শুভেচ্ছা
নতুন বছরে তারকাদের শুভেচ্ছা
শুরু হলো ইংরেজি নতুন বছর। গতকাল দিবাগত রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় ২০২৩ সালকে বরণ করে নিয়েছেন তারকারা। কেউ কেউ নিজেদের ছবি শেয়ার করে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন, কেউবা নিজেদের অনুভূতি ও প্রত্যাশার কথা তুলে ধরেছেন।

মেয়ে ইলহামকে নিয়ে নুসরাত ইমরোজ তিশা (ছবি: ফেসবুক)
অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা মেয়ে ইলহামকে নিয়ে তোলা একটি ছবি শেয়ার করে বলেন, ‘ইলহাম, আমার ও ইলহামের বাবার (মোস্তফা সরয়ার ফারুকী) পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।’ তিশা উল্লেখ করেন, ছবিটি তুলেছেন ইলহামের বাবা।

শাকিব খানের শুভেচ্ছা (ছবি: ফেসবুক)
ঢালিউড সুপারস্টার শাকিব খান গত বছর তার দেশে ফেরার মুহূর্ত ও নিজের অভিনীত দুটি সিনেমার কোলাজ শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘একটি নতুন সূর্য, একটি নতুন দিন এবং ২০২৩ সালের একটি নতুন শুরু। এ বছর নিজের সেরাটা দেখতে, দেখাতে এবং তুলে ধরার আশা করি। আশা করি, আমার আন্তরিকতা ও কঠোর পরিশ্রম সেরা কাজের প্রতিশ্রুতি জানাবে দর্শকদের। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’

মেহজাবীন চৌধুরী (ছবি: ফেসবুক)
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী শাড়ি পরা একটি ছবিতে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন।

তানজিন তিশা (ছবি: ফেসবুক)
অভিনেত্রী তানজিন তিশা শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘পুরনো বছর যতই খারাপ হোক না কেনো, নতুন বছরটা আমাদের সকলের অনেক কল্যাণের মধ্যে দিয়ে কাটুক।’

তাসনিয়া ফারিণ (ছবি: ফেসবুক)
অভিনেত্রী তাসনিয়া ফারিণ নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন, ‘আমরা সবাই এ বছর প্রকৃত সুখ খুঁজে পাবো।

নুসরাত ফারিয়া (ছবি: ফেসবুক)
জ্বলজ্বলে ইমোটিকন জুড়ে দিয়ে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া বলেন, ‘২০২৩ সালকে বরণ করে নিচ্ছি।’

বিদ্যা সিনহা মিম (ছবি: ফেসবুক)
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বুর্জ খলিফার সামনে স্বামী ও মা-বাবার সঙ্গে ২০২৩ সালকে স্বাগত জানিয়েছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সেখান থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তিনি।

জায়েদ খান (ছবি: ফেসবুক)
চিত্রনায়ক জায়েদ খান নিজের গ্রামের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় নতুন বছরকে স্বাগত জানিয়েছেন।

সামিরা খান মাহি (ছবি: ফেসবুক)
অভিনেত্রী সামিরা খান মাহি সবুজ রঙা পরচুলা পরে লিখেছেন, ‘২০২৩ সালে নতুন শুরু!’

ফারিয়া শাহরিন (ছবি: ফেসবুক)
অভিনেত্রী ফারিয়া শাহরিন লিখেছেন, ‘বছরের প্রথম দিন ছবি না দিলে কেমন লাগে! সবার নতুন বছর ভালো কাটুক।’

তানহা তাসনিয়া (ছবি: ফেসবুক)
চিত্রনায়িকা তানহা তাসনিয়া ২০২৩ লেখা কানের দুল পরা ছবি শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘প্রিয় ২০২৩, অনুগ্রহপূর্ব আমার জীবনের সেরা বছর হও। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
