Connect with us

বলিউড

অমিতাভ-শাহরুখ ১৭ বছর পর আবার একফ্রেমে

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

অমিতাভ বচ্চন ও শাহরুখ খান (ছবি: এক্স-টুইটার)

বলিউডের কথা ভাবলে সবার মনেই আগে চলে আসে অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের নাম। একজন মেগাস্টার, অন্যজন বাদশা! বলিউডে এই দুই সুপারস্টার দীর্ঘ সময় ধরে বড় পর্দায় রাজত্ব করছেন। তাদের পুনর্মিলন দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন গোটা দুনিয়ার ভক্ত-দর্শকেরা।

আশার কথা হলো, টুইটারে ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তরের আয়োজনে শাহরুখ নিশ্চিত করেছেন, ১৭ বছর পর আবার অমিতাভের সঙ্গে একফ্রেমে হাজির হচ্ছেন তিনি। তবে এটি সিনেমা, ওটিটি নাকি বিজ্ঞাপনচিত্রের কাজ তা নিয়ে কিছু বলেননি ৫৭ বছর বয়সী এই অভিনেতা।

অমিতাভ বচ্চন ও শাহরুখ খান (ছবি: এক্স-টুইটার)

অমিতাভ ও শাহরুখ পাশাপাশি দৌড়াচ্ছেন, এমন একটি স্থিরচিত্র একজন ভক্ত শেয়ার করে প্রশ্নোত্তরে বিগ বি’র জন্য কিছু কথা বলার অনুরোধ জানান। এসআরকে উত্তরে লিখেছেন, অনেক বছর পর সিনিয়র বচ্চনের সঙ্গে কাজ করে খুব আনন্দ পেয়েছি। শুটিং থেকে অনুপ্রেরণা ও আশীর্বাদ নিয়ে ফিরেছি। আপনার জানার জন্য বলছি, তিনি আমাকে দৌড়ে হারিয়ে দিয়েছেন!’

শাহরুখ খান ও অমিতাভ বচ্চন (ছবি: এক্স-টুইটার)

জানা গেছে, অমিতাভ বচ্চন ও শাহরুখ খান আকর্ষণীয় একটি কাজের মাধ্যমে আবার একসঙ্গে পর্দা ভাগাভাগি করবেন। এর খবর এখনও চাউর হয়নি। আশা করা হচ্ছে, শিগগিরই সব খবর বেরিয়ে আসবে। বলার অপেক্ষা রাখে না, বি-টাউনের জন্য এটি বড় খবর।

‘মোহাব্বাতে’ সিনেমায় শাহরুখ খান ও অমিতাভ বচ্চন (ছবি: যশরাজ ফিল্মস)

অমিতাভ ও শাহরুখ একসঙ্গে ব্লকবাস্টার কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। এরমধ্যে রয়েছে আদিত্য চোপড়ার ‘মোহাব্বাতে’ (২০০০), করণ জোহরের ‘কাভি খুশি কাভি গাম’ (২০০১), ‘কাভি আলবিদা না কেহনা’ (২০০৬)। এছাড়া অমিতাভের ‘ভূতনাথ’ (২০০৮) ও ‘ভূতনাথ রিটার্নস’ (২০১৪) সিনেমায় অতিথি চরিত্রে দেখা গেছে শাহরুখকে।

‘জওয়ান’ সিনেমার পোস্টারে শাহরুখ খান (ছবি: রেড চিলিস এন্টারটেইনমেন্ট)

এদিকে শাহরুখ এখন ‘জওয়ান’ নিয়ে ব্যস্ত। আগামী ৩০ আগস্ট ভারতের চেন্নাইয়ে জমকালো আয়োজনে এর অডিও প্রকাশনা হবে। অনুষ্ঠানে তার সঙ্গে থাকবেন অভিনেত্রী নয়নতারা, পরিচালক অ্যাটলি ও সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর। সিনেমাটির ‘জিন্দা বান্দা’ ও ‘চালেয়া’ গান দুটি প্রকাশিত হয়েছে। গতকাল ‘নট রামাইয়া বাস্তাবাইয়া’ শিরোনামের আরেকটি গানের টিজার অবমুক্ত করেছেন তিনি।

‘জওয়ান’ সিনেমার গানে শাহরুখ খান ও নয়নতারা (ছবি: রেড চিলিস এন্টারটেইনমেন্ট)

সিনেমাটির মাধ্যমে দক্ষিণী অভিনেত্রী নয়নতারা ও অভিনেতা বিজয় সেতুপতির অভিষেক হতে চলেছে বলিউডে। এছাড়া আছেন বলিউড অভিনেত্রী সানিয়া মালহোত্রা, দক্ষিণী নায়িকা প্রিয়ামনি, গায়িকা সঞ্জিতা ভট্টাচার্য, আলিয়া কুরেশি, রিধি দোগরা, সুনীল গ্রোভার, মুকেশ ছাবরা, গিরিজা ওক, লেহার খান। বিশেষ একটি চরিত্রে থাকছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

‘জওয়ান’ সিনেমার পোস্টারে শাহরুখ খান, বিজয় সেতুপতি ও নয়নতারা (ছবি: রেড চিলিস এন্টারটেইনমেন্ট)

আজ (২৭ আগস্ট) ভারতে ‘জওয়ান’-এর টিকিট আগাম বুকিং শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র, জার্মানি, নেদারল্যান্ডস, সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশে ইতোমধ্যে অসংখ্য দর্শক ২ ঘণ্টা ৪৯ মিনিট ব্যাপ্তির সিনেমাটি দেখতে টিকিট বুকিং দিয়েছেন। ভারতের বাইরে এর থ্রিডি সংস্করণ থাকছে না। শুধুই আইম্যাক্স ও ফোরডিএক্সে মুক্তি পাবে এটি। জার্মানির লিওনবার্গ শহরে বিশ্বের সবচেয়ে বৃহৎ আইম্যাক্সে দেখা যাবে এই সিনেমা। এর পর্দার দৈর্ঘ্য ১২৫ বাই ৭২ ফুট। ‘পাঠান’ হলো আইম্যাক্সে মুক্তি পাওয়া শাহরুখের প্রথম সিনেমা।

‘জওয়ান’ সিনেমার ‘জিন্দা বান্দা’ গানে শাহরুখ খান (ছবি: রেড চিলিস এন্টারটেইনমেন্ট)

‘জওয়ান’ নির্মাণে খরচ হয়েছে ৩০০ কোটি রুপি। শাহরুখের পুরো ক্যারিয়ারে এটাই সবচেয়ে ব্যয়বহুল সিনেমা। এর চোখধাঁধানো ও রুদ্ধশ্বাস মারামারির দৃশ্যগুলো সাজাতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে উড়িয়ে আনা হয়েছে বিখ্যাত ছয় অ্যাকশন কোরিওগ্রাফারকে। তারা হলেন স্পিরো রাজাতোস (দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস, ক্যাপ্টেন আমেরিকা), ইয়ানিক বেন (ইনসেপশন, ডানকার্ক, ট্রান্সপর্টার থ্রি), ক্রেগ ম্যাক্রে (ম্যাড ম্যাক্স: ফিউরি রোড, অ্যাভেঞ্জার্স: এজ অব আলট্রন), কেচা খামফাকদি (বাহুবলী টু: দ্য কনক্লুশন), সুনীল রদ্রিগেজ (পাঠান, সূর্যবংশী, শেরশাহ), অনল আরাসু (সুলতান, কাত্তি, কিক)।

‘জওয়ান’ সিনেমার পোস্টারে শাহরুখ খান (ছবি: রেড চিলিস এন্টারটেইনমেন্ট)

সম্প্রতি প্রকাশিত ‘জওয়ান’-এর প্রিভিউতে পাঁচটি অবয়বে হাজির হন শাহরুখ। এরমধ্যে তার টাক মাথা ঝড় তুলে দিয়েছে। তাই তার অনেক ভক্ত প্রচারণার জন্য নিজেদের মাথা ন্যাড়া করিয়েছেন। কেউ কেউ সারা মুখে ব্যান্ডেজ বেঁধে মেট্রো ট্রেনে চলাচল করছেন। শাহরুখ খান ওয়ারিয়রস ফ্যান ক্লাব ভারতের ৫০টি শহরে ৫০ হাজার পোস্টার টানানোর পরিকল্পনা করেছে। প্রথম দিন ৫০ ফুট উঁচু পোস্টার টানাবে এসআরকে ইউনিভার্স। এছাড়া তারা বের করবেন শোভাযাত্রা।

‘জওয়ান’ সিনেমার গানে শাহরুখ খান ও নয়নতারা (ছবি: রেড চিলিস এন্টারটেইনমেন্ট)

ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) থেকে অপ্রাপ্তবয়স্কদের জন্য উপযোগী সনদ পেয়েছে ‘জওয়ান’। তবে এজন্য সংলাপ, আত্মহত্যা ও নৃশংসতার দৃশ্যসহ সাতটি পরিবর্তন আনতে হয়েছে।

‘জওয়ান’ সিনেমায় শাহরুখ খান (ছবি: রেড চিলিস এন্টারটেইনমেন্ট)

‘জওয়ান’ যৌথভাবে প্রযোজনা করেছেন শাহরুখ-পত্নী গৌরি খান এবং গৌরব ভার্মা। আগামী ৭ সেপ্টেম্বর হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় বিশ্বব্যাপী মুক্তি পাবে এই সিনেমা।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ