Connect with us

হলিউড

সম্মানসূচক অস্কার পাচ্ছেন টম ক্রুজ

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

টম ক্রুজ (ছবি: কান ফিল্ম ফেস্টিভ্যাল)

হলিউড সুপারস্টার টম ক্রুজ সিনেমায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে সম্মানসূচক অস্কার পাচ্ছেন। অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্ট অ্যান্ড সায়েন্সেসের গভর্নরস বোর্ড ভোটের মাধ্যমে এই সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১৬ নভেম্বরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় হলিউডের রে ডলবি বলরুমে ১৬তম গভর্নরস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে অস্কারের সোনালি ট্রফি প্রদান করা হবে তাকে।

টম ক্রুজ হলিউডের সর্বোচ্চ আয়কারী অভিনেতাদের একজন। সিনেমা বড় পর্দাতেই মুক্তি দেওয়ার সমর্থক তিনি। করোনা মহামারির পর চ্যালেঞ্জিং সময়ে দর্শককে সিনেমাহলমুখী করার ক্ষেত্রে তার ভূমিকা সর্বজনস্বীকৃত। সাড়ে চার দশকের ক্যারিয়ারে বড় পর্দায় অনেক অবদান রেখেছেন ৬২ বছর বয়সী এই তারকা। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত ‘মিশন: ইমপসিবল – দ্য ফাইনাল রেকোনিং’। এতে নিজেই ১৬ বার প্যারাস্যুট জাম্প দেওয়ার সুবাদে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন তিনি।

টম ক্রুজ (ছবি: কান ফিল্ম ফেস্টিভ্যাল)

অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্ট অ্যান্ড সায়েন্সেসের সভাপতি জ্যানেট ইয়াং এক বিবৃতিতে বলেছেন, ‘সিনেমা নির্মাণে সম্পৃক্ত জনগোষ্ঠী, বড় পর্দার অভিজ্ঞতা ও স্টান্টদের প্রতি টম ক্রুজের অসাধারণ প্রতিশ্রুতি আমাদের সকলকে অনুপ্রাণিত করেছে।’

টম ক্রুজ চারবার প্রতিযোগিতামূলক অস্কারের জন্য মনোনীত হয়েছেন। ১৯৯০ সালে ‘বর্ন অন দ্য ফোর্থ অব জুলাই’ ও ১৯৯৭ সালে ‘জেরি ম্যাগুয়ার’ সিনেমার জন্য সেরা অভিনেতা শাখার মনোনয়ন পান তিনি। ২০০০ সালে ‘ম্যাগনোলিয়া’র সুবাদে তার নামের পাশে যুক্ত হয়েছে সেরা পার্শ্ব অভিনেতার মনোনয়ন। এছাড়া ২০২৩ সালে ‘টপ গান: ম্যাভেরিক’ সিনেমার অন্যতম প্রযোজক হিসেবে সেরা ফিল্ম শাখায় মনোনীত হন তিনি।

টম ক্রুজ (ছবি: প্যারামাউন্ট পিকচার্স)

গতকাল (১৭ জুন) সম্মানসূচক অস্কারের জন্য মনোনীত বিশিষ্ট ব্যক্তিদের তালিকা প্রকাশ করা হয়েছে। টম ক্রুজের পাশাপাশি আমেরিকান অভিনেত্রী-কোরিওগ্রাফার ডেবি অ্যালেন ও আফ্রিকান-আমেরিকান শিল্প নির্দেশক উইন টমাস অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্ট অ্যান্ড সায়েন্সেসের সম্মানসূচক পুরস্কার পাচ্ছেন। এছাড়া আমেরিকান গায়িকা-অভিনেত্রী ডলি পার্টনকে জনদরদি কাজে ভূমিকা রাখায় পাচ্ছেন জিন হারশল্ট হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড দেবে অস্কার কর্তৃপক্ষ।

(বাঁ থেকে) ডেবি অ্যালেন, টম ক্রুজ, ডলি পার্টন ও উইন টমাস (ছবি: অস্কার)

৭৯ বছর বয়সী ডলি পার্টনের ঝুলিতে আছে অস্কারের দুটি মনোনয়ন। নিজের অভিনীত ‘নাইন টু ফাইভ’ সিনেমার টাইটেল গানের জন্য ১৯৮১ সালে ও ‘ট্রান্সআমেরিকা’র ‘ট্রাভেলিং থ্রু’ গানের জন্য ২০০৬ সালে অস্কারের সেরা মৌলিক গান শাখায় সুরকার-গীতিকার হিসেবে মনোনয়ন পান তিনি। গত ৩০ বছরে তার ইমাজিনেশন লাইব্রেরি থেকে শিশু-কিশোরদের ২৮ কোটি ৪০ লাখ বই বিনামূল্যে দেওয়া হয়েছে।

ডেবি অ্যালেন বিভিন্ন সিনেমায় অভিনয়ের পাশাপাশি সাতবার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে কোরিওগ্রাফি করেছেন। ‘ফেম’ (১৯৮০) ও ‘র‌্যাগটাইম’ (১৯৮১) তার অভিনীত বিখ্যাত দুটি সিনেমা। উইন টমাস কাজ করেছেন খ্যাতিমান নির্মাতা স্পাইক লি পরিচালিত বেশ কিছু সিনেমায়। এরমধ্যে উল্লেখযোগ্য ‘শি ইজ গটা হ্যাভ ইট’ (১৯৮৬) ও ‘ডু দ্য রাইট থিং’ (১৯৮৯)।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ