টেলিভিশন
হানিফ সংকেতের ডাকে সাড়া দিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ‘ইত্যাদি’তে হানিফ সংকেত (ছবি: ফাগুন অডিও ভিশন)
দর্শকপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে বিশেষ সাক্ষাৎকার দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্পূর্ণ অরাজনৈতিক এই সাক্ষাৎকারে উঠে এসেছে তার জীবনের অনেক অজানা কথা। তাকে আমন্ত্রণ জানানোর কারণ এবারের পর্বের শুটিং হয়েছে ঐতিহ্য ও আর্থ-সামাজিক সম্ভাবনার জেলা ঠাকুরগাঁওয়ে। তিনি ঠাকুরগাঁওয়ের সন্তান। জেলার একসময়ের সাংস্কৃতিক অঙ্গনের এই প্রাণপুরুষ বর্তমানে রাজনীতিবিদ।
‘ইত্যাদি’র নির্মাণ প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন জানিয়েছে, রাণীশংকৈল উপজেলার রাজা টংকনাথের রাজবাড়ির সামনে বর্ণিল আলোয় সাজানো মঞ্চে হাজির হন ‘ইত্যাদি’র রচয়িতা, পরিচালক ও উপস্থাপক হানিফ সংকেত। তার এই আয়োজন দেখতে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী পঞ্চগড় ও দিনাজপুর জেলা থেকে দর্শকরা এসেছিলেন।

‘ইত্যাদি’তে সানিয়া সুলতানা লিজা ও রবি চৌধুরী (ছবি: ফাগুন অডিও ভিশন)
দর্শকপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ পদার্পণ করেছে ৩৭তম বছরে। এবারের পর্বে একটি দ্বৈত গান গেয়েছেন রবি চৌধুরী ও সানিয়া সুলতানা লিজা। এর কথা লিখেছেন লিটন অধিকারী রিন্টু, সুর ও সংগীতায়োজনে কিশোর দাস। এবারের পর্বের শুরুতে ঠাকুরগাঁও নিয়ে একটি পরিচিতিমূলক গানের সঙ্গে রয়েছে স্থানীয় শতাধিক নৃত্যশিল্পীর পরিবেশনা। এর কথা লিখেছেন মনিরুজ্জামান পলাশ, কোরিওগ্রাফি করেছেন রোহিত খান তুহিন। এতে কণ্ঠ দিয়েছেন কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা, রাজীব, অয়ন চাকলাদার ও সানজিদা রিমি। গানটি সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজনে মেহেদি।

‘ইত্যাদি’র শুটিংয়ে হানিফ সংকেত (ছবি: ফাগুন অডিও ভিশন)
‘ইত্যাদি’র শুটিং উপলক্ষে পুরো ঠাকুরগাঁও জেলায় ছিলো উৎসবের আমেজ। আমন্ত্রিত দর্শক ছাড়াও শুটিং স্পটের বাইরে প্রায় লক্ষাধিক মানুষ ছিলেন। অনেক দর্শকই আশেপাশের বিভিন্ন স্থাপনার ছাদ, রাস্তা, দেয়াল ও গাছের উপর উঠে তীব্র শীত উপেক্ষা করে দীর্ঘ সময় ধরে অবাক বিস্ময়ে উপভোগ করেছেন তাদের প্রিয় অনুষ্ঠানের ধারণ। কিছুক্ষণ পরপরই চলছিলো হাজার হাজার দর্শকের উচ্ছ্বাস ও তালি বৃষ্টি। ঠাকুরগাঁও ঘিরে প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থিত দর্শকদের মধ্য থেকে তিন জনকে নির্বাচন করা হয়। তারা সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে রচিত একটি নাট্যাংশে অভিনয় করেন। দর্শকদের পাঠানো কথা ও মন্তব্য নিয়ে থাকছে চিঠিপত্র পর্ব।

‘ইত্যাদি’তে হানিফ সংকেত (ছবি: ফাগুন অডিও ভিশন)
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় আমগাছ, ঠাকুরগাঁওয়ের পনির উৎপাদন, লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর ও রাজা টংকনাথের রাজবাড়ির ওপর প্রতিবেদন রয়েছে এবারের পর্বে। দার্জিলিং জাতের কমলার বাগান ঠাকুরগাঁওয়ের অরেঞ্জ ভ্যালি, গাইবান্ধার সুন্দরগঞ্জের ক’জন প্রবীণের গড়া ব্যতিক্রম সংগঠন, ‘ইত্যাদি’র শুটিংয়ের সাত বছর পর টেকেরঘাটের বর্তমান অবস্থা, সাগরের বুকে ভাসমান দোকান, কক্সবাজার জেলার টেকনাফের সাবরাং ইউনিয়নের পল্লী মনোরোগ চিকিৎসক ঝন্টু বড়ুয়াকে নিয়ে পৃথক প্রতিবেদন দেখা যাবে ‘ইত্যাদি’তে। এছাড়া থাকছে চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত বিশ্বের বৃহত্তম পাবলিক স্পট ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারের ওপর প্রতিবেদন।

‘ইত্যাদি’তে (বাঁ থেকে) সাবরিনা নিসা, জয়রাজ, কামাল বায়েজিদ ও বিলু বড়ুয়া (ছবি: ফাগুন অডিও ভিশন)
বরাবারের মতোই রয়েছে বিভিন্ন সামাজিক অসঙ্গতি ও সমাজ সংস্কারের ওপর সমসাময়িক ঘটনা নিয়ে সরস ও তীর্যক নাট্যাংশ। এগুলোর বিষয়বস্তু হলো– জ্যোতিষের অনিশ্চিত ভবিষ্যৎ, একালের বিবাহবার্ষিকীতে সেকালের উপহার, সময়ের বিবর্তনে ঘরোয়া ভাষার পরিবর্তন, সবজি বাজারে ঘোরগ্রস্থ ক্রেতা, চিৎকার সর্বস্ব উপস্থাপকের সাক্ষাৎকার, পারিবারিক শিক্ষা বনাম পারিপার্শ্বিক শিক্ষা, ইউটিউবের নেশায় বিপর্যন্ত পারিবারিক পরিবেশ, নিজের বেলায় ষোল আনা, দিন যায় কথা থাকে, চাপা আতঙ্কসহ বেশ কয়েকটি নাট্যাংশ।
এবারের ‘ইত্যাদি’র অভিনয়শিল্পীদের মধ্যে উল্লেখযোগ্য– সোলায়মান খোকা, বাবুল আহমেদ, আবদুল্লাহ রানা, মাহফুজুর রহমান বাবু, আল মামুন, সুভাশিষ ভৌমিক, আব্দুল আজিজ, মোমেনা চৌধুরী, জিল্লুর রহমান, মাহমুদুল ইসলাম মিঠু, কাজী আসাদ, আঞ্জুমান আরা শিরিন, মামুনুল হক টুটু, প্রাণ রায়, জয়রাজ, আমিন আজাদ, শাহেদ আলী, মুকিত জাকারিয়া, তারিক স্বপন, কামাল বায়েজিদ, বিলু বড়ুয়া, নিপু, আনোয়ার শাহী, জাহিদ শিকদার, জামিল হোসেন, আনন্দ খালেদ, আনোয়ারুল আলম সজল, বেলাল আহমেদ মুরাদ, সাদিয়া তানজিন, নজরুল ইসলাম, মনজুর আলম, সিয়াম নাসির, সাবরিনা নিসা, রুমা, সুর্বণা মজুমদার, মতিউর রহমানসহ আরো অনেকে।

‘ইত্যাদি’র শুটিংয়ে হানিফ সংকেত (ছবি: ফাগুন অডিও ভিশন)
ঠাকুরগাঁওয়ের মঞ্চে নাতিকে দেখা গেলেও দেখা যায়নি নানিকে। সাথীহারা নাতি কী করেছে এবারের ‘ইত্যাদি’তে, দেখতে হলে অপেক্ষা করতে হবে অনুষ্ঠান প্রচারের দিন পর্যন্ত। ‘ইত্যাদি’র নতুন পর্ব বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে আগামী ৩১ জানুয়ারি রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে। অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন মুকিমুল আনোয়ার মুকিম। পরিচালকের সহকারী ছিলেন যথারীতি রানা সরকার ও মোহাম্মদ মামুন।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস