Connect with us

ছবিঘর

মেহজাবীন ও আদনানের আকদের কিছু ছবি

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীবের সম্পর্ক নিয়ে কৌতূহলের কমতি ছিলো না। তারা কখনো মুখে কিছু না বললেও তাদের প্রেম-ভালোবাসা বুঝে নিয়েছিলেন সবাই! বেশ কিছুদিন ধরেই তাদের বিয়ের গুঞ্জন ভাসছিলো হাওয়ায়। অবশেষে সেটাই সত্যি হয়েছে! বিয়ের ১০ দিন পর বিবাহোত্তর সংবর্ধনার ছবি শেয়ার করেছেন তারা। এরপর প্রকাশ্যে এনেছেন বিয়ের আনুষ্ঠানিকতায় তোলা কিছু ছবি। একঝলকে দেখে নিন মেহজাবীন ও আদনানের জীবনের বিশেষ দিনটির কিছু মুহূর্ত।

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

বিয়েতে আদনান আল রাজীব ও মেহজাবীন চৌধুরী (ছবি: রেমিনিসেন্স ফটোগ্রাফি)

ফেসবুক ও ইনস্টাগ্রামে ‘আমাদের আকদ ১৪.০২.২০২৫’ শিরোনামে ছবিগুলো শেয়ার করেছেন মেহজাবীন।

বিয়ের আসরে বরের সঙ্গে ভেংচি কেটে কনের রসিকতা (ছবি: রেমিনিসেন্স ফটোগ্রাফি)

বিয়েতে আদনান আল রাজীব ও মেহজাবীন চৌধুরী (ছবি: রেমিনিসেন্স ফটোগ্রাফি)

চিরকাল একসঙ্গে থাকতে হাতে হাত রেখেছেন আদনান আল রাজীব ও মেহজাবীন চৌধুরী (ছবি: রেমিনিসেন্স ফটোগ্রাফি)

মেহজাবীনকে মায়ের উপহার দেওয়া শাড়ির বাক্সে লেখা, ‘যে শাড়ি দিয়ে আমি আমার জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলাম, আজ সেই শাড়িটিই তোমার ভালোবাসার পথচলার সাথী– তোমার মাম্মা, ১৪.০২.২৫।’

মায়ের আকদের কাতান শাড়িটি পরেই বিয়ে করেছেন মেহজাবীন। তিনি লিখেছেন, ‘আমার মা তার আকদের দিনে যে শাড়িটি পরেছিলেন, সেই শাড়িটিই আমাকে উপহার দিয়েছেন। আমার বিশেষ দিনে সেই শাড়ি পরতে পারা ছিলো মায়ের কাছ থেকে পাওয়া সবচেয়ে সুন্দর উপহার।’

আদনানের কটিতে বিয়ের তারিখ ইংরেজি সংখ্যায় লেখা।

মেহজাবীনের পাশে বসে বিয়ের কাবিনে সই করছেন আদনান আল রাজীব।

দীর্ঘ ১৩ বছরের প্রেমপর্ব পেরিয়ে দাম্পত্য জীবন শুরু করেছেন আদনান আল রাজীব ও মেহজাবীন চৌধুরী।

মেহজাবীন জানিয়েছেন, ২০১২ সালের ৯ এপ্রিল আদনান আল রাজীবের সঙ্গে প্রথম দেখায় ১৫ মিনিট আলাপ হয়েছিলো তার। সেই থেকে তারা বাঁধা পড়েছেন একে অপরের মনে। পরিচয়ের শুরু থেকে বিয়ের দিন পর্যন্ত ৪ হাজার ৬৯৪ দিন কেটেছে তাদের।

বিয়ের একটি মুহূর্তে বর-কনের ফিসফাসফিস!

হাসি-আনন্দে আদনান আল রাজীব ও মেহজাবীন চৌধুরী।

কনের হাতে ভালোবাসা জড়িয়ে দিলেন বর।

কনের প্রতি ভালোবাসা বরের একজনমে যেন শেষ হওয়ার নয়!

গত ১৪ ফেব্রুয়ারি ধুমধাম করে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিয়েছেন মেহজাবীন ও আদনান আল রাজীব। বিয়ের দিনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে মেহজাবীন উল্লেখ করেছেন, ‘ভালোবাসা দিবসে আদনান ও আমি আমাদের পরিবারের সদস্য ও কাছের মানুষদের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলাম। আমাদের জীবনের একটি বিশেষ দিন ছিল এটি, যা আরো অর্থবহ হয়ে উঠেছিল আমাদের প্রিয় মানুষদের উপস্থিতিতে।’

বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের মতোই মেহজাবীন ও আদনান আল রাজীবের আকদের ছবিগুলো তুলেছে রেমিনিসেন্স ফটোগ্রাফি। বিয়েতে ফুল সরবরাহ করেছে ব্লিৎজ। মেহজাবীনকে বধূ সাজিয়েছে জাহিদ খান ব্রাইডাল মেকওভার।

গত ২৩ ফেব্রুয়ারি ও ২৪ ফেব্রুয়ারি ঢাকার অদূরে একটি রিসোর্টে মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীবের গায়ে হলুদ ও বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন দেশের বিনোদন অঙ্গনের অনেক শিল্পী-কুশলী।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ