টেলিভিশন
সুপারস্টার খুঁজে বের করার বিচারক তারা

(বাঁ থেকে) শিহাব শাহীন, রাফিয়াত রশিদ মিথিলা ও তারিক আনাম খান (ছবি: দীপ্ত টিভি)
‘দেখাও অভিনয়ের ট্যালেন্ট! হয়ে যাও বড় পর্দার সুপারস্টার!’– এই আহ্বান সামনে রেখে শুরু হয়েছে রিয়েলিটি শো ‘দীপ্ত স্টার হান্ট’। এতে সারাদেশের প্রতিযোগীদের মধ্য থেকে সেরা অভিনয়শিল্পী খুঁজে বের করার দায়িত্ব পালন করবেন অভিনেতা-নির্মাতা তারিক আনাম খান, পরিচালক শিহাব শাহীন ও অভিনেত্রী-উন্নয়নকর্মী রাফিয়াত রশিদ মিথিলা। তাদের রায়ে নির্বাচিত হবে নতুন সুপারস্টার!
গত ২৭ জানুয়ারি দীপ্ত টেলিভিশন প্রাঙ্গণে শুরু হয়েছে প্রতিযোগিতার অডিশন পর্ব। এতে প্রতিযোগীরা নিজেদের অভিনয় দক্ষতা তুলে ধরেছেন। অডিশনে সম্মানিত বিচারক ছিলেন অভিনেতা আজিজুল হাকিম, সমু চৌধুরী, শাহেদ আলী সুজন, অভিনেত্রী রোজী সিদ্দিকী, নাজনীন চুমকি, পরিচালক অনিমেষ আইচ, গৌতম কৈরী। ২৮ জানুয়ারি ছিলো দ্বিতীয় পর্যায়ের অডিশন।
সেরা প্রতিযোগীরা আগামী দুই বছর দীপ্ত টেলিভিশনের ধারাবাহিক নাটক, দীপ্ত প্লে’র ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম ও বড় পর্দার সিনেমায় কাজ করার সুযোগ পাবেন। এছাড়া কাজী মিডিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে বিভিন্ন ধরনের কাজে অংশ নেবেন তারা।

‘দীপ্ত স্টার হান্ট’ প্রতিযোগিতার অডিশন পর্ব (ছবি: দীপ্ত টিভি)
দীপ্ত কর্তৃপক্ষ জানিয়েছে– অডিশন, ওয়ার্কশপ ও বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্টের মাধ্যমে যাচাই-বাছাই করে প্রতিযোগীদের নির্বাচন করা হবে। একজন তারকা হতে যত ধরনের বৈশিষ্ট্য ও দক্ষতা থাকতে হয় সেসব এই রিয়েলিটি শোতে উঠে আসবে। প্রতিযোগীরা অনেক কিছু শেখার পাশাপাশি নিজেদের প্রেজেন্টেশনে গুণী বিচারকদের কাছ থেকে মার্কস আদায় করে নেবেন।
রিয়েলিটি শো’র প্রজেক্ট সুপারভাইজার তানভীর খান, নির্বাহী প্রযোজনায় সাইফুর রহমান সুজন।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস