স্টার জোন
শাওন ও সাবাকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে পুলিশ

মেহের আফরোজ শাওন ও সোহানা সাবা (ছবি: ফেসবুক)
রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে দুই অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে হেফাজতে নিয়েছিলো ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। দুই তারকাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে। আজ (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ডিএমপির গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান খবরটি জানিয়েছেন।
মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে গতকাল (৬ ফেব্রুয়ারি) রাতে ভিন্ন ভিন্ন সময়ে হেফাজতে নেয় পুলিশ। ঢাকার ধানমন্ডি এলাকা থেকে শাওনকে হেফাজতে নেওয়ার পাঁচ ঘণ্টা পর সোহানা সাবাকে হেফাজতে নিয়েছিলো পুলিশ। দুই জনকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

মেহের আফরোজ শাওন (ছবি: ফেসবুক)
পুলিশ জানিয়েছে, আজ মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে নিজ নিজ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। গত বছরের আগস্ট মাস থেকেই সোশ্যাল মিডিয়ায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেছেন তারা। সেই সঙ্গে কয়েকদিন পরপর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থনে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন এই দুই তারকা।

সোহানা সাবা (ছবি: ফেসবুক)
গত ১৫ জানুয়ারি কলকাতার হোটেল পার্কে অনুষ্ঠিত সভায় সরাসরি ও ভার্চুয়ালি যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে মেহের আফরোজ শাওনের নাম উঠে আসে। এরপর তাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়। এরপর সোহানা সাবা নজরদারিতে ছিলেন। তার বিরুদ্ধেও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। হোয়াটসঅ্যাপে আওয়ামী লীগপন্থি শিল্পীদের ‘আলো আসবেই’ গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন তিনি।
এদিকে অভিনেত্রী পরিচয়ের গন্ডি পেরিয়ে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করছেন সোহানা সাবা। ‘তোকেই ভালোবাসি’ শিরোনামের একটি গান গেয়েছেন তিনি। তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এর টিজার দেখা গেছে। আশা করা হচ্ছে, এবারের ভালোবাসা দিবস উপলক্ষে গানটি শ্রোতারা উপভোগ করবেন।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
