গান বাজনা
‘দ্বিধা’ নিয়ে শাকিব-ইধিকার পর্দাপ্রেম

‘বরবাদ’ সিনেমার দৃশ্যে শাকিব খান ও ইধিকা পাল (ছবি: রিয়েল এনার্জি প্রোডাকশন)
ঢালিউড সুপারস্টার শাকিব খানের বহুল প্রতীক্ষিত ‘বরবাদ’ সিনেমার প্রথম গান এলো। এতে তার সঙ্গে কলকাতার অভিনেত্রী ইধিকা পালের জমজমাট রসায়ন রয়েছে।
গানটির শিরোনাম ‘দ্বিধা’। এর কথা এমন, ‘কখনো বুঝি তোমায়, কখনো বুঝি না, তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না।’ এটি লিখেছেন ইনামুল তাহসিন। গান গাওয়ার পাশাপাশি সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান।

‘বরবাদ’ সিনেমার দৃশ্যে ইধিকা পাল ও শাকিব খান (ছবি: রিয়েল এনার্জি প্রোডাকশন)
আজ (১৪ মার্চ) সন্ধ্যা ৭টায় সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান দ্য রিয়েল এনার্জি প্রোডাকশন ও প্রীতম হাসানের ইউটিউব চ্যানেলে এসেছে গানটি। এর আগে গানটির ৩৬ সেকেন্ডের টিজার প্রকাশিত হয়।

‘বরবাদ’ সিনেমার দৃশ্যে ইধিকা পাল ও শাকিব খান (ছবি: রিয়েল এনার্জি প্রোডাকশন)
‘প্রিয়তমা’ মুক্তির প্রায় দুই বছর পর আবার শাকিব খান ও ইধিকা পাল জুটি বড় পর্দায় আসছেন। নীতু চরিত্রে অভিনয় করেছেন ইধিকা পাল। এবারের ঈদুল ফিতরে মুক্তি পাবে মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’।

‘বরবাদ’ সিনেমার দৃশ্যে ইধিকা পাল ও শাকিব খান (ছবি: রিয়েল এনার্জি প্রোডাকশন)
কিছুদিন আগে প্রকাশিত এর ১ মিনিট ৪৪ সেকেন্ডের টিজারে ধুন্ধুমার অ্যাকশন দৃশ্য, হিংস্রতা ও উত্তাল কিছু ঘটনার ঝলক দেখা গেছে। এরমধ্যে একটি গাড়ির ওপর নিজের পায়ে ভর দিয়ে বসে ‘চুপ’ ইশারা দেখিয়ে শাকিব বলেন, ‘সাইলেন্স।’ গত বছরের ১৮ ডিসেম্বর সিনেমাটির প্রথম মোশন পোস্টারে তার এই লুক প্রকাশের পরপরই ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়।

‘বরবাদ’ সিনেমার দৃশ্যে শাকিব খান (ছবি: রিয়েল এনার্জি প্রোডাকশন)
ধারণা করা হচ্ছে, গল্পে ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য মরিয়া হয়ে ত্রাস সৃষ্টি করবেন শাকিব। কারণ টিজারে তার বলা একটি সংলাপ হলো, ‘আমি আমার ভবিষ্যৎ নিয়া ভাবি না, অতীত নিয়াও ভাবি না, আমি শুধু একটা জিনিসই ভাবি, নীতু শুধুই আমার। নীতুরে না পাইলে আমি এই পুরা দুনিয়া বরবাদ কইরা দিতে পারি।’ তার এমন ভয়ঙ্কর রূপ আগে কখনও দেখা যায়নি। বিশেষ করে টিজারের শেষ দৃশ্যে বন্দুক হাতে জখম হওয়া মুখ ও মাথা নিয়ে লম্বা দাড়িতে তার লুক ভয় জাগানিয়া!

‘বরবাদ’ সিনেমার দৃশ্যে শাকিব খান (ছবি: রিয়েল এনার্জি প্রোডাকশন)
সিনেমাটির অন্যতম আকর্ষণ ভারতীয় অভিনেতা যীশু সেনগুপ্ত। পর্দায় শাকিবের প্রতিদ্বন্দ্বী তিনিই। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম ও ওপার বাংলার নায়িকা রিয়া গাঙ্গুলী। একটি আইটেম গানে নেচেছেন কলকাতার নায়িকা নুসরাত জাহান।

‘বরবাদ’ সিনেমার দৃশ্যে ইধিকা পাল (ছবি: রিয়েল এনার্জি প্রোডাকশন)
ছোট পর্দায় বেশ কিছু নাটক ও টেলিফিল্ম পরিচালনা করে হাত পাকিয়েছেন মেহেদী হাসান হৃদয়। ‘বরবাদ’ বড় পর্দার জন্য তার প্রথম কাজ। রিয়েল এনার্জি প্রোডাকশন ও ঋধি সিধি এন্টারটেইনমেন্টের ব্যানারে অ্যাকশনধর্মী সিনেমাটির বেশিরভাগ দৃশ্যের শুটিং হয়েছে ভারতের মুম্বাইয়ে। ‘বরবাদ’ প্রযোজনা করেছেন আজিম হারুন ও শাহরীন আক্তার সুমি।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
