Connect with us

ঢালিউড

‘অন্তর্যামী’ হয়ে ফিরছেন মাহিয়া মাহি

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

মাহিয়া মাহি (ছবি: ফেসবুক)

চিত্রনায়িকা মাহিয়া মাহি বড় পর্দায় ফিরছেন। তার নতুন সিনেমার নাম ‘অন্তর্যামী’। এতে তার পাশাপাশি মুখ্য চরিত্রে থাকছে ৯ বছরেরশিশুশিল্পী মাবশু। তাদের ঘিরেই সিনেমার গল্প। সিনেমাটি পরিচালনা করবেন সৈকত নাসির।

‘অন্তর্যামী’ প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়ার স্বত্বাধিকারী আব্দুল আজিজ। তিনি সিনেমাটির প্রচারণামূলক পোস্টার প্রকাশ করেছেন। এতে ইংরেজিতে লেখা, ‘সে ফিরে এসেছে। সে সহজাতভাবে অন্যের মনের কথা জানে। তাকে কোনো কিছুতে যদি জোর করা হয়, তাহলে সে বিনাশ করতে প্রস্তুত।’

‘অন্তর্যামী’ সিনেমার প্রচারণামূলক পোস্টার (ছবি: জাজ মাল্টিমিডিয়া)

পোস্টারে দেখা যাচ্ছে, টুপি মাথায় লাল লিপস্টিক মাখা এক তরুণীর হাতে পিস্তল। নিচে একটি মেয়ে ব্যাগ কাঁধে চলে যাচ্ছে। পোস্টারে উল্লেখ আছে, ২০২৬ সালে মুক্তি পাবে সিনেমাটি।

২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত মাহিয়া মাহির ‘অগ্নি ২’ সিনেমার পরের গল্প হিসেবে তৈরি হচ্ছে ‘অন্তর্যামী’। তবে আব্দুল আজিজ বলেন, “নতুন সিনেমাটি ‘অগ্নি’র মতো নয়। কারণ ‘অগ্নি’ হলো প্রতিশোধের গল্প । আর ‘অন্তর্যামী’ হলো সারভাইবাল স্টোরি । তবে ‘অগ্নি’র চেয়ে ভয়ঙ্কর ও বেশি অ্যাকশন থাকবে এতে।”

মাহিয়া মাহি (ছবি: ফেসবুক)

বাংলাদেশ, থাইল্যান্ড ও আমেরিকায় ‘অন্তর্যামী’র শুটিং হবে। নৃত্য পরিচালনায় বাবা যাদব, মারপিট দৃশ্যে কাজ করবে জাইকা স্টান্ট। প্রযোজক আব্দুল আজিজ জানিয়েছেন, ‘অন্তর্যামী’ একটি লেডি অ্যাকশন সিনেমা। এতে কোনও নায়ক থাকছে না।

মাহিয়া মাহি (ছবি: ফেসবুক)

এদিকে মাহি কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দেড় বছর আগে রাজনীতিবিদ রাকিব সরকারের সঙ্গে তার আনুষ্ঠানিকভাবে বিয়েবিচ্ছেদ হয়েছে। গতকাল (১৪ অক্টোবর) স্বামী ও সন্তানের সঙ্গে তোলা দুটি স্থিরচিত্র হঠাৎ সোশ্যাল মিডিয়ায় ভালোবাসার ইমোজি জুড়ে দিয়ে পোস্ট করেছেন নায়িকা। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘মাশ আল্লাহ।’ তার ঠিক এক ঘণ্টা আগে একই স্থিরচিত্র পোস্ট করেন রাকিব সরকার। অল্প সময়ের ব্যবধানে তাদের স্থিরচিত্র পোস্ট করা নিয়ে রহস্য তৈরি হয়েছে। ঘনিষ্ঠজনদের কেউ কেউ জানিয়েছেন, মাহিয়া মাহি ও রাকিব সরকার ফের এক হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ