ওটিটি
‘যদি আমি বেঁচে ফিরি’ এবং ওটিটিতে মিশা সওদাগর

‘যদি আমি বেঁচে ফিরি’ সিরিজে দিলরুবা হোসেন দোয়েল ও মিশা সওদাগর (ছবি: চরকি)
প্রথমবার ওটিটির জন্য কাজ করলেন সিনেমার তারকা মিশা সওদাগর। চরকির ‘যদি আমি বেঁচে ফিরি’ সিরিজে দেখা যাবে তাকে। এতে একজন দুর্নীতিগ্রস্ত প্রকৌশলীর চরিত্রে অভিনয় করেছেন তিনি, স্ত্রী ও বান্ধবীর সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে হিমশিম খায় লোকটি। তাই তিনি বান্ধবীকে একটি ফ্ল্যাট উপহার দেন। একদিন সেই অ্যাপার্টমেন্টের লিফটে আটকা পড়ে প্রকৌশলী।
ওটিটিতে অভিষেক প্রসঙ্গে মিশা সওদাগর বলেন, ‘নতুন জায়গায় গেলে বা নতুন কারো সঙ্গে পরিচয় হলে সেই অভিজ্ঞতা ভিন্ন রকম হয়ে থাকে। চরকির ক্ষেত্রেও আমার তেমনটা মনে হয়েছে। চরকি তো এরই মধ্যে ভালো কন্টেন্ট দিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছে। ভালো একটি প্ল্যাটফর্মের জন্য কাজ করতে যাচ্ছি ভেবে যতটা পেরেছি সিরিয়াস ছিলাম।’

‘যদি আমি বেঁচে ফিরি’ সিরিজে মিশা সওদাগর (ছবি: চরকি)
নিজের চরিত্র ও গল্প নিয়ে জনপ্রিয় এই অভিনেতা যোগ করেন, ‘গল্পটা মানুষের দারুণ একটা মনস্তত্বের ওপর। এতে অনেক বক্তব্য আছে। আর প্রকৌশলী চরিত্রটি খুব বাস্তবসম্মত। তাকে দেখে মনে হবে খুব কাছের বা আশেপাশের কেউ। এটি আরোপিত কোনো চরিত্র নয়।’

‘যদি আমি বেঁচে ফিরি’ সিরিজে মিশা সওদাগর ও বিজরী বরকতউল্লাহ (ছবি: চরকি)
শুটিংয়ের অভিজ্ঞতাও জানিয়েছেন মিশা সওদাগর, ‘আমি ক্লাস্টোফোবিয়ার রোগী। লিফট, বেজমেন্টে, উচ্চতা কিংবা অন্ধকারে গেলে আমার হাত-পা কাঁপতে থাকে। লিফটের ভেতরের গল্প শোনার পর থেকে চিন্তায় ছিলাম। পরে অবশ্য ভালো মতোই কাজটা শেষ করতে পেরেছি।’

‘যদি আমি বেঁচে ফিরি’ সিরিজে দিলরুবা হোসেন দোয়েল (ছবি: চরকি)
ড্রামা, সাসপেন্সভিত্তিক এই সিরিজে আরও অভিনয় করেছেন বিজরী বরকতউল্লাহ, দিলরুবা হোসেন দোয়েল, মুসাফির সৈয়দসহ অনেকে।

‘যদি আমি বেঁচে ফিরি’ সিরিজে বিজরী বরকতউল্লাহ (ছবি: চরকি)
অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ বলেন, ‘আমার কাছে স্ক্রিপ্টটা খুব ভালো লেগেছে। আর এখন অনেক তরুণ ভালো কাজ করছে। আমি তো বিশ্বাস করি, দর্শকরা ভালো কিছু দেখবে।’

‘যদি আমি বেঁচে ফিরি’ সিরিজে দিলরুবা হোসেন দোয়েল (ছবি: চরকি)
অভিনেত্রী দিলরুবা হোসেন দোয়েল বলেন, ‘গল্পের প্লট সমসাময়িক। এরকম বাস্তব গল্প দেখতে দর্শকরা পছন্দ করে। এখন পর্যন্ত আমাকে যেসব চরিত্রে দেখা গেছে সেগুলো থেকে এই চরিত্রটি একেবারেই আলাদা।’

‘যদি আমি বেঁচে ফিরি’ সিরিজের পোস্টার (ছবি: চরকি)
তানিম পারভেজ পরিচালিত ‘যদি আমি বেঁচে ফিরি’ আজ (২৯ সেপ্টেম্বর) মুক্তি পাবে।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
