Connect with us

ঢালিউড

‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

ফেরদৌস, জয়া আহসান ও এবিএম সুমন

‘বিউটি সার্কাস’ সিনেমার মিট দ্য প্রেসে ফেরদৌস, জয়া আহসান ও এবিএম সুমন (ছবি: ফেসবুক)

বড় পর্দায় দুই যুগ ধরে অভিনয় করছেন ফেরদৌস আহমেদ। বিভিন্ন চরিত্রে দেখা গেছে তাকে। তিনি বিশ্বাস করেন, ‘বিউটি সার্কাস’ সিনেমার মির্জা মোহাম্মদ বখতিয়ারের মতো প্রতাপশালী নেতিবাচক চরিত্রে আগে কখনো কাজ করেননি। আগামীতে আর এমন চরিত্রে কাজ করবেন না বলে জানিয়েছেন এই চিত্রনায়ক। এটাই প্রথম, এটাই শেষ!

গতকাল (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি মিলনায়তনে ‘বিউটি সার্কাস’-এর মিট দ্য প্রেস অনুষ্ঠানে ফেরদৌস বলেন, ‘সবসময় ইতিবাচক চরিত্রে বড় পর্দায় আসতে ভালো লাগে আমার। তবে পরিচালক মাহমুদ দিদার আমাকে ভালোভাবে বোঝাতে পেরেছে। শুটিং স্পটে যাওয়ার আগ পর্যন্ত মনে হচ্ছিল এমন চরিত্রে কাজ করা আমার উচিত নয়। তবে লোকেশনে পা রাখার পর মন বলছিলো কাজটি করা দরকার। শেষশেষ আনন্দের সঙ্গে কাজটি করেছি।’

জয়া আহসান ও ফেরদৌস

‘বিউটি সার্কাস’ সিনেমার মিট দ্য প্রেসে জয়া আহসান ও ফেরদৌস (ছবি: ফেসবুক)

ফেরদৌস যোগ করেন, ‘সার্কাস কিংবা যাত্রার মেয়েদের খুব সহজলভ্য মনে করা হয়। কিন্তু বিউটি এমন একটি চরিত্র যাকে দেখলে ধারণা পাওয়া যায়, এই মেয়েদেরও দৃঢ় ব্যক্তিত্ব থাকতে পারে। গল্পে মির্জা বখতিয়ার শত চেষ্টা করেও বিউটিকে হাতে আনতে পারে না তার বলিষ্ঠ মনোভাবের কারণে। এটা আমার কাছে ভালো লেগেছে। একজন নারীর মূল্যবোধ খুব সুন্দরভাবে চিত্রিত হয়েছে এই সিনেমায়।’

ফেরদৌস, জয়া আহসান ও এবিএম সুমন

‘বিউটি সার্কাস’ সিনেমার মিট দ্য প্রেসে শ্রাবণ্য তৌহিদা, মাহমুদ দিদার, ফেরদৌস, জয়া আহসান ও এবিএম সুমন (ছবি: ফেসবুক)

ফেরদৌসের মন্তব্য, ‘সার্কাস, যাত্রা বাংলাদেশের বিলুপ্তপ্রায় ঐতিহ্য। এগুলো আমাদের সংস্কৃতির বড় অংশ ছিলো। সার্কাস নিয়ে যেমন সিনেমা হয়েছে, দেশীয় সিনেমা ইন্ডাস্ট্রি নিয়েও তেমন কাজ হওয়া প্রয়োজন। কারণ সিনেমাই চূড়ান্ত বিনোদন। সিনেমার সঙ্গে যুক্ত অনেক মানুষের পরিবার ও সংসার এর ওপর নির্ভরশীল। ফলে বাংলা সিনেমা বাঁচলে আমরা বাঁচবো। মানুষ যখন বলে, বাংলা সিনেমা ধ্বংস হয়ে যাচ্ছে তখন বুকটা কেঁপে ওঠে। তবে আমি এটা বিশ্বাস করি না।’

জয়া আহসান, ফেরদৌস ও এবিএম সুমন

‘বিউটি সার্কাস’ সিনেমার মিট দ্য প্রেসে জয়া আহসান, ফেরদৌস ও এবিএম সুমন (ছবি: ফেসবুক)

সিনেমা হলে দর্শকের ফেরা প্রসঙ্গে ফেরদৌস বলেন, “আমরা প্রমাণ পেয়েছি, দর্শক ভালো সিনেমা দেখতে চায়। আমার সবসময়ই মনে হয়েছে, ভালো সিনেমা এলে চলবেই। সেটা প্রমাণিত হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে যেসব সিনেমা মুক্তি পেয়েছে সেগুলো দর্শকরা দেখেছে। আমার ক্যারিয়ারে কখনো দেখিনি যে, ভালো সিনেমা মুক্তি পেয়েছে কিন্তু চলেনি। আমার ও মৌসুমীর ‘খায়রুন সুন্দরী’ একটাও সিনেমা হল পাচ্ছিলো না, কারণ পরিচালক একে সোহেল নতুন ছিলো। আমি ও মৌসুমী অনেক অনুরোধের মাধ্যমে সিনেমা হল পাইয়ে দিয়েছিলাম। পরে তো সেই সিনেমা বাংলাদেশে ইতিহাস গড়া ব্যবসা করেছে।”

ফেরদৌস ও জয়া আহসান

‘বিউটি সার্কাস’ সিনেমার মিট দ্য প্রেসে ফেরদৌস ও জয়া আহসান (ছবি: ফেসবুক)

ক্যারিয়ারে অনেক নবীন পরিচালকের প্রথম সিনেমায় কাজ করেছেন ফেরদৌস। সেগুলো ব্যবসাসফলও হয়েছে। এরমধ্যে তিনি উল্লেখ করেন, বাসু চ্যাটার্জির প্রথম বাংলা সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’, মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’, একে সোহেলের ‘খায়রুন সুন্দরী’, এনামুল করিম নির্ঝরের ‘আহা!’, সামিয়া জামানের ‘রানিকুঠির বাকি ইতিহাস’।

বিউটি সার্কাস

‘বিউটি সার্কাস’ সিনেমার মিট দ্য প্রেসে জয়া আহসান, ফেরদৌস ও এবিএম সুমন (ছবি: ফেসবুক)

‘বিউটি সার্কাস’ সিনেমায় বিউটি চরিত্রে অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তার সঙ্গে ফেরদৌসকে সবশেষ ২০১১ সালে ‘গেরিলা’য় দেখা গেছে। তার আশ্বাস, ‘দর্শকরা এবার আমাদের অন্যরকম রসায়ন দেখবে। জয়ার আন্তরিকতার তুলনা হয় না। সে সার্কাসের সব খেলা গভীর মনোযোগ দিয়ে শিখেছে। শুটিংয়ে সারাক্ষণ ঈর্ষা করতাম, আমি কেন বিউটি চরিত্রটি পেলাম না!’

ফেরদৌস ও এবিএম সুমন

‘বিউটি সার্কাস’ সিনেমার মিট দ্য প্রেসে ফেরদৌস ও এবিএম সুমন (ছবি: ফেসবুক)

রংলাল চরিত্রে অভিনয় করা এবিএম সুমনের কাজের প্রতি আন্তরিকতা ও ত্যাগের ভূয়সী প্রশংসা করেন ফেরদৌস। সিনেমাটিতে অভিনেতা-নির্মাতা তৌকীর আহমেদের সঙ্গে প্রথমবার অভিনয় করেছেন বলে জানান তিনি। এছাড়া ছিলেন একদল সার্কাস শিল্পী।

ফেরদৌস ও জয়া আহসান

‘বিউটি সার্কাস’ সিনেমার মিট দ্য প্রেসে ফেরদৌস ও জয়া আহসান (ছবি: ফেসবুক)

মিট দ্য প্রেস অনুষ্ঠানে আরও ছিলেন ‘বিউটি সার্কাস’-এর সংগীতশিল্পী শারমিন সুলতানা সুমি, নির্মাতা মাহমুদ দিদার। আগামী ২৩ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে সিনেমাটি।

বিউটি সার্কাস

‘বিউটি সার্কাস’ সিনেমার মিট দ্য প্রেসে জয়া আহসান, ফেরদৌস ও এবিএম সুমন (ছবি: ফেসবুক)

সিনেমার কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মাহমুদ দিদার নিজেই। এতে আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, গাজী রাকায়েত, প্রয়াত এসএম মহসীন, হুমায়ুন সাধুসহ অনেকে।

ঢালিউড

‘তুফান’ টিজারে শাকিবের হুংকার

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘তুফান’ সিনেমার টিজারে শাকিব খান (ছবি: চরকি)

ঢালিউড সুপারস্টার শাকিব খানের আলোচিত সিনেমা ‘তুফান’-এর টিজার প্রকাশ্যে এলো। রায়হান রাফীর পরিচালনায় এতে অপ্রতিরোধ্য গ্যাংস্টারের আমেজে দেখা গেছে তাকে। বিভিন্ন অ্যাকশন দৃশ্যে তার লুক ও মেজাজ আভাস দিচ্ছে, তুফান বয়ে যাবে সিনেমাহলে!

১ মিনিট ২৮ সেকেন্ডের টিজারের শুরুতে শাকিব বলেন, ‌‘পূর্বের কথা মোতাবেক, এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেবো। সে যা চাইবে পাইবে, যা করিতে চাইবে করিবে। তাহাকে কোনো কিছুতেই বাধা দেয়ার এখতিয়ার কেউই রাখিতে পারিবে না। আর এর ব্যত্যয় ঘটিলে…।’ এরপরই শুরু হয় তার আগ্রাসী কর্মকাণ্ড।

‘তুফান’ সিনেমার টিজারে শাকিব খান (ছবি: চরকি)

টিজারে শেষ দৃশ্যের আগে অন্যমাত্রা নিয়ে হাজির হন অভিনেতা চঞ্চল চৌধুরী। তিনি উপহাস মোড়ানো হাসি দিয়ে বলেন, ‘তুফান খুব ভয় পাইছিরে।’ এরপর বাথটাবে পানিতে বসে থাকা শাকিব হুংকার ছাড়েন।

‘তুফান’ সিনেমার টিজারে চঞ্চল চৌধুরী (ছবি: চরকি)

গতকাল (৭ মে) বিকেলে সিনেমাটির তিন প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই, চরকি ও এসভিএফ-এর সোশ্যাল মিডিয়া পেজে ও ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় টিজার।

টিজারে ধুন্ধুমার অ্যাকশন দৃশ্যের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে টাইটেল গান। এর কথা এমন– ‘প্রলয়ের তুফান, আসছে এ তুফান, প্রলয়ের তুফান, থামাও এ তুফান’। এটি গেয়েছেন আরিফ রহমান জয়। তার সঙ্গে সহ-কণ্ঠ দিয়েছেন সাম্যব্রত দৃপ্ত। র‍্যাপ গেয়েছেন র‍্যাপস্টা দাদু। এর কথা লিখেছেন তাহসান শুভ, সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ।

টিজার প্রসঙ্গে পরিচালক রায়হান রাফী বলেন, “বাংলা সিনেমাকে বিশ্ব দরবারে নতুনভাবে চেনাবে ‘তুফান’। অনেক সিনেমা ইন্ডাস্ট্রি পরিবর্তন করে। ‘তুফান’ তেমন একটি সিনেমা হতে যাচ্ছে। বাংলা সিনেমার মানদণ্ড অন্য উচ্চতায় নিয়ে যাবে। বলা যায়, ‘তুফান’ আমার জীবনের একটি স্বপ্নের প্রকল্প। শাকিব ভাইকে এই সিনেমায় পাওয়া আশীর্বাদ।”

‘তুফান’ সিনেমার টিজারে শাকিব খান (ছবি: চরকি)

‘তুফান’ দর্শকের মধ্যে ঝড় তুলবে বলে আশাবাদী এসভিএফ-এর পরিচালক ও সহ-প্রতিষ্ঠাতা মহেন্দ্র সোনি, আলফা-আই স্টুডিওসের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল এবং চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি। তিনজনই জানিয়েছেন, টিজার প্রকাশের পর দারুণ সাড়া মিলছে।

আসন্ন ঈদুল আজহায় সিনেমাহলে মুক্তি পাবে ‘তুফান’। এতে শাকিব ও চঞ্চলের পাশাপাশি অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, মাসুমা রহমান নাবিলাসহ অনেকেই।

পড়া চালিয়ে যান

ঢালিউড

‘ফাতিমা’ সিনেমাহলে কবে আসছে জানালেন ফারিণ

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

তাসনিয়া ফারিণ (ছবি: ফেসবুক)

বাংলাদেশের বড় পর্দায় অভিষেক হচ্ছে অভিনেত্রী তাসনিয়া ফারিণের। তার নতুন সিনেমা ‘ফাতিমা’ আগামী ২৪ মে সিনেমাহলে মুক্তি পেতে যাচ্ছে। এতে নাম ভূমিকায় দেখা যাবে তাকে।

গতকাল (৫ মে) সোশ্যাল মিডিয়ায় ‘ফাতিমা’র পোস্টার শেয়ার দিয়ে ফারিণ লিখেছেন, “আসছে দুই সময়ের দুই সংগ্রামের আখ্যান ‘ফাতিমা’। দেখুন আগামী ২৪ মে থেকে আপনার কাছের সিনেমা হলে!”

‘ফাতিমা’র পোস্টারে তাসনিয়া ফারিণ (ছবি: আউটকাস্ট ফিল্মস)

পোস্টারে দেখা যাচ্ছে, তাসনিয়া ফারিণ একদৃষ্টিতে একদিকে তাকিয়ে আছেন। এতে ১৯৭১ ও ২০২৩ সাল উল্লেখ রয়েছে। মুক্তিযুদ্ধের সময়কার ও ২০২৩ সালের দুটি পৃথক সময়ের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। পোস্টারের নিচের অংশে গরুর গাড়িতে চড়ে ও পায়ে হেঁটে অনেককে আশ্রয়ের খোঁজে যেতে দেখা যাচ্ছে।

‘ফাতিমা’য় অসাধারণ অভিনয়ের জন্য ইরানের ৪২তম ফজর আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার পেয়েছেন তাসনিয়া ফারিণ। ইস্টার্ন ভিস্তা শাখায় ক্রিস্টাল সিমোর্গ স্বীকৃতি দেওয়া হয়েছে তাকে।

তাসনিয়া ফারিণ (ছবি: ফেসবুক)

ইরানের পর গত বছর অরল্যান্ডো ফিল্ম ফেস্টিভ্যাল এবং ইন্ডি গ্যাদারিং আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের অফিসিয়াল সিলেকশনে স্থান পায় ‘ফাতিমা’।

‘ফাতিমা’য় তাসনিয়া ফারিণ ছাড়াও অভিনয় করেছেন ইয়াশ রোহান, সংগীতশিল্পী পান্থ কানাই, তারিক আনাম খান, মানস বন্দ্যোপাধ্যায়, আয়েশা মনিকা, গাউসুল আলম শাওন।

আউটকাস্ট ফিল্মস প্রযোজিত ‘ফাতিমা’র নাম শুরুতে ছিলো ‘দাহকাল’। ২০১৭ সালে এর শুটিং শুরু হলেও অর্থনৈতিক জটিলতার কারণে কাজ শেষ করে সাত বছর লেগেছে। চিত্রগ্রহণ করেছেন তুহিন তমিজুল।

তাসনিয়া ফারিণ (ছবি: ইয়াকুব)

সিনেমাটি প্রযোজনা ও পরিচালনা করেছেন ধ্রুব হাসান। গল্পটি তারই। তিনি ও আদনান হাবিব চিত্রনাট্য লিখেছেন। তারাই সম্পাদনা ও নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করেছেন। সহ-প্রযোজক আরমান কাদরী, আরজু মানারা বেগম, শামসুর রাহমান আলভী ও তুনাজ্জিনা চৌধুরী পুনম। শিল্প নির্দেশনায় তারেক বাবলু, শিহাব নুরুন নবী ও উত্তম গুহ। শব্দসজ্জা করেছেন শৈব তালুকদার। পোশাক পরিকল্পনায় জুনায়েদ বোগদাদি জিমি ও এদিলা ফারিদ তুরিন।

গানের সুর ও সংগীত এবং আবহ সংগীত পরিচালনা করেছেন পাভেল আরীন। শারমিন সুলতানা সুমি লেখার পাশাপাশি একটি কণ্ঠ দিয়েছেন। এছাড়া রয়েছে সোমনূর মনির কোনালের গাওয়া একটি গান।

পশ্চিমবঙ্গের ‘আরো এক পৃথিবী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাসনিয়া ফারিণের। এটি মুক্তি পায় ২০২৩ সালের ফেব্রুয়ারিতে।

পড়া চালিয়ে যান

ঢালিউড

‘জংলি’ সিয়ামের সঙ্গী বুবলী

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘জংলি’ সিনেমায় শবনম বুবলী ও সিয়াম আহমেদ (ছবি: ফিলম্যান প্রোডাকশন হাউস)

আবার জুটি বাঁধলেন সিয়াম আহমেদ ও শবনম বুবলী। এম. রাহিমের পরিচালনায় ‘জংলি’ সিনেমায় একসঙ্গে দেখা যাবে তাদের। দুই তারকার দুটি মেজাজের স্থিরচিত্র সংবলিত একটি প্রচারণামূলক পোস্টার প্রকাশিত হয়েছে। এতে গোল চশমা পরা বুবলীকে ভীত-সন্ত্রস্ত দেখাচ্ছে। তার সামনে সাহসী ভঙ্গিতে তাকিয়ে আছেন সিয়াম।

আজ (২৪ এপ্রিল) সোশ্যাল মিডিয়ায় পোস্টারটি শেয়ার করে বুবলীকে স্বাগত জানিয়েছেন সিয়াম আহমেদ। বুবলী সোশ্যাল মিডিয়ায় পোস্টারটি শেয়ার করে লিখেছেন, “আসছে ‘জংলি’। দেখা হবে কোরবানির ঈদে!”

কিছুদিন আগে ‘জংলি’র ফার্স্টলুকে নতুন রূপে হাজির হন সিয়াম আহমেদ। তার বিপরীতে কে থাকছেন সেই খবর জানা গেলো প্রায় এক মাস পর।

‘জংলি’র ফার্স্টলুকে সিয়াম আহমেদ (ছবি: টাইগার মিডিয়া)

বড় পর্দায় এবারই প্রথম সিয়াম-বুবলীর রসায়ন দেখা যাবে। এর আগে চরকিতে মুক্তিপ্রাপ্ত ‘টান’ ওয়েব ফিল্মে একসঙ্গে অভিনয় করেন তারা।

আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে ‘জংলি’। এর চিত্রনাট্য লিখেছেন মেহেদি হাসান মুন ও কলকাতার সুকৃতি সাহা। ফিলম্যান প্রোডাকশন হাউসের সঙ্গে এটি যৌথভাবে প্রযোজনা করছে এমআইবি স্টুডিওস। এটাই তাদের প্রথম সিনেমা। পরিবেশনায় দি অভি কথাচিত্র ও টাইগার মিডিয়া।

শবনম বুবলীকে সর্বশেষ ‘দেয়ালের দেশ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় দেখা গেছে। এতে শরিফুল রাজের বিপরীতে তার অভিনয় প্রশংসিত হয়েছে।

পড়া চালিয়ে যান

সিনেমাওয়ালা প্রচ্ছদ