স্টার জোন
মায়ের আকদের শাড়ি পরে বিয়ে করেছেন মেহজাবীন

বিয়েতে আদনান আল রাজীব ও মেহজাবীন চৌধুরী (ছবি: রেমিনিসেন্স ফটোগ্রাফি)
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীব ভালোবেসে এক ছাদের নিচে সংসার সাজিয়েছেন। দীর্ঘ ১৩ বছরের প্রেমপর্ব পেরিয়ে দাম্পত্য জীবন শুরু করেছেন দু’জনে। নিজেদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তারা। এবার বিয়ের দিনে তোলা ছবি প্রকাশ্যে আনলেন মেহজাবীন। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, তার মা নিজের আকদের দিন যে শাড়ি পরেছিলেন সেটি পরেই তিনি বিয়ে করেছেন।
আজ (২৮ ফেব্রুয়ারি) বিয়ের ১৪ দিন পর ফেসবুক ও ইনস্টাগ্রামে ‘আমাদের আকদ ১৪.০২.২০২৫’ শিরোনামে মেহজাবীন লিখেছেন, ‘আমার মা তার আকদের দিনে যে শাড়িটি পরেছিলেন, সেই শাড়িটিই আমাকে উপহার দিয়েছেন। আমার বিশেষ দিনে সেই শাড়ি পরতে পারা ছিলো মায়ের কাছ থেকে পাওয়া সবচেয়ে সুন্দর উপহার।’

মায়ের আকদের শাড়ি বিয়েতে উপহার পেয়েছেন মেহজাবীন চৌধুরী (ছবি: রেমিনিসেন্স ফটোগ্রাফি)
মেহজাবীনের শেয়ার করা ছবিগুলোর মধ্যে একটিতে মায়ের উপহার দেওয়া শাড়ির বাক্স দেখা গেছে। বাক্সে লেখা, ‘যে শাড়ি দিয়ে আমি আমার জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলাম, আজ সেই শাড়িটিই তোমার ভালোবাসার পথচলার সাথী– তোমার মাম্মা, ১৪.০২.২৫।’

আদনান আল রাজীবের পোশাকে বিয়ের তারিখ (ছবি: রেমিনিসেন্স ফটোগ্রাফি)
আরেকটি ছবিতে দেখা গেছে, আদনানের কটিতে বিয়ের তারিখ ইংরেজি সংখ্যায় লেখা।

বিয়েতে বর-কনের সঙ্গে সহকর্মী ও অতিথিরা (ছবি: রেমিনিসেন্স ফটোগ্রাফি)
গত ১৪ ফেব্রুয়ারি ধুমধাম করে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিয়েছেন মেহজাবীন ও আদনান আল রাজীব। মেহজাবীন আজ সোশ্যাল মিডিয়ায় উল্লেখ করেছেন, ‘ভালোবাসা দিবসে আদনান ও আমি আমাদের পরিবারের সদস্য ও কাছের মানুষদের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলাম। আমাদের জীবনের একটি বিশেষ দিন ছিল এটি, যা আরো অর্থবহ হয়ে উঠেছিল আমাদের প্রিয় মানুষদের উপস্থিতিতে।’

বিয়েতে আদনান আল রাজীব ও মেহজাবীন চৌধুরী (ছবি: রেমিনিসেন্স ফটোগ্রাফি)
বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের মতোই মেহজাবীন ও আদনান আল রাজীবের আকদের ছবিগুলো তুলেছে রেমিনিসেন্স ফটোগ্রাফি। বিয়েতে ফুল সরবরাহ করেছে ব্লিৎজ। মেহজাবীনকে বধূ সাজিয়েছে জাহিদ খান ব্রাইডাল মেকওভার।
দীর্ঘদিন সম্পর্কে থাকলেও কখনো জনসমক্ষে সেটি স্বীকার করেননি মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীব। তবে তাদের সম্পর্ক ছিলো খোলা খাতার মতো। অবশেষে বিয়ের মধ্য দিয়ে দু’জনের প্রেমের সফল সমাপ্তি হলো। অবশ্য বেশ কিছুদিন ধরেই তাদের বিয়ের গুঞ্জন ভাসছিলো হাওয়ায়। অবশেষে সেটাই সত্যি হলো!

বিয়েতে আদনান আল রাজীব ও মেহজাবীন চৌধুরী (ছবি: রেমিনিসেন্স ফটোগ্রাফি)
মেহজাবীন জানিয়েছেন, ২০১২ সালের ৯ এপ্রিল আদনান আল রাজীবের সঙ্গে প্রথম দেখায় ১৫ মিনিট আলাপ হয়েছিলো তার। সেই থেকে তারা বাঁধা পড়েছেন একে অপরের মনে। পরিচয়ের শুরু থেকে বিয়ের দিন পর্যন্ত ৪ হাজার ৬৯৪ দিন কেটেছে তাদের।

বিয়েতে আদনান আল রাজীব ও মেহজাবীন চৌধুরী (ছবি: রেমিনিসেন্স ফটোগ্রাফি)
গত ২৩ ফেব্রুয়ারি ও ২৪ ফেব্রুয়ারি ঢাকার অদূরে একটি রিসোর্টে মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীবের গায়ে হলুদ ও বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন দেশের বিনোদন অঙ্গনের অনেক শিল্পী-কুশলী।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস