বলিউড
শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে যাওয়ায় যা বললেন কঙ্গনা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন। তিনি ভারতকে নিরাপদ ভাবায় সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী ও সাংসদ কঙ্গনা রনৌত। সংবাদমাধ্যম টাইমস আলজেব্রার একটি টুইট শেয়ার করে এ প্রসঙ্গে নিজের অভিমত তুলে ধরেছেন তিনি।
গতকাল (৫ আগস্ট) এক্সে (সাবেক টুইটার) একটি পোস্টে কঙ্গনা লিখেছেন, ‘ইসলাম ধর্মাবলম্বী প্রতিবেশী দেশগুলোর জন্য ভারত হলো প্রকৃত মাতৃভূমি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতকে নিরাপদ মনে করেছেন জেনে আমরা সম্মানিত। যারা ভারতে থাকেন ও প্রশ্ন করেন কেন হিন্দুরাষ্ট্র, কেন রামরাজ্য? এই ঘটনাই হলো সেসবের জবাব।’
Bharat is the original motherland of all Islamic Republics around us. We are honoured and flattered that honourable Prime Minister of Bangladesh feels safe in Bharat but all those who live in India and keep asking why Hindu Rashtra? Why Ram Rajya? Well it is evident why!!!
No… https://t.co/wMqlpBquUo— Kangana Ranaut (@KanganaTeam) August 5, 2024
৩৮ বছর বয়সী এই তারকা যোগ করেন, ‘মুসলিম দেশগুলোতে কেউই সুরক্ষিত নন, এমনকি মুসলিমরাও নন। আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ ও ব্রিটেনে যেসব ঘটছে সবই দুর্ভাগ্যজনক। আমরা ভাগ্যবান যে, রামরাজ্যে আছি। জয় শ্রীরাম।’
গতকাল দুপুরে আগরতলা হয়ে উত্তর প্রদেশের গাজিয়াবাদে ভারতীয় বিমানবাহিনীর হিন্দন ঘাঁটিতে পৌঁছান শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। আগামী কয়েকদিন দিল্লিতে ‘সেফ হাউসে’ থাকতে পারেন তারা।
এদিকে কঙ্গনা অভিনীত ও পরিচালিত ‘ইমার্জেন্সি’ নামের একটি নতুন সিনেমা মুক্তি পাবে আগামী ৬ সেপ্টেম্বর। এতে ভারতের সাবেক ও প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী চরিত্রে দেখা যাবে তাকে।
কঙ্গনার আগে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। শেখ হাসিনার অপসারণের দাবিতে আন্দোলনে অনেক প্রাণহানির ঘটনায় নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্টোরিতে তিনি লিখেছেন, ‘সত্যিই সাংঘাতিক। চলুন সবাই মিলে বাংলাদেশের মানুষের জন্য প্রার্থনা করি।’
ওপার বাংলার তারকারা বেশ কিছুদিন ধরেই বাংলাদেশের উত্তাল অবস্থা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন। অভিনেতা জিৎ সাধারণত সিনেমা বাদে অন্য বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করেন না। তবে অগ্নিগর্ভে রূপ নেওয়া বাংলাদেশ নিয়ে গতকাল সকালে সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘বাংলাদেশের এই কঠিন সময়ে আমার প্রার্থনা রইলো দেশটির মানুষদের জন্য। যেসব ঘটনা প্রকাশ্যে আসছে সেগুলো খুবই দুঃখজনক। এমন মর্মান্তিক দৃশ্যের সাক্ষী হওয়া হৃদয়বিদারক।’
জিতের আশা, শিগগিরই বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে। তার কথায়, ‘আশা করি, এই কঠিন সময় খুব তাড়াতাড়ি পেরিয়ে যাবো। প্রতিটি জীবনই মূল্যবান, তাই যেকোনো মূল্যে সেটা রক্ষা হওয়া আবশ্যিক।’
পশ্চিমবঙ্গের তারকাদের মধ্যে অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি, শ্রীলেখা মিত্র, অভিনেতা দেব, গায়ক-অভিনেতা-পরিচালক অঞ্জন দত্ত বাংলাদেশের বৈষম্যবিরোধী আন্দোলন প্রসঙ্গে উৎকণ্ঠার কথা জানিয়েছেন।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড1 year ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস