Connect with us

ওটিটি

রহস্যময় প্রকৃতির নির্মম রূপ নিয়ে ‘শুনতে কি পাও!’ চরকিতে

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘শুনতে কি পাও!’ সিনেমার পোস্টার (ছবি: চরকি)

ভদ্রা নদীর পাড়ে সুন্দরবনের কোল ঘেঁষে ছোট্ট একটি গ্রাম ‘সুতারখালি’। জলে জঙ্গলে সংগ্রাম করে চার পুরুষের আবাদে প্রায় ১০০ পরিবারের বাস এখানে। গ্রামটিতে ঘর বেঁধেছিলো রাখী বৈদ্য ও সৌমেন রায়। তাদের সন্তান রাহুল রায়। ২০০৯ সালের ২৫ মে রাহুলের বয়স যখন মাত্র চার বছর, প্রলয়ঙ্করী জলোচ্ছ্বাস ‘আইলা’ ভাসিয়ে নিয়ে যায় বাংলাদেশের দক্ষিণাঞ্চল। সেই থেকে শুরু হয় রাখী, সৌমেন ও রাহুলের এক অন্যজীবন।

দিন যায়, ঋতু বদলায়… সেই সঙ্গে সর্ম্পকও বদলায়। তারপরও বৃষ্টি শেষে কোদাল হাতে বেরিয়ে আসে তারা… জীবনের ডাকে, জীবনকে ভালোবেসে। রাখী, সৌমেন ও রাহুলের জীবনের বিস্তারিত দেখা যায় কামার আহমাদ সাইমন পরিচালিত ‘শুনতে কি পাও!’তে। গতকাল (৩ নভেম্বর) ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে এসেছে ৯০ মিনিটের এই কোয়াজি-ড্রামা।

২০১২ সালে জার্মানির লাইপশিসে উদ্বোধনী সিনেমা হিসেবে ‘শুনতে কি পাও!’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। ২০১৪ সালে দেশের সিনেমাহলে মুক্তি পায় এটি। এরপর অনেক উৎসব ঘুরেছে। সিনেমা দ্যু রিল প্যারিসে সেরা সিনেমার পুরস্কার গ্রাঁ প্রিঁ এবং মুম্বাই আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে স্বর্ণশঙ্খ ও সেরা চিত্রগ্রহণের পুরস্কারসহ নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড ও নেপালে পুরস্কার পেয়েছে ‘শুনতে কি পাও!’

চরকিতে মুক্তি প্রসঙ্গে পরিচালক কামার আহমাদ সাইমন নিজের অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘বিভিন্ন উৎসবে সিনেমাটির পথচলা ছিলো অনেকটা প্রেম-পর্বের মতো। আর ওটিটিতে এটি মুক্তি দেওয়ার মাধ্যমে বলতে পারেন অনেকটা সংসার জীবন শুরু হলো। প্রায় এক দশক আগে যখন সিনেমাটি নিয়ে লড়াই করছিলাম, তখন মনে হয়েছিলো এটি বোধহয় সময়ের একটু আগেই বানিয়ে ফেলেছি! কারণ সিনেমাটি আমাদের জানা-বোঝা ফিকশন ও নন-ফিকশন জনরার সংজ্ঞাকে চ্যালেঞ্জ করেছিলো। আমার মনে হয়, ওটিটিতে মুক্তির জন্য সময়টা জুতসই। এখন দেখি দর্শক কীভাবে নেয়।’

‘শুনতে কি পাও!’ নির্মাণের সময় কী প্রেরণা কাজ করেছিলো জানিয়ে কামার আহমাদ সাইমন বলেন, ‘আমার সিনেমা বানানোর মূল ঝোঁক সাহিত্য থেকে। যেখানে আছেন সৈয়দ ওয়ালিউল্লাহ, তারাশঙ্কর কিংবা মানিক বন্দ্যোপাধ্যায়। তাদের কালজয়ী সব লেখা পড়লে মনে হতো– এই যে জীবনের অবিশ্বাস্য উদযাপন, এটি সিনেমার পর্দায় কীভাবে আনা যায়? আর প্রেরণা হিসেবে ছিলো মাটি ও মানুষে মাখামাখি চিত্রশিল্পী এসএম সুলতানের ক্যানভাস।’

‘শুনতে কি পাও!’তে আরো অভিনয় করেছেন দেবব্রত মণ্ডল, নিশীথ রঞ্জন মিস্ত্রী, নিরাপদ মণ্ডল, বিভূতিভূষণ মণ্ডল, মাহমুদ গাজী, মান্নান গাইন, দীপক মণ্ডল, গোবিন্দ মণ্ডল, চিরঞ্জিত মণ্ডল, শ্যামলী রপ্তান, নূপুর মণ্ডল, সুভেন ঘরামী, বিনয় বৈদ্য প্রমুখকে। সারা আফরীনের প্রযোজনায় ‘শুনতে কি পাও!’-এর চিত্রগ্রহণ করেছেন পরিচালক নিজেই। শব্দসজ্জায় সুকান্ত মজুমদার। সম্পাদনা ও কালার গ্রেডিং করেছেন সৈকত শেখরেশ্বর রায়।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ