Connect with us

ঢালিউড

‘বীরত্ব’ হাউসফুল, ইমনের প্রশংসায় দর্শকরা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

নিশাত সালওয়া ও ইমন

‘বীরত্ব’ সিনেমায় নিশাত নাওয়ার সালওয়া ও মামনুন হাসান ইমন (ছবি: পিং-পং এন্টারটেইনমেন্ট)

দেশীয় সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে চিত্রনায়ক ইমন ও নবাগতা নিশাত নাওয়ার সালওয়া জুটির ‘বীরত্ব’ মুক্তির প্রথম দিনে হাউসফুল দর্শক পেয়েছে। তারা সোশ্যাল মিডিয়ায় এই দাবি করেছেন।

‘বীরত্ব’ সিনেমার বিষয়বস্তু নারী পাচার, যৌনকর্মীদের বেঁচে থাকার লড়াই ও চিকিৎসা পেশার মহত্ব। গল্পের একটি অংশ নারী পাচার নিয়ে পাচারের পর মেয়েদের পতিতাপল্লিতে বিক্রি করে দেওয়া হয়। গতকল (১৬ সেপ্টেম্বর) ঢাকাসহ সারা দেশের ৩৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এটি।

সাধারণ দর্শকদের মন্তব্য, গতানুগতিকতার বাইরে ভিন্ন ধরনের সিনেমা এটি। শেষটা বেশ আবেগপ্রবণ বলেছেন সবাই।

সিনেমায় ইমনকে দেখা যাচ্ছে চিকিৎসকের ভূমিকায়। দর্শকদের কেউ কেউ মনে করেন, এটাই তার ক্যারিয়ারের সেরা সিনেমা। তাকে নতুনভাবে পাওয়া গেছে এতে। সব মিলিয়ে ঘুরেফিরে তার অভিনয়ের প্রশংসা চলছে এখন।

নিপুণ ও ইমন

‘বীরত্ব’ সিনেমায় নিপুণ আক্তার ও মামনুন হাসান ইমন (ছবি: পিং-পং এন্টারটেইনমেন্ট)

গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘পরাণ’ এবং এরপর ‘হাওয়া’ এখনো দর্শকরা দেখছেন। এর ধারাবাহিকতায় ‘লাইভ’ দেখতে সিনেমা হলে দর্শকের ভিড় হয়েছে। এবার দর্শক টানছে ‘বীরত্ব’।

প্রয়াত সারাহ বেগম কবরীর হাত ধরে সিনেমায় আসা নিশাত নাওয়ার সালওয়ার অভিষেক হলো বড় পর্দায়। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে মাধ্যমে নজরে পড়েন তিনি। কবরীর পরিচালনায় ‘এই তুমি সেই তুমি’র জন্য প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ান এই তরুণী। এরপর আরেকটি সিনেমায় কাজ করেছেন। ‘বীরত্ব’ আগে মুক্তি পেলেও এটি তার অভিনীত তৃতীয় সিনেমা।

নিশাত সালওয়া ও ইমন

‘বীরত্ব’ সিনেমায় নিশাত নাওয়ার সালওয়া ও মামনুন হাসান ইমন (ছবি: পিং-পং এন্টারটেইনমেন্ট)

‘বীরত্ব’র মাধ্যমে সিনেমা পরিচালক হিসেবে অভিষেক হলো সাইদুল ইসলাম রানার। কয়েকটি টিভি নাটক বানিয়ে হাত পাকিয়েছেন তিনি। ২০২০ সালের অক্টোবরে ‘বীরত্ব’র শুটিং শুরু করেন এই নির্মাতা। গল্প, চিত্রনাট্য ও সংলাপ তারই। রাজবাড়ীর দৌলতদিয়া, ফরিদপুর, ঢাকা ও সিলেটে শুটিং হয়েছে। পিং-পং এন্টারটেইনমেন্টের ব্যানারে এটি প্রযোজনা করেছেন শুক্লা বণিক, নির্বাহী প্রযোজক রঞ্জন দত্ত।

সিনেমায় প্রথমবারের মতো নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার ও আহসান হাবিব নাসিম। এছাড়া আছেন নিপুণ আক্তার, জয়ন্ত চট্টোপাধ্যায়, কচি খন্দকার, বড়দা মিঠু, মনিরা আক্তার মিঠু, আরমান পারভেজ মুরাদ, শিল্পী সরকার অপু, রওনক হাসান, সাবিহা জামান, পীরজাদা হারুণ, জেসমিন আক্তার, প্রিয়ন্তি গোমেজ, শিশুশিল্পী মুনতাহা এমেলিয়াসহ অনেকে। আইটেম গানে নেচেছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত।

‘বীরত্ব’ সিনেমার পোস্টার

‘বীরত্ব’ সিনেমার পোস্টার (ছবি: পিং-পং এন্টারটেইনমেন্ট)

পরিবেশনা সংস্থা দি অভি কথাচিত্র জানিয়েছে, ৩৪টি সিনেমা হলে চলছে ‘বীরত্ব’। এগুলো হলো ঢাকার স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি (পান্থপথ) ও সনি স্কয়ার (মিরপুর-১) শাখা, ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), আনন্দ (ফার্মগেট), সৈনিক ক্লাব, বিজিবি, গীত, চিত্রামহল (পুরান ঢাকা), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), নিউ গুলশান (জিঞ্জিরা), চাঁদমহল (কাঁচপুর), নারায়ণগঞ্জের নিউ মেট্রো, চন্দ্রিমা (শ্রীপুর, সাভার), গাজীপুরের ঝুমুর (জয়দেবপুর), নরসিংদীর মমতা (মাধবদী), সিলেটের গ্র্যান্ড সিলেট সিনেপ্লেক্স এবং বিজিবি, চট্টগ্রামের সিলভার স্ক্রিন ও সুগন্ধা, রংপুরের শাপলা, টাঙ্গাইলের মালঞ্চ, ময়মনসিংহের ছায়াবাণী, বগুড়ার মধুবন সিনেপ্লেক্স, রাজবাড়ীর সাধনা, ফরিদপুরের বনলতা, শেরপুরের রূপকথা, পাবনার রূপকথা, পটুয়াখালীর তিতাস, যশোরের ময়ূরী (বাঘ আঁচড়া), কিশোরগঞ্জের রাজ (কুলিয়ারচর), খুলনার চিত্রালী এবং শঙ্খ, নাগরপুরের রাজিয়া, সাতক্ষীরার সংগীতা।

ঢালিউড

জোড়া সিনেমা নিয়ে ফিরছেন আফরান নিশো

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

আফরান নিশো (ছবি: ফেসবুক)

‘সুড়ঙ্গ’ পেরিয়ে ফিরছেন অভিনেতা আফরান নিশো। নতুন দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। দুটিতেই প্রধান চরিত্রে দেখা যাবে তাকে। তবে পরিচালক ও ছবি দুটির নাম এখনো জানা যায়নি। শিগগিরই আনুষ্ঠানিকভাবে এসব ঘোষণা আসবে বলে আশা করা হচ্ছে।

নতুন সিনেমা দুটি প্রযোজনা করবে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট। ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ) ও ঢাকার প্রযোজনা প্রতিষ্ঠান আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের যৌথ উদ্যোগে গঠিত হয়েছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল ও এসভিএফ-এর চেয়ারম্যান মহেন্দ্র সোনি।

২০২৩ সালে ঈদুল আজহায় রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় আফরান নিশোর। এতে তার অভিনয় প্রশংসা কুড়িয়েছে। এরপর থেকে তার নতুন কাজের ব্যাপারে কৌতূহল ছিলো ভক্ত-দর্শকদের। অবশেষে বড় পর্দায় ফেরার সুখবর দিলেন তিনি।

পড়া চালিয়ে যান

ঢালিউড

‘তুফান’ টিজারে শাকিবের হুংকার

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘তুফান’ সিনেমার টিজারে শাকিব খান (ছবি: চরকি)

ঢালিউড সুপারস্টার শাকিব খানের আলোচিত সিনেমা ‘তুফান’-এর টিজার প্রকাশ্যে এলো। রায়হান রাফীর পরিচালনায় এতে অপ্রতিরোধ্য গ্যাংস্টারের আমেজে দেখা গেছে তাকে। বিভিন্ন অ্যাকশন দৃশ্যে তার লুক ও মেজাজ আভাস দিচ্ছে, তুফান বয়ে যাবে সিনেমাহলে!

১ মিনিট ২৮ সেকেন্ডের টিজারের শুরুতে শাকিব বলেন, ‌‘পূর্বের কথা মোতাবেক, এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেবো। সে যা চাইবে পাইবে, যা করিতে চাইবে করিবে। তাহাকে কোনো কিছুতেই বাধা দেয়ার এখতিয়ার কেউই রাখিতে পারিবে না। আর এর ব্যত্যয় ঘটিলে…।’ এরপরই শুরু হয় তার আগ্রাসী কর্মকাণ্ড।

‘তুফান’ সিনেমার টিজারে শাকিব খান (ছবি: চরকি)

টিজারে শেষ দৃশ্যের আগে অন্যমাত্রা নিয়ে হাজির হন অভিনেতা চঞ্চল চৌধুরী। তিনি উপহাস মোড়ানো হাসি দিয়ে বলেন, ‘তুফান খুব ভয় পাইছিরে।’ এরপর বাথটাবে পানিতে বসে থাকা শাকিব হুংকার ছাড়েন।

‘তুফান’ সিনেমার টিজারে চঞ্চল চৌধুরী (ছবি: চরকি)

গতকাল (৭ মে) বিকেলে সিনেমাটির তিন প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই, চরকি ও এসভিএফ-এর সোশ্যাল মিডিয়া পেজে ও ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় টিজার।

টিজারে ধুন্ধুমার অ্যাকশন দৃশ্যের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে টাইটেল গান। এর কথা এমন– ‘প্রলয়ের তুফান, আসছে এ তুফান, প্রলয়ের তুফান, থামাও এ তুফান’। এটি গেয়েছেন আরিফ রহমান জয়। তার সঙ্গে সহ-কণ্ঠ দিয়েছেন সাম্যব্রত দৃপ্ত। র‍্যাপ গেয়েছেন র‍্যাপস্টা দাদু। এর কথা লিখেছেন তাহসান শুভ, সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ।

টিজার প্রসঙ্গে পরিচালক রায়হান রাফী বলেন, “বাংলা সিনেমাকে বিশ্ব দরবারে নতুনভাবে চেনাবে ‘তুফান’। অনেক সিনেমা ইন্ডাস্ট্রি পরিবর্তন করে। ‘তুফান’ তেমন একটি সিনেমা হতে যাচ্ছে। বাংলা সিনেমার মানদণ্ড অন্য উচ্চতায় নিয়ে যাবে। বলা যায়, ‘তুফান’ আমার জীবনের একটি স্বপ্নের প্রকল্প। শাকিব ভাইকে এই সিনেমায় পাওয়া আশীর্বাদ।”

‘তুফান’ সিনেমার টিজারে শাকিব খান (ছবি: চরকি)

‘তুফান’ দর্শকের মধ্যে ঝড় তুলবে বলে আশাবাদী এসভিএফ-এর পরিচালক ও সহ-প্রতিষ্ঠাতা মহেন্দ্র সোনি, আলফা-আই স্টুডিওসের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল এবং চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি। তিনজনই জানিয়েছেন, টিজার প্রকাশের পর দারুণ সাড়া মিলছে।

আসন্ন ঈদুল আজহায় সিনেমাহলে মুক্তি পাবে ‘তুফান’। এতে শাকিব ও চঞ্চলের পাশাপাশি অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, মাসুমা রহমান নাবিলাসহ অনেকেই।

পড়া চালিয়ে যান

ঢালিউড

‘ফাতিমা’ সিনেমাহলে কবে আসছে জানালেন ফারিণ

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

তাসনিয়া ফারিণ (ছবি: ফেসবুক)

বাংলাদেশের বড় পর্দায় অভিষেক হচ্ছে অভিনেত্রী তাসনিয়া ফারিণের। তার নতুন সিনেমা ‘ফাতিমা’ আগামী ২৪ মে সিনেমাহলে মুক্তি পেতে যাচ্ছে। এতে নাম ভূমিকায় দেখা যাবে তাকে।

গতকাল (৫ মে) সোশ্যাল মিডিয়ায় ‘ফাতিমা’র পোস্টার শেয়ার দিয়ে ফারিণ লিখেছেন, “আসছে দুই সময়ের দুই সংগ্রামের আখ্যান ‘ফাতিমা’। দেখুন আগামী ২৪ মে থেকে আপনার কাছের সিনেমা হলে!”

‘ফাতিমা’র পোস্টারে তাসনিয়া ফারিণ (ছবি: আউটকাস্ট ফিল্মস)

পোস্টারে দেখা যাচ্ছে, তাসনিয়া ফারিণ একদৃষ্টিতে একদিকে তাকিয়ে আছেন। এতে ১৯৭১ ও ২০২৩ সাল উল্লেখ রয়েছে। মুক্তিযুদ্ধের সময়কার ও ২০২৩ সালের দুটি পৃথক সময়ের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। পোস্টারের নিচের অংশে গরুর গাড়িতে চড়ে ও পায়ে হেঁটে অনেককে আশ্রয়ের খোঁজে যেতে দেখা যাচ্ছে।

‘ফাতিমা’য় অসাধারণ অভিনয়ের জন্য ইরানের ৪২তম ফজর আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার পেয়েছেন তাসনিয়া ফারিণ। ইস্টার্ন ভিস্তা শাখায় ক্রিস্টাল সিমোর্গ স্বীকৃতি দেওয়া হয়েছে তাকে।

তাসনিয়া ফারিণ (ছবি: ফেসবুক)

ইরানের পর গত বছর অরল্যান্ডো ফিল্ম ফেস্টিভ্যাল এবং ইন্ডি গ্যাদারিং আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের অফিসিয়াল সিলেকশনে স্থান পায় ‘ফাতিমা’।

‘ফাতিমা’য় তাসনিয়া ফারিণ ছাড়াও অভিনয় করেছেন ইয়াশ রোহান, সংগীতশিল্পী পান্থ কানাই, তারিক আনাম খান, মানস বন্দ্যোপাধ্যায়, আয়েশা মনিকা, গাউসুল আলম শাওন।

আউটকাস্ট ফিল্মস প্রযোজিত ‘ফাতিমা’র নাম শুরুতে ছিলো ‘দাহকাল’। ২০১৭ সালে এর শুটিং শুরু হলেও অর্থনৈতিক জটিলতার কারণে কাজ শেষ করে সাত বছর লেগেছে। চিত্রগ্রহণ করেছেন তুহিন তমিজুল।

তাসনিয়া ফারিণ (ছবি: ইয়াকুব)

সিনেমাটি প্রযোজনা ও পরিচালনা করেছেন ধ্রুব হাসান। গল্পটি তারই। তিনি ও আদনান হাবিব চিত্রনাট্য লিখেছেন। তারাই সম্পাদনা ও নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করেছেন। সহ-প্রযোজক আরমান কাদরী, আরজু মানারা বেগম, শামসুর রাহমান আলভী ও তুনাজ্জিনা চৌধুরী পুনম। শিল্প নির্দেশনায় তারেক বাবলু, শিহাব নুরুন নবী ও উত্তম গুহ। শব্দসজ্জা করেছেন শৈব তালুকদার। পোশাক পরিকল্পনায় জুনায়েদ বোগদাদি জিমি ও এদিলা ফারিদ তুরিন।

গানের সুর ও সংগীত এবং আবহ সংগীত পরিচালনা করেছেন পাভেল আরীন। শারমিন সুলতানা সুমি লেখার পাশাপাশি একটি কণ্ঠ দিয়েছেন। এছাড়া রয়েছে সোমনূর মনির কোনালের গাওয়া একটি গান।

পশ্চিমবঙ্গের ‘আরো এক পৃথিবী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাসনিয়া ফারিণের। এটি মুক্তি পায় ২০২৩ সালের ফেব্রুয়ারিতে।

পড়া চালিয়ে যান

সিনেমাওয়ালা প্রচ্ছদ