বলিউড
বলিউডে কাজ করার অভিজ্ঞতা জানালেন জয়া

অনিরুদ্ধ রায় চৌধুরী ও জয়া আহসান (ছবি: ফেসবুক)
নিজের প্রথম হিন্দি সিনেমার কাজ শেষ করলেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। শুটিংয়ের ফাঁকে তোলা কয়েকটি ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় এই তথ্য জানিয়েছেন তিনি। একইসঙ্গে উল্লেখ করেছেন নিজের অভিজ্ঞতা।
গতকাল রাতে ফেসবুকে জয়া লিখেছেন, ‘পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী যাকে আমরা ভালোবেসে টনিদা বলি, তার নেতৃত্বে একটি চমৎকার ইউনিটের সঙ্গে কাজ করতে পেরে আমি খুব খুশি ও কৃতজ্ঞ। আমাকে একজন অভিনয়শিল্পী হিসেবে এতো সুন্দরভাবে গ্রহণ, উৎসাহ জোগানো ও সহায়তা করার জন্য পরিচালকসহ পুরো টিমকে ধন্যবাদ। আপনাদের সঙ্গে আবার কাজ করতে উন্মুখ আমি।’

জয়া আহসান ও পঙ্কজ ত্রিপাঠি (ছবি: ফেসবুক)
নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটিতে জয়ার সহশিল্পী পঙ্কজ ত্রিপাঠি। অনুরাগ কাশ্যাপের ‘গ্যাংস অব ওয়াসেপুর’ সিনেমায় সুলতান চরিত্রে অভিনয় করে খ্যাতি পান তিনি। ৪৬ বছর বয়সী এই তারকার উল্লেখযোগ্য সিনেমার তালিকায় আছে ‘মিমি’ (২০২১), ‘লুডো’ (২০২০), ‘স্ত্রী’ (২০১৮), ‘মাসান’ (২০১৫) প্রভৃতি। ‘নিউটন’ (২০১৭) সিনেমার জন্য ভারতের জাতীয় পুরস্কারে স্পেশাল মেনশন স্বীকৃতি পান তিনি। বেশকিছু ওয়েব সিরিজে তার অভিনয় প্রশংসিত হয়েছে। এরমধ্যে অন্যতম ‘মির্জাপুর’।

সানজানা সঙ্গী, পঙ্কজ ত্রিপাঠি, জয়া আহসান ও পার্বতী থিরুভোথু (ছবি: টুইটার)
পঙ্কজ ত্রিপাঠির কথা ফেসবুক স্ট্যাটাসে আলাদাভাবে উল্লেখ করেছেন জয়া, ‘পঙ্কজ ত্রিপাঠিজি ও অন্য কয়েকজন বলিষ্ঠ অভিনেতার সঙ্গে কাজ করে বিশাল অভিজ্ঞতা সঞ্চয় করেছি। তাদের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত ভালো লেগেছে আমার।’
বলিউডে প্রথমবার কাজ করেছেন জয়া আহসান। স্বাভাবিকভাবেই অনেক অভিজ্ঞতা হয়েছে তার। ফেসবুকে সেসবও জানিয়েছেন এই অভিনেত্রী, ‘একজন শিল্পীর শেখার কোনো সীমারেখা নেই। প্রতিদিনই আমরা নতুন কিছু শিখি। সিনেমাটির শুটিং আমার জন্য অতুলনীয় এক অভিজ্ঞতা।’
অনিরুদ্ধ রায় চৌধুরী এর আগে দুটি হিন্দি সিনেমা বানিয়েছেন। এগুলো হলো অমিতাভ বচ্চন ও তাপসী পান্নু অভিনীত ‘পিঙ্ক’ (২০১৬) এবং তামান্না ভাটিয়া অভিনীত ‘লস্ট’ (২০২২)। তার সিনেমায় কাজের প্রস্তাব পেয়ে রাজি হতে সময় নেননি জয়া। তাছাড়া আছেন পঙ্কজ ত্রিপাঠি!

নিজের প্রথম হিন্দি সিনেমার কলাকুশলীদের সঙ্গে জয়া আহসান (ছবি: টুইটার)
গত বছরের ৬ ডিসেম্বর সিনেমার শুটিং শুরুর দিন জয়া আহসান বলেন, ‘এটাই আমার প্রথম হিন্দি সিনেমা। আমার চরিত্রটি দারুণ। এতে কাজ করার প্রস্তাব পেয়ে খুব ভালো লেগেছে। তাই সম্মতি জানাতে সময় নিইনি। কারণ এর পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী এবং অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে কাজ করতে চেয়েছিলাম। প্রথম হিন্দি সিনেমাতে দুইজনকেই পেয়ে আমার আনন্দ দ্বিগুণ হয়ে গেছে।’

জয়া আহসান (ছবি: ফেসবুক)
কলকাতা ও মুম্বাইয়ে সিনেমাটির শুটিং হয়েছে। এতে দেখা যাবে সংকটের মুখে একটি পরিবারের একত্রিত হওয়ার হৃদয়ছোঁয়া গল্প। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সানজানা সঙ্গী, পার্বতী থিরুভোথুসহ অনেকে। গল্পটি লিখেছেন রিতেশ শাহ, বিরাফ সরকারি ও অনিরুদ্ধ রায় চৌধুরী। চিত্রগ্রহণ করছেন অভিক মুখোপাধ্যায়। সংগীত পরিচালনায় শান্তনু মৈত্র। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এটি।

জয়ার কাজল চোখের চারটি ছবির পোস্টে লাইক পড়েছে ৮৯ হাজারের বেশি। মন্তব্য ছাড়িয়েছে ১৮ হাজারের ঘর। ১ হাজার ৪০০ বার এটি শেয়ার হয়েছে।
এদিকে ২১তম ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে জয়া আহসান অভিনীত কলকাতার সিনেমা ‘ঝরা পালক’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে আজ বিকেল ৩টায় রয়েছে এর প্রদর্শনী। সায়ন্তন মুখার্জির পরিচালনায় এতে কবি জীবনানন্দ দাশের স্ত্রী লাবণ্য দাশের চরিত্রে অভিনয় করেছেন জয়া। জীবনানন্দ দাশের দুটি আলাদা বয়সকে ফুটিয়ে তুলেছেন ব্রাত্য বসু এবং রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। কৌশিক সেন আছেন কবি বুদ্ধদেব বসুর ভূমিকায়। সুপ্রিয় দত্ত অভিনয় করেছেন কবি কাজী নজরুল ইসলামের চরিত্রে। দেবশঙ্কর হালদারকে দেখা গেছে কবি সজনীকান্ত দাশের ভূমিকায়।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
