বলিউড
ছুটিতে মালদ্বীপ গিয়ে প্রাণবন্ত রাকুল প্রীত
ভারতীয় অভিনেত্রী রাকুল প্রীত সিং বলিউডের পাশাপাশি দক্ষিণী সিনেমায় প্রশংসা কুড়িয়েছেন। টানা আট মাস শুটিং এবং প্রচারণা নিয়ে ব্যস্ত থাকতে হয়েছে তাকে। অবশেষে ফুরসত মিলেছে তার। সমুদ্র সৈকতে আরামদায়ক ছুটি কাটাতে মালদ্বীপে উড়ে গেছেন তিনি। আরাম-আয়েশ করার সময় তোলা কিছু ছবি ভক্তদের জন্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ৩২ বছর বয়সী এই তারকা।

হৃদয় আকৃতির ইমোজি জুড়ে দিয়ে ছবিটির ক্যাপশনে রাকুল প্রীত সিং লিখেছেন, ‘আরাম-আয়েশ এবং নিবিড় ভাবনা।’

মালদ্বীপের হিতাধু দ্বীপের প্রবালপ্রাচীর কানুফুশিতে অবস্থিত পাঁচতারকা হোটেল ফিনোলহু’তে উঠেছেন রাকুল প্রীত সিং।

সমুদ্রতীরে কমলা রঙা মনোকিনিতে রাকুল প্রীত সিং। ছবিটির ক্যাপশনে গত ২৫ অক্টোবর মুক্তিপ্রাপ্ত নিজের সিনেমা ‘থ্যাংক গড’-এর হ্যাশট্যাগ দিয়ে তিনি লিখেছেন, ‘ছুটির জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ।’

রাকুল প্রীত সিংয়ের ভাবনায়, ‘যার মনোভাব ভালো, তার জীবন সুন্দর।’

রাকুল প্রীত সিং মনে করেন, সমুদ্রঘেরা দ্বীপে জীবন প্রাণবন্ত।

নীল জলরাশির একপাশে হাঁটাহাঁটি উপভোগ করেছেন রাকুল প্রীত সিং।

রোদ পোহানোর মাঝে চিরকাল জলকন্যা হয়ে থাকতে চায় রাকুল প্রীত সিংয়ের মন।

রাকুল প্রীত সিংয়ের চোখে, ‘সূর্যাস্ত, তারাভরা রাত এবং একজন সুখী মেয়ে।’

বলিউডে ২০২২ সাল রাকুল প্রীত সিংয়ের জন্য বেশ রোমাঞ্চকর। কারণ চলতি বছর একে একে মুক্তি পেয়েছে ‘অ্যাটাক’, ‘রানওয়ে থার্টি ফোর’, ‘কাটপুটলি’, ‘থ্যাংক গড’, ‘ডক্টর জি’।

গত ২৫ অক্টোবর মুক্তি পেয়েছে ইন্দ্র কুমার পরিচালিত ‘থ্যাংক গড’। এতে রাকুল প্রীত সিং ছাড়াও আছেন অজয় দেবগণ ও সিদ্ধার্থ মালহোত্রা।

রাকুল প্রীত সিং অভিনীত ‘ছাত্রীওয়ালি’ মুক্তির অপেক্ষায় আছে। এতে কনডম পরীক্ষকের ভূমিকায় দেখা যাবে তাকে।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
