Connect with us

ছবিঘর

শহর ছেড়ে পালিয়ে তাসনিয়া ফারিণ!

অভিনেত্রী তাসনিয়া ফারিণ ফুরসত পেলেই লন্ডনে উড়াল দেন। কারণ তার স্বামী শেখ রেজওয়ান লন্ডন প্রবাসী। গত ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘ইনসাফ’ সিনেমার জন্য তুমুল ব্যস্ত সময় কেটেছে ফারিণের। ঈদের পরপরই লন্ডনে গিয়ে স্বামীর সঙ্গে ঘুরে বেড়িয়েছেন তিনি। তখন তোলা কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এই তারকা। একঝলকে দেখে নিন সেগুলো।

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

কমলা টি-শার্ট, নেভি-ব্লু জ্যাকেট ও কালো প্যান্ট পরে ঘুরেছেন তাসনিয়া ফারিণ। চুলে ছিল গোলাপি বো-ক্লিপ। এর পুরোটা জুড়ে অনেক হৃদয় আকৃতির ছাপ।

সবুজের সমারোহে মেকআপ ছাড়াই তাসনিয়া ফারিণকে দারুণ লাগছে। তার এই সৌন্দর্যে মুগ্ধ ভক্তরা।

ছবিগুলো পোস্ট করে তাসনিয়া ফারিণ লিখেছেন, ‘কিছু সময়ের জন্য এই শহর ছেড়ে পালিয়ে।’ সেই সঙ্গে রকেট ও সন্ধ্যাবেলার সময় ইমোজি জুড়ে দিয়েছেন তিনি।

‘ইনসাফ’-এর মাধ্যমে নাচ-গান-অ্যাকশনে ভরপুর বাণ্যিজিক সিনেমায় প্রথমবার কাজ করেছেন তাসনিয়া ফারিণ। সঞ্জয় সমদ্দারের পরিচালনায় এতে পুলিশ কর্মকর্তা জাহান খান চরিত্রে দেখা গেছে তাকে।

বড় পর্দায় শরিফুল রাজের বিপরীতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। ‘ইনসাফ’ সিনেমায় ‘আকাশেতে লক্ষ তারা ২.০’ গানে নেচে চমকে দিয়েছেন তিনি।

‘ইনসাফ’ সিনেমার একটি দৃশ্যে তাসনিয়া ফারিণের মারপিট করার ভিডিও ফেসবুকে শেয়ার দিয়ে শুভাকামনা জানিয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তার পোস্ট শেয়ার করে ফারিণ লিখেছেন, ‘মেহজাবিন চৌধুরী আপু উজ্জ্বল তারা। যখন সেরা অভিনেত্রীদের একজন কারও প্রশংসা করে, তখন বুঝতে হয় এর মূল্য অনেক।’

‘ইনসাফ’-এর আগে দুই বাংলায় পৃথক দুটি সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে তাসনিয়া ফারিণের। এরমধ্যে অতনু ঘোষ পরিচালিত ‘আরো এক পৃথিবী’র জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস জিতেছেন তিনি। আর গত বছর বাংলাদেশে মুক্তি পেয়েছে ধ্রুব হাসান পরিচালিত ‘ফাতিমা’। এটি ইরানের চলচ্চিত্র উৎসবে পুরস্কার এনে দিয়েছে ফারিণকে।

কয়েকদিন আগে ছবিটি পোস্ট করে চেরি ফুলের ইমোজি জুড়ে দিয়ে তাসনিয়া ফারিণ লিখেছেন, ‘সবকিছুই সঠিক সময়ে ফোটে।’

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ