মনোজগতে। ভাষার মাসে তাদের কথা ভেবে দর্শকপ্রিয় ওয়েব ফিল্ম ‘কাছের মানুষ দূরে থুইয়া’ ধারাবর্ণনাসহ রাখা হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। সংলাপ ঠিক রেখে সব দৃশ্যে চরিত্রের অবস্থান, পরিবেশ, মুহূর্ত, স্থান বর্ণনা করা হয়েছে। ধারাবর্ণনা দিয়েছেন অভিনেতা ইন্তেখাব দিনার, ধারাবর্ণনা লিখেছেন সিদ্দিক আহমেদ।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য উদ্যোগটি নিয়েছে মোবাইল নেটওয়ার্ক প্রতিষ্ঠান গ্রামীণফোন। মাইজিপি অ্যাপে আজ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত বিনামূল্যে উপভোগ করা যাবে ‘কাছের মানুষ দূরে থুইয়া’।

‘কাছের মানুষ দূরে থুইয়া’র শুটিংয়ে তাসনিয়া ফারিণ ও শিহাব শাহীন (ছবি: চরকি)
ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। তিনি বলেন, ‘দর্শকরা দেখবে বলেই আমরা কাজ করি। তবে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ভেবে দেখি না, সবার দেখা এক নয়। এজন্য চরকি ও গ্রামীণফোন দারুণ পদক্ষেপ নিয়েছে।’

‘কাছের মানুষ দূরে থুইয়া’র দৃশ্যে তাসনিয়া ফারিণ ও প্রীতম হাসান (ছবি: চরকি)
এমন উদ্যোগে থাকতে পেরে আনন্দিত চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি। তিনি বলেন, ‘একটি ওয়েব ফিল্ম দৃষ্টি প্রতিবন্ধীদের উপযোগীভাবে প্রস্তুত করতে পেরে আমরা তৃপ্ত। এর মাধ্যমে আমরা সব ভাষা ও সবার ভাষার প্রতি সম্মান জানাচ্ছি।’

‘কাছের মানুষ দূরে থুইয়া’র দৃশ্যে তাসনিয়া ফারিণ ও প্রীতম হাসান (ছবি: চরকি)
২০২৪ সালের ফেব্রুয়ারিতে চরকিতে মুক্তি পায় ‘কাছের মানুষ দূরে থুইয়া’। এটি ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের ওয়েব ফিল্ম। এতে তাসনিয়া ফারিণের চরিত্রের নাম শারমিন। প্রীতম হাসানের চরিত্রের নাম ফারহান। এতে দেখা যায় জীবনের প্রয়োজনে তাদের দূরে যাওয়ার ও আবার অনুভূতির আলোড়নে ফিরে আসার গল্প। লং ডিসট্যান্স রিলেশনশিপে পরস্পর থেকে হাজারো মাইল দূরে অবস্থানরত একজোড়া প্রেমিক-প্রেমিকাকে কেন্দ্র করেই এই ওয়েব ফিল্ম। দূরত্ব কীভাবে সম্পর্কে ক্লেদ, সন্দেহ, অবিশ্বাস, রাগ, ক্ষোভ, বিচ্ছেদ ঘটায়, সেসব তুলে ধরা হয়েছে এতে।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস