ওয়ার্ল্ড সিনেমা
গোল্ডেন গ্লোবস ২০২৫: ‘এমিলিয়া পেরেজ’ ও যেসব সিনেমা আছে বিজয়ী তালিকায়

ডেমি মুর (ছবি: গোল্ডেন গ্লোবস)
গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৮২তম আসরে সেরা সিনেমা (ড্রামা) বিভাগসহ সর্বাধিক চারটি পুরস্কার জিতলো ‘এমিলিয়া পেরেজ’। ২০২৪ সালের সিনেমা ও টেলিভিশনে সেরাদের মোট ২৭টি শাখায় পুরস্কার দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের বেভারলি হিলটন হোটেলে ৫ জানুয়ারি রাতে (বাংলাদেশ সময় ৬ জানুয়ারি সকাল) অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমেরিকান কমেডিয়ান নিকি গ্লেজার।
এবারের গোল্ডেন গ্লোবস বিজয়ীদের নির্বাচনে ভোট দিয়েছেন ৮৫টি দেশের ৩৩৪ জন সাংবাদিক। তাদের মধ্যে আছেন বাংলাদেশের চার জন। তারা হলেন বাংলা ট্রিবিউন-এর জনি হক, ঢাকা ট্রিবিউন-এর সাদিয়া খালিদ ঋতি, প্রথম আলো’র মনজুরুল আলম ও চরকি’র আদর রহমান। আমেরিকান অডিট, ট্যাক্স ও পরামর্শদাতা সংস্থা কেপিএমজি ভোট তালিকাভুক্তির দায়িত্ব পালন করেছে।
৮২তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের পুরো বিজয়ী তালিকা
সেরা সিনেমা (ড্রামা)
দ্য ব্রুটালিস্ট (এ২৪)
সেরা অভিনেতা (ড্রামা)
অ্যাড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট)
সেরা অভিনেত্রী (ড্রামা)
ফার্নান্দা তোরেস (আই অ্যাম স্টিল হিয়ার)
সেরা সিনেমা (মিউজিক্যাল অথবা কমেডি)
এমিলিয়া পেরেজ (নেটফ্লিক্স)
সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি)
সেবাস্টিয়ান স্ট্যান (অ্যা ডিফারেন্ট ম্যান)
সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি)
ডেমি মুর (দ্য সাবস্ট্যান্স)
সেরা পার্শ্ব অভিনেতা
কিয়েরান কলকিন (অ্যা রিয়েল পেইন)
সেরা পার্শ্ব অভিনেত্রী
জোয়ি সালদানিয়া (এমিলিয়া পেরেজ)
সেরা পরিচালক
ব্র্যাডি কোর্বেট (দ্য ব্রুটালিস্ট)
সেরা চিত্রনাট্য
কনক্লেভ (পিটার স্ট্রাউহ্যান)
সেরা অ্যানিমেটেড সিনেমা
ফ্লো (ইউএফও ডিস্ট্রিবিউশন)
সেরা অ-ইংরেজি ভাষার সিনেমা
এমিলিয়া পেরেজ (ফ্রান্স)
সেরা মৌলিক আবহ সংগীত
চ্যালেঞ্জার্স (ট্রেন্ট রেজনোর, অ্যাটিকাস রস)
সেরা মৌলিক গান
এল মাল (এমিলিয়া পেরেজ; ক্লেমোঁ দুকল, কামিল, জ্যাক অঁদিয়ার)
সিনেম্যাটিক অ্যান্ড বক্স অফিস অ্যাচিভমেন্ট
উইকেড (ইউনিভার্সেল পিকচার্স)
সেসিল বি. ডিমিল অ্যাওয়ার্ড (আজীবন সম্মাননা)
ভায়োলা ডেভিস
টেলিভিশন বিভাগ
সেরা টিভি সিরিজ (ড্রামা)
শোগান (এফএক্স/হুলু)
সেরা অভিনেতা (ড্রামা সিরিজ)
হিরোয়ুকি সানাদা (শোগান)
সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ)
অ্যানা সোয়াই (শোগান)
সেরা টিভি সিরিজ (মিউজিক্যাল অথবা কমেডি)
হ্যাকস (এইচবিও/ম্যাক্স)
সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি)
জেরেমি অ্যালেন হোয়াইট (দ্য বেয়ার)
সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি)
জিন স্মার্ট (হ্যাকস)
সেরা লিমিটেড সিরিজ অথবা টিভি মুভি
বেবি রেইন্ডিয়ার (নেটফ্লিক্স)
সেরা অভিনেতা (লিমিটেড সিরিজ, অ্যান্থলজি সিরিজ অথবা টিভি মুভি)
কলিন ফারেল (দ্য পেঙ্গুইন)
সেরা অভিনেত্রী (লিমিটেড সিরিজ, অ্যান্থলজি সিরিজ অথবা টিভি মুভি)
জোডি ফস্টার (ট্রু ডিটেক্টিভ: নাইট কান্ট্রি)
সেরা পার্শ্ব অভিনেতা
তাদানোবু আসানো (শোগান)
সেরা পার্শ্ব অভিনেত্রী
জেসিকা গানিং (বেবি রেন্ডিয়ার)
সেরা স্ট্যান্ড-আপ কমেডি পারফরম্যান্স
আলি ওয়াং (আলি ওয়াং: সিঙ্গেল লেডি, নেটফ্লিক্স)
ক্যারল বার্নেট অ্যাওয়ার্ড (আজীবন সম্মাননা)
টেড ড্যানসন
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
