Connect with us

গান বাজনা

‘সাগরের তীর থেকে’ গানের গায়িকা জীনাত রেহানা মারা গেছেন

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

জীনাত রেহানা (ছবি: ফেসবুক)

ষাট, সত্তর ও আশিকের দশকের গুণী কণ্ঠশিল্পী জীনাত রেহানা আর বেঁচে নেই। আজ (২ জুলাই) সকাল ৮টা ৩০ মিনিটে রাজধানী ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিলো ৭৭ বছর।

জীনাত রেহানা দীর্ঘদিন ধরে নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। তার মৃত্যুতে দেশীয় সংগীতাঙ্গন শোকগ্রস্ত। তিনি দুই সন্তান রেহনুমা কামাল ও রেহান কামালসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জীনাত রেহানা (ছবি: ফেসবুক)

আজ জোহরের নামাজের পর গুলশানে আজাদ মসজিদে জীনাত রেহানার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। তেজগাঁওয়ে চ্যানেল আই প্রাঙ্গণে বিকেল ৩টায় দ্বিতীয় জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে। তার স্মরণে চ্যানেল আই কার্যালয়ে শোক বই খোলা হয়েছে।

জীনাত রেহানা সংগীতের আবহে বেড়ে উঠেছেন। তার মা জেব-উন-ন্নেসা জামাল গীতিকার ও লেখক ও খালা আঞ্জুমান আরা বেগম ছিলেন প্রখ্যাত কণ্ঠশিল্পী। জীনাত রেহানার স্বামী মোস্তফা কামাল সৈয়দ টেলিভিশনের সাবেক মহাপরিচালক পদে দায়িত্ব পালন করেছেন। গানের জগতে যুক্ত হতে তাকে সবচেয়ে বেশি উৎসাহ দিয়েছেন আঞ্জুমান আরা বেগম। তার কণ্ঠ শুনে সুরকার আবদুল আহাদ ও সমর দাস প্রশংসায় পঞ্চমুখ হন।

জীনাত রেহানা (ছবি: ফেসবুক)

১৯৬৪ সালে বেতার ও ১৯৬৫ সালে টেলিভিশনের শিল্পী হিসেবে গান শুরু করেন জীনাত রেহানা। বেতারে ১৯৬৮ সালে তার গাওয়া ‘সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে’ গানটি প্রচারের পর শ্রোতাপ্রিয়তা অর্জন করে। তার কণ্ঠে জনপ্রিয় গানের তালিকায় আরো আছে– ‘একটি ফুল আর একটি পাখি, বলো তো কী নামে তোমায় ডাকি’, ‘আমি কাঁকন দিয়ে ডেকে ছিলেম মুখে লজ্জা ছিল বলে’, ‘কপালে তো টিকলি পরবো না’, ‘আমি যার কথা ভাবছি মনে আনমনে’, ‘আমায় যদি ডাকো কাছে’, ‘কণ্ঠবীণা’, ‘মনে রেখো স্মৃতি থাকে’, ‘যে দেশেতে শাপলা শালুক ঝিলের জলে ভাসে’ ইত্যাদি।

‘অভিশাপ’ নামের একটি সিনেমায় গান গেয়েছেন জীনাত রেহানা। ‘কে তুমি এলে মোর জীবনে’ কথার গানটি জনপ্রিয় হয়। আধুনিক ও আধ্যাত্মিক গানের পাশাপাশি করছেন শিশু-কিশোরদের উপযোগী গান গেয়েছেন তিনি। মায়ের লেখা বই ‘জাদুর পেন্সিল’ থেকে শিশুতোষ গান করেছেন এই শিল্পী।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ