ঢালিউড
ক্ষোভ ঝাড়লেন বুবলী, অপুর দিকেই ইঙ্গিত

শবনম বুবলী (ছবি: ফেসবুক)
চিত্রনায়িকা শবনম বুবলী ক্ষোভ ঝাড়লেন। সোশ্যাল মিডিয়ায় একজন ব্যক্তির কঠোর সমালোচনা করেছেন তিনি। যদিও তার ফেসবুক স্ট্যাটাসে কারো নাম উল্লেখ নেই। তবে তিনি যে চিত্রনায়িকা অপু বিশ্বাসকেই ইঙ্গিত করেছেন তা প্রতিটি কথাতেই স্পষ্ট হয়েছে। কারণ সম্প্রতি বুবলীর নাম না নিয়ে তাকেই পরোক্ষভাবে কটাক্ষ করেছেন অপু।
ফেসবুক স্ট্যাটাসের শুরুতে বুবলীর হুঁশিয়ারি, ‘আমি একটি কথা স্পষ্ট করে বলে দিতে চাই, কারো নোংরা ব্যক্তি স্বার্থ উদ্ধারে আমাকে নিয়ে বা আমার ব্যক্তিজীবন নিয়ে কেউ কোনো বেফাঁস মন্তব্য করলে বা কোনো ইঙ্গিতপূর্ণ কথা বলার চেষ্টা করলে তার বা তাদের বিরুদ্ধে আমি দেশের প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো। কারণ আমি দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। কিছুদিন পরপর যে ব্যক্তি এসব নোংরা খেলা শুরু করে বা যাদের দিয়ে করায় তাদের সমস্ত কিছু সোশ্যাল মিডিয়া, পত্রিকা ও ইউটিউবে রয়েছে, যা এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডকুমেন্ট হিসেবে যথেষ্ট। এসব নোংরামি পাত্তা দেওয়ার রুচি থাকে না বলেই কথা বলা হয় না। কিন্তু চুপ থাকাকে যদি সে বা তারা সুযোগ পাওয়া মনে করে তাহলে তা হবে তাদের চরম ভুল।’
বুবলী আরো লিখেছেন, ‘আশেপাশে হাজার কিছু হলেও দিন শেষে আমাকে নিয়েই এসব ব্যক্তির ব্যস্ততা, এমনকি নাওয়া-খাওয়া সব ভরে থাকে আমার চিন্তায়। এদের উত্তর দিতেও রুচিতে বাধে।’

অপু বিশ্বাস (ছবি: ফেসবুক)
সম্প্রতি একটি গণমাধ্যমে বুবলীকে ইঙ্গিত করে অপু বিশ্বাস বলেন, ‘আমার পারিবারিক শিক্ষা মানুষকে সম্মান দেওয়া, কারো ক্ষতি করা নয়। সেটাই করার চেষ্টা থাকে আমার।’
এর উত্তর দিতেই যেন বুবলী লিখেছেন, ‘আমার পারিবারিক শিক্ষা আমাকে কখনোই দুইমুখো সাপের আচরণ করতে শেখায়নি, সুবিধাবাদী হতে শেখায়নি, ধর্ম নিয়ে একেকবার একেক মিথ্যা কথা বলে সাধারণ জনগণের আবেগ নিয়ে খেলা করে বোকা বানাতে শেখায়নি, গিরগিটির মতো রঙ বদলাতে শেখায়নি, কাউকে ছুরি মেরে পরক্ষণেই নিজের কোনো সুবিধা হবে ভেবে সেই ছুরি মারা জায়গায় ব্যান্ডেজ করতে শেখায়নি, বিভিন্ন মানুষকে নিয়ে নানান টক শোতে অপমান করে কথা বলে নির্লজ্জের মতো হাসতে শেখায়নি, মানুষকে অসম্মান করতে শেখায়নি, হিংসামী শেখায়নি, কাউকে মিথ্যা অপবাদ দিতে শেখায়নি, কাউকে নানান অপমান করে আবার নিজের স্বার্থে সময় বুঝে প্রশংসা করতে করতে মুখে ফেনা তুলতে শেখায়নি, বাস্তব জীবনেও অভিনয় করতে শেখায়নি। তাই আমি হয়তো আপনাদের অনেকের সঙ্গে ইনিয়ে বিনিয়ে নাটক করতে পারি না। কিন্তু আমি এসব না শিখতে পারার জন্য গর্বিত। কারণ এসব যে পারে সে অনায়াসেই কিংবদন্তি শাবানা ম্যামের মতো এতো সিনিয়র ব্যক্তিত্ব নিয়ে অপমানজনক বেফাঁস মন্তব্য করে বসতে পারে, কঠোর পরিশ্রম করে নিজের মতো এগিয়া যাওয়া নুসরাত ফারিয়াকে নিয়ে অপমান করে কথা বলে মুখটাকে বিশ্রীভাবে ব্যঙ্গ করতে পারে, ভালো মনের মানুষ বর্ষা আপুকে নিয়ে অপমানজনক কথা বলতে পারে, মাস্টারমেকার পরিচালক শ্রদ্ধেয় মালেক আফসারী স্যারকে নিয়ে অপমান করে কথা বলতে পারে, যা কিনা রীতিমতো তার পারিবারিক শিক্ষাকেই উপস্থাপন করে, এজন্যই বলে ব্যবহারেই বংশের পরিচয়।’

অপু বিশ্বাস (ছবি: ফেসবুক)
শাবানা, নুসরাত ফারিয়া, বর্ষা, মালেক আফসারীকে নিয়ে বিভিন্ন সময়ে মন্তব্য করেছেন অপু বিশ্বাস। ফলে বুবলী যে তাকেই ইঙ্গিত করেছেন তা পরিষ্কার।
সম্প্রতি একটি গণমাধ্যমে বুবলীকে ইঙ্গিত করে অপু বিশ্বাস আরো বলেন, ‘আমার সন্তানের তো বোঝার বয়স হয়ে গেছে। এখন জয়ের বয়সীরা অনলাইনে লেখাপড়া করে। আমি নাম বলবো না, একজন তো একটা ভিডিও ছেড়েছেন। জয়ও সেই ভিডিও দেখেছে। সুতরাং এসব ভিডিওতে তার ওপরও তো প্রভাব পড়তে পারে। কিন্তু আমি তো সেই কাজটি করবো না। আমি আমার সন্তানকে সঠিক পথে একজন মানবিক মানুষ হিসেবে গড়ে তুলবো।’

শবনম বুবলী (ছবি: ফেসবুক)
অপুর এই মন্তব্যে জবাব দিয়েছেন বুবলী, ‘কত বাজে নিচু মানসিকতার হলে সে একজন নিষ্পাপ বাচ্চাকেও কটূক্তি করতে ছাড়েনি, কিছুদিন আগে ইঙ্গিতপূর্ণভাবে আমার সন্তানকে নিয়ে ক্যামেরার সামনে বাদরের মতো মুখ ভেংচি কেটে বাজে মন্তব্য করতে ছাড়েনি। আমি মা হিসেবে ভালোবেসে আমার সন্তানকে নিয়ে কী করবো বা আমার সন্তানের ভালোর জন্য কী করবো সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। এসব নিয়ে কথা বলার আপনি কে?’

শবনম বুবলী (ছবি: ফেসবুক)
সবশেষে বুবলী লিখেছেন, ‘সারাক্ষণ নানান মিথ্যা বানোয়াট উস্কানিমূলক ব্যক্তি বিষয়ে কথা বলে অথচ পরে আবার বলবে সে ব্যক্তি বিষয়ে কথা বলে না, সারাক্ষণ মানুষকে ছোট করে কথা বলবে, কিন্তু পরে বলবে সে মানুষকে ছোট করে কথা বলে না! কী অদ্ভুত! একেক সময় একেক রঙ ধারণ করে মানুষকে ধোঁকা দেওয়ার নগ্ন খেলা এসব বহুরূপী সস্তা মানসিকতার ব্যক্তিই পারে। লজ্জাজনক!’

শাকিব খান ও শবনম বুবলী (ছবি: ফেসবুক)
চিত্রনায়ক শাকিব খানকে কেন্দ্র করেই অপু বিশ্বাস ও শবনম বুবলীর মধ্যে দ্বন্দ্ব চলছে। কারণ দুই নায়িকাই তার সঙ্গে বিয়ের বন্ধনে জড়িয়েছেন। যদিও অপুর সঙ্গে ২০১৮ সালে শাকিবের বিচ্ছেদ হয়। সেই বছর বুবলীর সঙ্গে ঘর বেঁধেছেন শাকিব। দুই সংসারে তার দুই ছেলে আছে। তারা হলো আব্রাম খান জয় ও শেহজাদ খান বীর।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
