ওটিটি
‘অদৃশ্য’র ট্রেলারে মাহফুজের অদৃশ্য হওয়া নিয়ে রহস্য

‘অদৃশ্য’ ওয়েব সিরিজে মাহফুজ আহমেদ (ছবি: হইচই)
জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ কিছুদিন আগে বড় পর্দার মাধ্যমে দীর্ঘদিনের বিরতি ভেঙেছেন। এবার তাকে দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে। তার প্রথম ওয়েব সিরিজ ‘অদৃশ্য’র ট্রেলার প্রকাশিত হলো। এতে রয়েছে তার অদৃশ্য হওয়া নিয়ে রহস্য। ফলে সিরিজটির প্রতি দর্শকের প্রত্যাশা বেড়ে গেছে বলা যায়।
গতকাল (২৫ সেপ্টেম্বর) প্রকাশিত ‘অদৃশ্য’র ট্রেলারের শুরুতে দেখা যায়, জীর্ণশীর্ণ একটি জায়গায় বন্দি মাহফুজ আহমেদ। জানালায় হাত চাপড়ে তিনি বলেন, ‘ভাই শুনতেছেন কেউ? আরে আমাকে এখানে আটকে রাখছে।’ তার এই দুর্দশার পেছনে কারা জড়িত? আনিস আহমদের পরিণতি জানাই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

‘অদৃশ্য’ ওয়েব সিরিজে মাহফুজ আহমেদ (ছবি: হইচই)
‘অদৃশ্য’তে স্বনামধন্য ব্যবসায়ী আনিস আহমেদ চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ। গল্পে স্ত্রী তাকে নিয়ে গর্ববোধ করে। এরমধ্যে রাজনীতিতে নাম লেখান তিনি। বাংলাদেশ প্রতিশ্রুতি পার্টি মনোনয়ন দেয় তাকে। ব্যবসায় সাফল্যের শিখরে পৌঁছালেও ব্যক্তিজীবনে স্বস্তিতে নেই তিনি। কারণ তার সন্তান বখে যায়। তাই ছেলেকে কড়া ভাষায় শাসন করেন তিনি। এদিকে আনিসের সাফল্যে তার ব্যবসায়িক অংশীদার ঈর্ষান্বিত হয়। এরমধ্যে সোনিয়া নামের এক তরুণীকে আনিস গায়েব করার হুমকি দেন। মেয়েটি পাল্টা জবাব দেয়, ‘আমাকে গায়েব করার আগে যদি তুমি নিজেই গায়েব হয়ে যাও আনিস?’ পরে সেটাই সত্যি হয়ে যায়! তাকে খুঁজে না পাওয়ায় পুরো শহরে চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়। সবশেষে মাহফুজের কণ্ঠে শোনা যায়, ‘জীবনে সবচেয়ে বড় ঝুঁকি হলো কোনো ঝুঁকি না নেওয়া।’

‘অদৃশ্য’ ওয়েব সিরিজে মাহফুজ আহমেদ (ছবি: হইচই)
নিজের প্রথম ওয়েব সিরিজ প্রসঙ্গে মাহফুজ আহমেদ বলেন, ‘দর্শক আমাকে সম্পূর্ণ নতুন রূপে আবিষ্কার করবেন। এমন চরিত্রে এর আগে আমার অভিনয় করা হয়নি। গল্পটা পুরোপুরি আলাদা। এতে দেখা যাবে, বেঁচে থাকার জন্য বাহ্যিক শক্তির বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি লড়াইটা নিজের মনের বিরুদ্ধেও করতে হয়। আমার বিশ্বাস, রোমাঞ্চকর থ্রিলার সিরিজটি দেখে দর্শকেরা অনেক ধরনের বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলবেন।’

‘অদৃশ্য’ ওয়েব সিরিজে অপি করিম (ছবি: হইচই)
আনিস আহমেদের স্ত্রী রিজওয়ানা আহমেদ চরিত্রে দেখা যাবে অপি করিমকে। চার বছর পর ওটিটির জন্য কাজ করলেন তিনি। এর মাধ্যমে মাহফুজ আহমেদের সঙ্গে অনেকদিন পর আবার অভিনয় করলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। ওটিটিতে এটাই তাদের জুটি হয়ে প্রথম কাজ।

‘অদৃশ্য’ ওয়েব সিরিজে অপি করিম (ছবি: হইচই)
২০১৯ সালে ভারতীয় প্ল্যাটফর্ম হইচইয়ের ‘ঢাকা মেট্রো’ ছিলো অপি করিমের প্রথম ওয়েব সিরিজ। আবার একই ওটিটি প্ল্যাটফর্মের জন্য কাজ করলেন তিনি। তার কথায়, ‘সিরিজটিতে বেশ কয়েকজন প্রতিভাবান অভিনয়শিল্পী আছেন, যাদের আমি খুব পছন্দ করি। তাদের সঙ্গে কাজ করতে পারা নিঃসন্দেহে সম্মানের বিষয়। সিরিজটিতে কী ঘটতে চলেছে, ট্রেলারে একঝলক আছে মাত্র। আশা করি, দর্শকেরা শেষ পর্ব পর্যন্ত সিরিজটি বেশ ভালোভাবেই উপভোগ করবেন।’

‘অদৃশ্য’ ওয়েব সিরিজে নিশাত প্রিয়ম (ছবি: হইচই)
‘অদৃশ্য’তে মাহফুজ ও অপির পাশাপাশি অভিনয় করেছেন শম্পা রেজা, শহীদুজ্জামান সেলিম, সুমন আনোয়ার, নিশাত প্রিয়ম, শাহাদাত হোসেন, মনির আহমেদ শাকিল, পার্থ শেখসহ অনেকে।
‘অদৃশ্য’ পরিচালনা করেছেন শাফায়েত মনসুর রানা। এটাই ওটিটি’র জন্য এই নির্মাতার প্রথম কাজ। ট্রেলার নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘সবার সাড়া পেয়ে আমি অভিভূত। হইচইয়ের সঙ্গে ওটিটিতে আত্মপ্রকাশ করতে পেরে আমি সত্যিই আনন্দিত। সিরিজটিতে এমন একটি গল্প রয়েছে, যা মানুষের মনের গভীরতা এবং মানুষের মনের মধ্যে যে অন্ধকারাচ্ছন্নের বসবাস; তার বাহ্যিক বহিঃপ্রকাশ কিভাবে আমাদের জীবনে প্রতিফলিত হয়ে সামনে দাঁড়ায় তাই দেখা যাবে।’

‘অদৃশ্য’ ওয়েব সিরিজে মাহফুজ আহমেদ (ছবি: হইচই)
হইচইয়ে আগামী ৫ অক্টোবর আসছে ‘অদৃশ্য’। ওটিটি প্ল্যাটফর্মটির আশা, ওয়েব সিরিজটি দর্শকদের সাসপেন্স, থ্রিলার, ড্রামাসহ রোমাঞ্চকর অভিজ্ঞতা দেবে। ফলে তাদের মধ্যে শেষ পর্ব পর্যন্ত এটি দেখার কৌতূহল কাজ করবে। এটি প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওস।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
