Connect with us

বলিউড

আয়ুষ্মান-রাশমিকা জুটির ‘থামা’র আয় ছাড়ালো ১০০ কোটি

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

‘থামা’ সিনেমার দৃশ্যে রাশমিকা মান্দানা ও আয়ুষ্মান খুরানা (ছবি: ম্যাডক ফিল্মস)

বক্স অফিসে দাপট দেখিয়ে ‘থামাকা’ লাগিয়ে দিয়েছে ‘থামা’! বলিউড তারকা আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মান্দানা জুটির এই সিনেমা দর্শকদের মন জয়ের মাধ্যমে রমরমিয়ে ব্যবসা করছে। শুধু ভারতেই ১০ দিনে ১০০ কোটি রুপি ছাড়িয়েছে এর আয়। এখনও সিনেমাটি দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে। 

দীপাবলি উপলক্ষে গত ২১ অক্টোবর মুক্তির প্রথম দিনে শুধু ভারতে ২৫ কোটি ১১ লাখ রুপি আয় করেছে ম্যাডক ফিল্মস প্রযোজিত ‘থামা’। দ্বিতীয় দিনে ১৯ কোটি ২৩ লাখ, তৃতীয় দিন ১৪ কোটি ৪৫ লাখ, পঞ্চম দিনে ১২ কোটি ৬৬ লাখ রুপি আয় করেছে সিনেমাটি। প্রথম পাঁচ দিনে এর ঘরে এসেছে ৭১ কোটি ৪৫ লাখ রুপি।

‘থামা’ সিনেমার দৃশ্যে আয়ুষ্মান খুরানা (ছবি: ম্যাডক ফিল্মস)

‘থামা’ সিনেমাটি ম্যাডক হরর কমেডি ইউনিভার্সের অংশ। এমএইচসিইউ ইউনিভার্সের অন্য সিনেমাগুলো হলো ‘স্ত্রী’ (২০১৮), ‘ভেড়িয়া’ (২০২২), ‘মুনজিয়া’ (২০২৪) ও ‘স্ত্রী টু’ (২০২৪)। এগুলোর মধ্যে ‘স্ত্রী টু’ মুক্তির প্রথম দিন টিকিট বিক্রি থেকে পেয়েছে ৫৫ কোটি ৪০ লাখ রুপি। এমএইচসিইউ ইউনিভার্সের দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং দিয়েছে ‘থামা’। ‘স্ত্রী’ ৬ কোটি ৮২ লাখ রুপি, ‘ভেড়িয়া’ ৭ কোটি ৪৮ লাখ রুপি ও ‘মুনজিয়া’ ৪ কোটি ২১ লাখ রুপি পেয়েছে প্রথম দিন।

‘থামা’ সিনেমার দৃশ্যে রাশমিকা মান্দানা (ছবি: ম্যাডক ফিল্মস)

২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি সিনেমার মধ্যে প্রথম দিনের সবচেয়ে বেশি আয়ের তালিকায় চতুর্থ স্থানে আছে ‘থামা’। এর ওপরে আছে যথাক্রমে ‘ছাবা’ (৩৩ কোটি ১০ লাখ রুপি), ‘ওয়ার টু’ (২৯ কোটি রুপি) ও ‘সিকান্দার’ (২৭ কোটি ৫০ লাখ রুপি)। ‘থামা’র দৌরাত্ম্যে ওপেনিংয়ের হিসাবে পেছনে পড়েছে শীর্ষ দশে থাকা ‘হাউসফুল ফাইভ’ (২৪ কোটি ৩৫ লাখ রুপি), ‘সাইয়ারা’ (২২ কোটি রুপি), ‘রেইড টু’ (১৯ কোটি ৭১ লাখ রুপি) ও ‘কানতারা: চ্যাপ্টার ওয়ান’ (১৮ কোটি ৫০ লাখ রুপি), ‘স্কাই ফোর্স’ (১৫ কোটি ৩০ লাখ রুপি) ও ‘বাঘি ফোর’ (১৩ কোটি ২০ লাখ রুপি)।

আয়ুষ্মান খুরানার ক্যারিয়ার সেরা ওপেনিং এনে দিয়েছে ‘থামা’। এর আগে তার সর্বোচ্চ ওপেনিং ছিলো ‘ড্রিম গার্ল টু’র (১০ কোটি ৬৯ লাখ রুপি)। এছাড়া তার অভিনীত ‘বালা’ ১০ কোটি ১৫ লাখ রুপি, ‘ড্রিম গার্ল’ ১০ কোটি ৫ লাখ রুপি, ‘শুভ মঙ্গল জ্যায়াদা সাবধান’ ৯ কোটি ৫৫ লাখ রুপি, ‘বাধাই হো’ ৭ কোটি ৬৫ লাখ রুপি, ‘আর্টিক্যাল ফিফটিন’ ৫ কোটি ২ লাখ রুপি ও ‘ডক্টর জি’ মুক্তির প্রথম দিন আয় করে ৩ কোটি ৮৭ লাখ রুপি।

‘থামা’ সিনেমার দৃশ্যে আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মান্দানা (ছবি: ম্যাডক ফিল্মস)

২০১৮ সালে ‘স্ত্রী’র মাধ্যমে বলিউডে ম্যাডক হরর কমেডি ইউনিভার্সের সূত্রপাত হয়। এরপর ২০২২ সালে ‘ভেড়িয়া’ আর গত বছর মুক্তি পেয়েছে ‘মুনজিয়া’ ও ‘স্ত্রী টু’। ম্যাডক হরর-কমেডি ইউনিভার্সে এবার যুক্ত হলো ‘থামা’। এটি এই ফ্র্যাঞ্চাইজের পঞ্চম কিস্তি।

হরর-কমেডি ধাঁচের হলেও এই সিনেমায় রোমান্স ও অ্যাকশন ভরপুর। ভারতীয় পুরাণ ও কিংবদন্তি থেকে অনুপ্রাণিত ‘থামা’র গল্পে দেখা যায়, আয়ুষ্মান খুরানা একজন সাংবাদিক। আদতে ভারতীয় লোককথার প্রেতাত্মা সে! রাশমিকা মান্দানা অভিনীত ভ্যাম্পায়ার চরিত্রের প্রেমে পড়ে লোকটি! এরপর কী ঘটে সেসব নিয়েই এগিয়েছে কাহিনি। এটি নির্মাণে ব্যয় হয়েছে ১৪৫ কোটি রুপি।

‘থামা’ সিনেমার পোস্টারে আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মান্দানা (ছবি: ম্যাডক ফিল্মস)

‘থামা’র মাধ্যমে ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ক্যারিয়ারে প্রথমবার হরর-কমেডি ধাঁচের সিনেমায় অভিনয় করলেন। এতে আবেদনময়ী রূপে নিজেকে হাজির করেছেন তিনি। ‘তুম মেরে না হুয়ে’ শিরোনামের গানে আয়ুষ্মান খুরানার সঙ্গে ও ‘পয়জন বেবি’ গানে মালাইকা অরোরার পাশাপাশি তার আবেদনময়ী উপস্থিতি ভক্ত-দর্শকদের মনে আগুন ধরিয়ে দিয়েছে!

‘থামা’ পরিচালনা করেছেন ‘মুনজিয়া’র পরিচালক আদিত্য সারপোতদার। দীনেশ বিজন প্রযোজিত সিনেমাটিতে সুপার খলনায়ক যক্ষসানের চরিত্রে আছেন নওয়াজুদ্দিন সিদ্দিকি। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পরেশ রাওয়াল, ফয়সাল মালিক-সহ অনেকে। ভেড়িয়া চরিত্রে বলিউড তারকা বরুণ ধাওয়ানের স্বল্প উপস্থিতি রয়েছে।

‘থামা’ সিনেমার দৃশ্যে রাশমিকা মান্দানা (ছবি: ম্যাডক ফিল্মস)

‘থামা’র গানে নতুন রূপে ফিরেছেন মালাইকা। শরীরী ভাষা, মুখের অভিব্যক্তি ও নাচের স্পৃহা দেখে বোঝার উপায় নেই তার বয়স পঞ্চাশ পেরিয়েছে! আরেকটি আইটেম গানে নেচেছেন নোরা ফাতেহি। নজর কেড়েছেন তিনিও। সব মিলিয়ে ‘থামা’য় সাজানো আছে বিনোদনের সব রসদ।

সিনেমাওয়ালা প্রচ্ছদ