Connect with us

ছবিঘর

ঢাকাই দুই জামদানিতে রটারড্যাম উৎসবে জয়া

দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান এখন নেদারল্যান্ডসের ৫৪তম  রটারড্যাম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে। উৎসবটির বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে দেখানো হয়েছে তার অভিনীত পশ্চিমবঙ্গের সিনেমা ‘পুতুলনাচের ইতিকথা’। রটারড্যামে তোলা কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিজের অনুভূতি জানিয়েছেন তিনি। 

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

রটারড্যামে ‘পুতুলনাচের ইতিকথা’র দ্বিতীয় প্রদর্শনীতে জামদানি শাড়িতে জয়া আহসান।

ছবিটি শেয়ার করে জয়া আহসান লিখেছেন, ‘পশ্চিমা দর্শকরা সিনেমাটি উপভোগ করেছেন। তারা জানিয়েছেন, অসাধারণ এই সেলুলয়েড সৃষ্টির মাধ্যমে বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য জানার পাশাপাশি বাঙালি নারীদের সাহসী ও শক্তিশালী দিক পর্যবেক্ষণের সুযোগ পেয়েছেন তারা।’

রটারড্যামে ‘পুতুলনাচের ইতিকথা’র পরিচালক সুমন মুখোপাধ্যায়ের সঙ্গে জয়া আহসান।

‘পুতুলনাচের ইতিকথা’য় জয়া আহসানের অভিনয় প্রশংসিত হয়েছে উৎসবে।

জয়া আহসানের প্যাস্টেল রঙের জামদানি শাড়িটি নজর কেড়েছে অনেকের।

রটারড্যামে ‘পুতুলনাচের ইতিকথা’র পয়লা প্রদর্শনী হয়েছে গত ৬ ফেব্রুয়ারি। সেদিন ঢাকাই জামদানি শাড়িতে দেখা গেছে জয়া আহসানকে।

ফুলের এম্ব্রয়ডারি করা কালো ব্লাউজের সঙ্গে জাম রঙের জামদানিতে দারুণ লেগেছে জয়া আহসানকে।

ছবিটি শেয়ার করে জয়া আহসান লিখেছেন, ‘মানিক বন্দ্যোপাধ্যায়ের ধ্রুপদি উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’ বিশ্ব দরবারে তুলে ধরতে পেরে আমি আনন্দিত! এই সিনেমায় চিরচেনা কুসুম চরিত্রে অভিনয় করার সুযোগ দিয়ে সম্মানিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আমি ঋণী!’

‘পুতুলনাচের ইতিকথা’য় ওপার বাংলার অভিনেতা আবির চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেছেন জয়া আহসান। এছাড়া আছেন ধৃতিমান চট্টোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়।

আগামী মে মাসে মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মবার্ষিকীর সময় ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমাটি মুক্তি পেতে পারে। এটি প্রযোজনা করেছে ক্যালাইডেস্কোপ।

জয়া আহসানের নতুন সিনেমার মধ্যে ‘পুতুলনাচের ইতিকথা’ ছাড়াও পশ্চিমবঙ্গের সৌকর্য ঘোষাল পরিচালিত ‘ওসিডি’ সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে আশফাক নিপুনের পরিচালনায় ‘জিম্মি’ ওয়েব সিরিজে দেখা যাবে তাকে।

সিনেমাওয়ালা প্রচ্ছদ