গান বাজনা
শাফিন আহমেদের সুর করা গান গাইবেন তার ছেলে ও পাঁচটি ব্যান্ড

শাফিন আহমেদ (জন্ম: ১৪ ফেব্রুয়ারি, ১৯৬১; মৃত্যু: ২৫ জুলাই, ২০২৪)
প্রয়াত সংগীতশিল্পী শাফিন আহমেদের জন্মবার্ষিকী ১৪ ফেব্রুয়ারি। তাঁর তিন সন্তান আয়সার রেহান, আজরাফ রাকিন ও রায়হান দৌলা আর বড় ভাই হামিন আহমেদ বিশেষ দিনটি উদযাপনের জন্য আয়োজন করেছেন একটি কনসার্ট। এর শিরোনাম ‘ইকোস অব অ্যা লিজেন্ড’। এতে শাফিনের সুর করা কিছু গান পরিবেশন করে তাঁর প্রতি শ্রদ্ধা জানাবে মাইলসসহ মোট পাঁচটি ব্যান্ড। এছাড়া গাইবেন শাফিনের ছেলে।
ঢাকার তেজগাঁওয়ের আলোকি কনভেনশন সেন্টারে আজ (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় শুরু হবে কনসার্ট। এতে ফিডব্যাক পরিবেশন করবে ‘পাতা ঝরে যায়’ ও ‘ভালোবেসো না’। দলছুটের বাপ্পা মজুমদার গেয়ে শোনাবেন ‘ভুলব না তোমাকে’ ও ‘আর কতকাল খুঁজব তোমায়’।

শাফিন আহমেদের সঙ্গে আজরাফ রাকিন (ছবি: ফেসবুক)
আর্টসেল ব্যান্ড পরিবেশন করবে ‘পাহাড়ি মেয়ে’ ও ‘সে কোন দরদিয়া’। অ্যাভয়েড রাফা গাইবেন ‘পলাশীর প্রান্তর’ ও ‘জাতীয় সংগীতের দ্বিতীয় লাইন’।
সবশেষে মাইলস পরিবেশন করবে ‘চাঁদতারা’, ‘ফিরিয়ে দাও’, ‘গুঞ্জন শুনি’, ‘হ্যালো ঢাকা’ ও ‘প্রথম প্রেমের মতো’। গানের পাশাপাশি বামবা সদস্যরা প্রয়াত ব্যান্ড তারকাকে নিয়ে স্মৃতিচারণ করবেন।

শাফিন আহমেদ (জন্ম: ১৪ ফেব্রুয়ারি, ১৯৬১; মৃত্যু: ২৫ জুলাই, ২০২৪)
শাফিন আহমেদের সংগীতজীবন ও ব্যক্তিজীবন নিয়ে সাজানো ১৮ মিনিটের একটি প্রামাণ্যচিত্রের প্রদর্শনী হবে কনসার্টে। এছাড়া ভেন্যুতে থাকছে তাঁর ব্যবহৃত গিটারের প্রদর্শনী। মূল মঞ্চের বাইরে পৃথক একটি মঞ্চ সবার জন্য উন্মুক্ত থাকব। এতে যে কেউ শাফিন আহমেদের গান গাওয়ার সুযোগ পাবেন। মিলনায়তনের প্রবেশমুখে দেখা যাবে শাফিন আহমেদ কর্নার। আরেক কর্নারে মাইলস ব্যান্ডের ৩৮ ও ৪০ বছর পূর্তির প্রদর্শনী হবে। কনসার্টে পৃষ্ঠপোষকতা করছে ইয়ামাহা।

শাফিন আহমেদ (জন্ম: ১৪ ফেব্রুয়ারি, ১৯৬১; মৃত্যু: ২৫ জুলাই, ২০২৪)
২০২৪ সালের ২০ জুলাই যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় কনসার্টের আগে অসুস্থ হয়ে পড়েন শাফিন আহমেদ। এরপর তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়। তখনই হার্ট অ্যাটাক হয়েছে তার। এরপর তাকে কয়েকদিন ভেন্টিলেশনে রাখা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। ২৪ জুলাই মারা যান শিল্পী কমল দাশগুপ্ত ও ফিরোজা বেগমের সন্তান শাফিন আহমেদ। তাঁর বয়স হয়েছিলো ৬৩ বছর। চার দশকের সংগীত জীবনে অনেক অবদান রেখেছেন তিনি।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস