নাটক
অপূর্বর বাবা মারা গেছেন

‘আমার বাবা কিছুক্ষণ আগে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন’- সামাজিক যোগাযোগমাধ্যমে শুক্রবার (১৫ এপ্রিল) দুপুর ১২টা ১০ মিনিটে বাবা ওমর ফারুকের মৃত্যুর খবর জানিয়েছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। আজ সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন অপূর্বর বাবা। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার দিবাগত রাতে উত্তরায় নিজ বাসায় ঘুমের মধ্যে মারা গেছেন তিনি। আজ সকালে ডাকাডাকির পরও কোনো সাড়া না দেওয়ায় চিকিৎসককে খবর দেওয়া হয়। চিকিৎসক এসে সকালের দিকে তাকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার দুপুর ১টা ১০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যমে অপূর্ব উল্লেখ করেন, ‘আমার বাবার জানাজা আজ বাদ আসর ইকবাল রোড বাইতুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হবে এবং জানাজার পর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।’
অপূর্বর বাবার আত্মার শান্তি কামনা করেছেন তারকারা। সামাজিক যোগাযোগমাধ্যমে সমবেদনা জানিয়েছেন অভিনয়শিল্পী মৌসুমী হামিদ, তৌসিফ মাহবুব, সাবিলা নূর, তাসনিয়া ফারিনসহ অনেকে।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস