ওয়ার্ল্ড সিনেমা
তামান্নার নতুন দুই সিনেমার নায়কদের বয়স ৬৭ বছর ও ৭২ বছর!

তামান্না ভাটিয়া (ছবি: ইনস্টাগ্রাম)
অভিনেত্রী তামান্না ভাটিয়া নিজের চেয়ে দ্বিগুণ বেশি বয়সী অভিনেতাদের বিপরীতে দক্ষিণী সিনেমায় অভিনয় করছেন। এগুলো হলো ৭২ বছর বয়সী রজনীকান্তের সঙ্গে ‘জেলার’ এবং ৬৭ বছর বয়সী চিরঞ্জীবির বিপরীতে ‘ভোলা শঙ্কর’। স্বাভাবিকভাবেই নায়কদের সঙ্গে নিজের বয়সের ব্যবধান নিয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের সামনে পড়েছেন ৩৩ বছর বয়সী এই নায়িকা।
রজনীকান্তের চেয়ে ৩৯ বছর এবং চিরঞ্জীবির তুলনায় ৩৪ বছর বয়স কম তামান্নার। তবে তার মন্তব্য, বয়সের ব্যবধান নিয়ে না ভাবাই ভালো। বরং অভিনয়শিল্পীরা যেসব চরিত্র পর্দায় ফুটিয়ে তুলছেন সেগুলোর ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

তামান্না ভাটিয়া (ছবি: ইনস্টাগ্রাম)
দৃঢ় কণ্ঠে তামান্না বলেন, ‘বয়সের পার্থক্যের দিকে তাকাচ্ছেন কেনো? অভিনেতা-অভিনেত্রীরা পর্দায় যে দুটি চরিত্রে কাজ করেন সেদিকেই দেখুন। যদি বয়সের কথা বলতে হয়, তাহলে ৬০ বছর বয়সে এসেও টম ক্রুজের স্টান্ট দেখা প্রয়োজন। আমিও তার মতো বুড়িয়ে গেলেও মসলাদার গানের তালে নাচতে চাই।’

তামান্না ভাটিয়া (ছবি: ইনস্টাগ্রাম)
বহুল প্রতীক্ষিত তামিল সিনেমা ‘জেলার’-এর ‘কাবালায়া’ গানে তামান্নার মোহনীয় নাচ সাড়া জাগিয়েছে। তিনি এই সাফল্য দারুণ উপভোগ করছেন। অনিরুদ্ধ রবিচন্দরের সুর ও সংগীতে হিন্দিতে গানটির শিরোনাম ‘তু আ দিলবারা’। সিনেমাটিতে সুপারস্টার রজনীকান্তের সঙ্গে তার রসায়ন দেখতে মুখিয়ে আছে ভক্তরা। আগামী ১০ আগস্ট মুক্তি পাবে নেলসন দিলিপকুমার পরিচালিত ‘জেলার’। এতে আরো আছেন সুপারস্টার মোহনলাল, জ্যাকি শ্রফ ও শিবা রাজকুমার।

তামান্না ভাটিয়া (ছবি: ইনস্টাগ্রাম)
তামান্নার ভক্তদের জন্য চলতি মাসে রয়েছে দ্বিগুণ আনন্দ। কারণ ‘জেলার’ মুক্তির একদিন পরেই (১১ আগস্ট) সিনেমাহলে আসবে তার অভিনীত তেলুগু সিনেমা ‘ভোলা শঙ্কর’। মেহের রমেশের পরিচালনায় এতে আরো অভিনয় করেছেন কীর্তি সুরেশ, রেশমি গৌতম, মুরালি শর্মা।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস