টালিউড
ওপার বাংলার সিনেমার পোস্টারে পরী, নিজের চরিত্রের বর্ণনা দিলেন নায়িকা
![](https://www.cinemawalanews24.com/wp-content/uploads/2024/12/470195839_1176842187135875_4938508502499386967_n.jpg)
‘ফেলুবক্সী’র পোস্টারে পরীমণি (ছবি: হিমানি ফিল্মস)
‘ফেলুবক্সী’র মাধ্যমে প্রথমবার ওপার বাংলার সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়িকা পরীমণি। এতে তার চরিত্রের নাম লাবণ্য। সে কেমন হবে জানার কৌতূহল অনেকের। আজ (১৭ ডিসেম্বর) এই চরিত্রের বর্ণনা দিয়েছেন নায়িকা। সেই সঙ্গে তিনি শেয়ার করেছেন সিনেমার একটি পোস্টার।
সোশ্যাল মিডিয়ায় পরীমণি লিখেছেন, ‘লাবণ্যর সঙ্গে পরিচিত হোন, যে আন্তরিকতা ও আত্মবিশ্বাসের সঙ্গে একটি ঘর আলোকিত করে। দীপ্তিময় মন আর তার চেয়েও আলোময় হাসি এবং অমায়িক মনোভাবের সঙ্গে বুদ্ধিমত্তার ভারসাম্য বজায় রাখে সে, তাই মুহূর্তেই প্রিয় হয়ে ওঠে মেয়েটি।’
![](https://www.cinemawalanews24.com/wp-content/uploads/2024/12/433192090_1005808320905930_7478679733115599081_n.jpg)
‘ফেলুবক্সী’র লাবণ্যের সাজে পরীমণি (ছবি: হিমানি ফিল্মস)
দেবরাজ সিনহা পরিচালিত ‘ফেলুবক্সী’ ২০২৫ সালের ১৭ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পাবে। এতে পরীমণির সহশিল্পী ওপার বাংলার নায়ক সোহম চক্রবর্তী। তাকে দেখা যাবে নাম ভূমিকায়। বিশ্বের নিত্যনতুন প্রযুক্তির বিষয়ে নিজেকে আপডেটেড রাখে সে। তার আগ্রহ খাওয়া-দাওয়া আর রহস্যের সমাধান করা। তবে লাবণ্য চরিত্রটিকে কেন্দ্র করে রহস্য ঘণীভূত হয়।
![](https://www.cinemawalanews24.com/wp-content/uploads/2024/12/439664753_1019900682830027_5911271797254719114_n.jpg)
পরীমণি (ছবি: ফেসবুক)
রেডিও জকি দেবযানী চরিত্রে অভিনয় করেছেন মধুমিতা সরকার। এছাড়া গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে আছেন শাতাফ ফিগার ও শ্রীচজিৎ আয়ুষ্মান।
সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ড. কৃষ্ণেন্দু চ্যাটার্জি, প্রযোজনায় সন্দীপ সরকার। মিডিয়া নেক্সট এন্টারটেইনমেন্টের সহযোগিতায় এটি হিমানি ফিল্মসের নিবেদন।
![](https://www.cinemawalanews24.com/wp-content/uploads/2024/12/439664753_1019900682830027_5911271797254719114_n.jpg)
পরীমণি (ছবি: ফেসবুক)
![](https://www.cinemawalanews24.com/wp-content/uploads/2024/12/455133909_1088959292590832_3601662298424409804_n.jpg)
পরীমণি (ছবি: ফেসবুক)
এদিকে পরীমণি অভিনীত ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’ সম্প্রতি মুক্তি পেয়েছে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে। এটি পরিচালনা করেছেন অনম বিশ্বাস।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস