Connect with us

স্টার জোন

৩ সেকেন্ডের ভিডিওর কারণে নয়নতারার বিরুদ্ধে ধানুষের মামলা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

ধানুষ ও নয়নতারা (ছবি: এক্স)

ভারতের দক্ষিণী দুই তারকা নয়নতারা ও ধানুষ এখন একে অপরের প্রতিপক্ষ। তবে পর্দায় নয়, বাস্তবেই! নয়নতারা ও তার স্বামী পরিচালক বিঘ্নেশ শিবানের বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্টে মামলা ঠুকেছেন ধানুষ। শোনা যাচ্ছে, ইতোমধ্যে নায়িকার কাছে আদালতের সমন পৌঁছে গেছে।

নয়নতারার প্রেম ও বিয়েকে প্রাধান্য দিয়ে নির্মিত নেটফ্লিক্সের ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারি টেল’ তথ্যচিত্রকে কেন্দ্র করেই দুই তারকার মধ্যে ঝামেলা বেঁধেছে।

নয়নতারা (ছবি: এক্স)

ধানুষের অভিযোগ, তার প্রযোজিত তামিল সিনেমা ‘নানুম রাউডি ধান’ (২০১৫)-এর একটি অংশ অনুমতি ছাড়াই ব্যবহার করা হয়েছে তথ্যচিত্রে। অভিযোগ আনা হয়েছে, এক্ষেত্রে সেই অনুযায়ী তার অনুমতি নেওয়া হয়নি। বিঘ্নেশ শিবানের পরিচালনায় সেই সিনেমায় বিজয় সেতুপতির সঙ্গে অভিনয় করেন নয়নতারা।

‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারি টেল’ তথ্যচিত্রের পোস্টার (ছবি: নেটফ্লিক্স)

কয়েকদিন আগে ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারি টেল’ ট্রেলার প্রকাশের পরই নয়নতারাকে ১০ কোটি রুপির আইনি নোটিশ পাঠান ৪১ বছর বয়সী ধানুষ। এরপর একটি খোলা চিঠিতে জবাব দেন নায়িকা। তার প্রশ্ন, ‘মাত্র তিন সেকেন্ডের ঝলকে ৯ বছরের পুরনো সিনেমার কতটাই বা দেখা যায়?’

ধানুষ (ছবি: এক্স)

এরপর ধানুষের কড়া সমালোচনা করে ৪০ বছর বয়সী নয়নতারা লিখেছেন, ‘আপনি নিজেকে যতটা দেখান ততটা আপনি মোটেই নন। কারণ নিজেকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখাতে গিয়ে একটু বেশিই বলেন। এই তো আপনার চরিত্র!’

সিনেমাওয়ালা প্রচ্ছদ