টালিউড
কমলা রঙে জয়ার রূপের ঝলক
দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসানের নতুন কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এগুলোতে তার রূপের ঝলক মুগ্ধ করেছেন ভক্ত-অনুরাগীদের। অনেকের মন্তব্য, হেমন্তে দারুণ উষ্ণতা ছড়িয়ে দিলেন তিনি।

এমন আবেদনময়ী রূপে জয়া আহসানকে খুব কমই দেখা গেছে।

কমলা-কালো রঙের কার্ডিগানে দারুণ মোহনীয় লেগেছে জয়া আহসানকে।

গত ৩ নভেম্বর বিকেলে চারটি ছবি শেয়ার করে জয়া আহসান লিখেছেন বিখ্যাত উক্তি, ‘আপনি যেমন সহজাত অগোছালো তেমনই থাকুন।’

জয়া আহসানের ছবিগুলো দেখে নেটিজেনরা বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। তার এই পোস্টে ফেসবুকে ৪৩ হাজারের বেশি, ইনস্টাগ্রামে ৮৮ হাজারের বেশি এবং টুইটারে সাড়ে তিন হাজারের বেশি লাইক পড়েছে। এছাড়া ফেসবুকে শেয়ার হয়েছে ৯১৭ বার।

চল্লিশ পেরোনোর পরও এমন শারীরিক গড়ন ও ফিটনেস ধরে রাখতে পারায় অনেকে জয়া আহসানের প্রশংসা করেছেন।

পাঁচবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত সেরা অভিনেত্রী জয়া আহসানকে নারীদের জন্য অনুপ্রেরণা মনে করেন অনেক ভক্ত।

গতকাল (১০ নভেম্বর) রাতে আরও কয়েকটি ছবি শেয়ার করে জয়া আহসান লিখেছেন, ‘চারপাশের নীরবতাকে জড়িয়ে নিন এবং প্রশান্ত থাকুন।’ তার এই পোস্টে ফেসবুকে ৭২ হাজারের বেশি ও ইনস্টাগ্রামে ৮২ হাজারের বেশি লাইক পড়েছে। ফেসবুকে এটি শেয়ার হয়েছে ৮১৫ বার।

সবশেষ মাহমুদ দিদার পরিচালিত ‘বিউটি সার্কাস’ সিনেমার মাধ্যমে জয়া আহসানকে বড় পর্দায় দেখা গেছে।

জয়া আহসানের নতুন সিনেমা নূরুল আলম আতিক পরিচালিত ‘পেয়ারার সুবাস’ মুক্তি পেতে পারে আগামী বছরের জানুয়ারিতে। এর গল্প বৈবাহিক জীবন নিয়ে সাজানো হয়েছে।

জয়া আহসানের নতুন আরেক সিনেমা পিপলু আর খান পরিচালিত ‘জয়া আর শারমিন’ মুক্তির অপেক্ষায় আছে। এতে তাকে দেখা যাবে জয়া চরিত্রে। শারমিনের ভূমিকায় আছেন থিয়েটারের নাট্যশিল্পী মহসিনা আক্তার। এছাড়াও অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী।

কলকাতায় জয়া আহসান অভিনীত কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এরমধ্যে রয়েছে ‘পুতুল নাচের ইতিকথা’, ‘ভূতপরী’, ‘ওসিডি’, ‘কালান্তর’।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
