Connect with us

ওয়ার্ল্ড সিনেমা

৯৭তম অস্কারে ‘আনোরা’র জয়জয়কার

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

(বাঁ থেকে) অ্যাড্রিয়েন ব্রডি, মাইকি ম্যাডিসন, জোয়ি সালদানিয়া ও কিয়েরেন কালকিন (ছবি: অস্কার)

৯৭তম অস্কারে সেরা সিনেমাসহ সর্বাধিক পাঁচটি পুরস্কার জিতেছে শন বেকার পরিচালিত ‘আনোরা’। এর গল্প যুক্তরাষ্ট্রের নিউইযর্কের এক যৌনকর্মী ও রুশ গ্যাংস্টারের ছেলের উদ্দাম প্রেম।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লস অ্যাঞ্জেলেসে হলিউডের ডলবি থিয়েটারে ২ মার্চ (বাংলাদেশ সময় ৩ মার্চ) বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ‘আনোরা’সহ ২০২৪ সালের সেরা কাজগুলোকে ২৩টি শাখায় পুরস্কৃত করেছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।

প্রথমবার অস্কার সঞ্চালনা করেছেন আমেরিকান টিভি ব্যক্তিত্ব কোনান ও’ব্রায়েন। এমি অ্যাওয়ার্ড জয়ী ৬১ বছর বয়সী এই তারকা হাস্যরসধর্মী কথায় দর্শক মাতিয়েছেন। মূল আয়োজন শুরুর আগে লালগালিচায় জৌলুস ছড়িয়েছেন তারকারা। ওয়াল্ট ডিজনি কোম্পানির মালিকানাধীন এবিসি টেলিভিশন নেটওয়ার্ক বাংলাদেশসহ ২০০টিরও বেশি দেশে সরাসরি সম্প্রচার করেছে অস্কারের জমকালো অনুষ্ঠান।

৯৭তম অস্কারের বিজয়ী তালিকা
সেরা সিনেমা
আনোরা (অ্যালেক্স কোকো, সামান্থা কোয়ান, শন বেকার)

সেরা অভিনেতা
অ্যাড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট)

সেরা অভিনেত্রী
মাইকি ম্যাডিসন (আনোরা)

সেরা পার্শ্ব অভিনেতা
কিয়েরেন কালকিন (অ্যা রিয়েল পেইন)

সেরা পার্শ্ব অভিনেত্রী
জোয়ি সালদানিয়া (এমিলিয়া পেরেজ)

সেরা পরিচালক
শন বেকার (আনোরা)

সেরা মৌলিক চিত্রনাট্য
আনোরা (শন বেকার)

সেরা রূপান্তরিত চিত্রনাট্য
কনক্লেভ (পিটার স্ট্রাউহ্যান)

সেরা অ্যানিমেটেড সিনেমা
ফ্লো (গিন্টস জিলবালোডিস, মাতিস কাজা, রন ডাইন্স, গ্রেগরি জাল্কম্যান)

সেরা অ্যানিমেটেড শর্টফিল্ম
ইন দ্য শ্যাডো অব দ্য সাইপ্রেস (শিরিন সোহানি, হোসেন মোলায়েমি)

সেরা আন্তর্জাতিক সিনেমা
আই অ্যাম স্টিল হিয়ার (ব্রাজিল)

সেরা চিত্রগ্রহণ
দ্য ব্রুটালিস্ট (লল ক্রলি)

সেরা পোশাক পরিকল্পনা
উইকেড (পল টেজওয়েল)

সেরা ডকুমেন্টারি
নো আদার ল্যান্ড (বাসেল অ্যাদ্রা, র‌্যাচেল সোর, হামদান বালাল, ইউভাল অ্যাব্রাহাম)

সেরা স্বল্পদৈর্ঘ্য ডকুমেন্টারি
দ্য অনলি গার্ল ইন দ্য অর্কেস্ট্রা (মলি ও’ব্রায়েন, লিসা রেমিংটন)

সেরা সম্পাদনা
আনোরা (শন বেকার)

সেরা রূপসজ্জা ও চুলসজ্জা
দ্য সাবস্ট্যান্স (পিয়ের-অলিভিয়ের পেরসাঁ, স্টেফানি গিয়োঁ, ম্যারিলিন স্কারসেলি)

সেরা মৌলিক আবহ সংগীত
দ্য ব্রুটালিস্ট (ড্যানিয়েল ব্লুমবার্গ)

সেরা মৌলিক গান
এল মাল (এমিলিয়া পেরেজ; ক্লেমোঁ দ্যুঁকল, কামিল, জ্যাক অঁডিয়ার)

সেরা শিল্প নির্দেশনা
উইকেড (নাথান ক্রোলি, লি স্যান্ডালস)

সেরা শব্দ
ডুন: পার্ট টু (গারেথ জন, রিচার্ড কিং, রন বার্টলেট, ডগ হেমফিল)

সেরা ভিজ্যুয়াল এফেক্টস
ডুন: পার্ট টু (পল ল্যাম্বার্ট, স্টিফেন জেমস, রাইস স্যালকম্ব, জার্ড নেফজার)

সেরা শর্টফিল্ম
আই অ্যাম নট অ্যা রোবট (ভিক্টোরিয়া ওয়ারমারডাম, ট্রেন্ট ওয়ারমারডাম)

সিনেমাওয়ালা প্রচ্ছদ