Connect with us

ছবি ও কথা

সৌদি আরবে সম্মানিত আমির, সাড়ে ৬ লাখ রুপির গাউনে কারিনা

রেড সি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের চতুর্থ আসরের উদ্বোধনী অনুষ্ঠান জমিয়ে দিলেন বলিউড তারকা আমির খান ও কারিনা কাপুর খান। ‘থ্রি ইডিয়টস’ ও ‘লাল সিং চাড্ডা’ সিনেমার এই জুটি আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নিয়েছেন উৎসবে। সৌদি আরবে জেদ্দার প্রাণকেন্দ্র আল-বালাদ শহরের কালচার স্কয়ারে গতকাল (৫ ডিসেম্বর) ছিল উদ্বোধনী আয়োজন। ‘দ্য নিউ হোম অব ফিল্ম‌’ থিমে উৎসব চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

রেড সি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের লালগালিচায় কারিনা কাপুর খান।

বেগুনি রঙের ফুলের পাপড়ি নকশার কাঁধখোলা ভেলভেট গাউনে আলো ছড়িয়েছেন কারিনা কাপুর খান। তার মুখ ঢাকা জাল ঘোমটায়। এটি ডিজাইন করেছে ডমিনিকান ব্র্যান্ড অস্কার ডি লা রেন্টা।

কারিনা কাপুর খানের গাউনটির মূল্য ৬ লাখ ৪৮ হাজার ৪০০ রুপি।

লালগালিচায় হাঁটার ফাঁকে ভক্তদের অটোগ্রাফ দিয়েছেন ৪৪ বছর বয়সী এই অভিনেত্রী।

রেড সি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের লালগালিচায় আমির খান ও কারিনা কাপুর খান।

লালগালিচায় চাদর গায়ে অভিনেতা, পরিচালক, প্রযোজক আমির খান।

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অনারিস অ্যাওয়ার্ড পেয়েছেন আমির খান।

উদ্বোধনী অনুষ্ঠানে দর্শক সারিতে আমেরিকান অভিনেত্রী, প্রযোজক, পরিচালক ও উদ্যোক্তা ইভা লঙ্গোরিয়ার সঙ্গে আমির খান। ৫৯ বছর বয়সী এই অভিনেতার হাতে অনারিস অ্যাওয়ার্ড তুলে দিয়েছেন ইভা।

দর্শক সারিতে আমির খানের পাশে মিশেল ইয়ো, রেড সি ফিল্ম ফাউন্ডেশনের চেয়ারওম্যান জমানা আল রশিদ, এমিলি ব্লান্ট ও সিনথিয়া এরিভো।

অতিথি সারিতে আমির খানের পাশে মিশেল রড্রিগেজ, রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের সিইও মোহাম্মদ আল তুর্কি ও ইভা লঙ্গোরিয়া।

এবারের আসরের প্রথম কথোপকথন অধিবেশনে অংশ নেন আমির খান। সুক ফোরাম রুমে ছিলো এই আয়োজন।

কথোপকথনে নিজের তিন দশকের ক্যারিয়ারের ওপর আলোকপাত করেছেন আমির খান।

আমির খানের কথোপথন সঞ্চালনা করেন লেবানিজ টিভি উপস্থাপক ও সাংবাদিক রায়া আবিরাশেদ।

কথোপকথনের পর আলোকচিত্রীদের সামনে আমির খান।

সিনেমাওয়ালা প্রচ্ছদ