Connect with us

ছবিঘর

‘আমি শুধুই একটি লাল জবা ফুল’

ছোট পর্দার ব্যস্ততম অভিনেত্রীদের মধ্যে তানজিম সাইয়ারা তটিনী অন্যতম। অবসর পেলেই ভ্রমণ উপভোগ করতে সাধ জাগে তার। এবার থাইল্যান্ডের মু কো অং থং ন্যাশনাল পার্কে ঘুরে বেড়ালেন তিনি। সেখানে তোলা কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এই তারকা। একনজরে দেখে নিন সেগুলো।

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

রোদ ঝলমলে দিনে পাহাড়-সমুদ্রের সামনে স্পিডবোটে লাল রঙের পোশাকের সঙ্গে রোদচশমায় তটিনী।

থাইল্যান্ডে সমুদ্র সৈকতে ফুরফুরে মেজাজে বৃষ্টিতে ভিজেছেন তটিনী।

ফেসবুক ও ইনস্টাগ্রামে ছবিগুলো পোস্ট করে তটিনী লিখেছেন, ‘আমি শুধুই একটি লাল জবা ফুল।’

তটিনী অভিনীত ‘তোমাদের গল্প’ ইউটিউব ফিল্মের ভিউ আড়াই কোটির ঘর ছাড়িয়েছে। এজন্য তিনি আনন্দে লিখেছেন, ‘২ কোটি ৫০ লাখ বার ভালোবাসা দেখিয়েছেন! এই যাত্রা আমাদের সবার। কন্টেন্টটি দেখা, শেয়ার করা ও এর অংশ হওয়ার জন্য ধন্যবাদ। আপনাদের ছাড়া এটা সম্ভব হতো না।’

গত ১৬ মে বড় পর্দায় পিপলু আর খান পরিচালিত ‘জয়া আর শারমিন’ সিনেমার মাধ্যমে অভিষেক হয়েছে তটিনীর। এতে অতিথি চরিত্রে দেখা গেছে তাকে।

বরিশালে মেয়ে তটিনী ছয় বছর ধরে শোবিজ অঙ্গনে কাজ করছেন। অভিনয়ে তার অভিজ্ঞতা তিন বছরের। ২০২২ সালে ওটিটি প্ল্যাটফর্ম চরকির ‘এই মুহূর্তে’ সিরিজের ‘কল্পনা’ খণ্ডের মাধ্যমে তটিনীর অভিনয় অধ্যায় শুরু। একই বছর তার অভিনীত প্রথম টেলিভিশন নাটক চয়নিকা চৌধুরী পরিচালিত ‘শারদ প্রাতে’।

২০২২ সালেই ভিকি জাহেদের ‘বাঁচিবার হলো তার সাধ’ নাটকে আফরান নিশোর সঙ্গে অভিনয় করে আলোচিত হন তটিনী। এরপর ধীরে ধীরে নিজের অবস্থান গড়ে নিয়েছেন তিনি।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ