হলিউড
‘অবশেষে বাড়ি যাচ্ছি, প্রায় তিন বছর পর’

প্রিয়াঙ্কা চোপড়া (ছবি: ইনস্টাগ্রাম)
অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া প্রায় তিন বছর পর ভারতে ফিরছেন। করোনা মহামারি এবং লকডাউনের কারণে নিজের দেশে অনেকদিন আসা হয়নি তার।
কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে স্বামী নিক জোনাসের বাড়িতে থাকছেন প্রিয়াঙ্কা। চলতি বছরের শুরুর দিকে সারোগেসির মাধ্যমে তারা কন্যাসন্তানের মুখ দেখেন। মেয়েটির নাম মালতি মারি চোপড়া। তবে এখনো মেয়ের ছবি প্রকাশ করেননি তিনি।

নিক জোনাস ও মেয়ের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া (ছবি: ইনস্টাগ্রাম)
সন্তানকে নিয়ে ব্যস্ত থাকায় করোনা বিধিনিষেধ শিথিল হয়ে গেলেও ভারতে ফিরতে কয়েক মাস অপেক্ষা করতে হলো ৪০ বছর বয়সী এই তারকাকে।
গত সপ্তাহে লস অ্যাঞ্জেলেসে দিওয়ালি উদযাপন করেন প্রিয়াঙ্কা। অবশেষে মেয়েকে নিয়ে মুম্বাইয়ে ফেরার প্রস্তুতি শেষ করতে পেরেছেন তিনি। এবারই প্রথম সন্তান নিয়ে নিজের শহরে থাকবেন জনপ্রিয় এই তারকা।

মেয়ের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া (ছবি: ইনস্টাগ্রাম)
দেশে আসার পথে এমিরেটস এয়ারলাইনের একটি ফ্লাইটের বোর্ডিং পাসের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে প্রিয়াঙ্কা বলেন, ‘অবশেষে… বাড়ি যাচ্ছি। প্রায় তিন বছর পর।’

প্রিয়াঙ্কা চোপড়া (ছবি: ইনস্টাগ্রাম)
গত এপ্রিলে ভারতে ফেরার কথা ছিলো প্রিয়াঙ্কা চোপড়ার। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘প্রতি রাতেই মনে মনে ছুটি কাটাই। ভারতে ফিরতে আর তর সইছে না আমার। ভারতের প্রতিটি রাজ্যের ভাষা ও পড়াশোনায় স্বকীয়তা রয়েছে। ফলে বর্ণমালা, পোশাক, সাজগোজ, খাবার এবং ছুটির দিনে বৈচিত্র্য পাওয়া যায়। তাই প্রতিবার ভারত সীমান্ত অতিক্রম করা অনেকটা নতুন দেশে যাওয়ার মতো। যখনই বাড়ি ফিরি, বেড়ানোর জন্য হাতে সময় রাখি।’

প্রিয়াঙ্কা চোপড়া (ছবি: ইনস্টাগ্রাম)
প্রিয়াঙ্কা চোপড়া সম্প্রতি ‘এন্ডিং থিংস’ সিনেমার কাজ শেষ করেছেন। এতে আরও আছেন ‘ক্যাপ্টেন আমেরিকা’ তারকা অ্যান্থনি ম্যাকি। এছাড়া গায়িকা-অভিনেত্রী সেলিন ডিওনের সঙ্গে ‘ইটস অল কামিং ব্যাক টু মি’ সিনেমায় অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। তাকে রিচার্ড ম্যাডেনের সঙ্গে দেখা যাবে রুশো ভ্রাতৃদ্বয়ের ‘সিটাডেল’ ওয়েব সিরিজে। এটি মুক্তি পাবে অ্যামাজন প্রাইম ভিডিওতে।

‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশন্স’ সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়া
প্রিয়াঙ্কা চোপড়াকে সবশেষ হলিউডের ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশন্স’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় দেখা গেছে। এর আগে নেটফ্লিক্সে এসেছে ‘দ্য হোয়াইট টাইগার’। রামিন বাহরানির পরিচালনায় এই সিনেমায় আরও অভিনয় করেন আদর্শ গৌরব ও রাজকুমার রাও।

প্রিয়াঙ্কা চোপড়া (ছবি: ইনস্টাগ্রাম)
এদিকে বলিউডে ফারহান আখতারের পরিচালনায় ‘জি লে জারা’ সিনেমায় কাজ করবেন প্রিয়াঙ্কা চোপড়া। এতে আরও থাকবেন ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাট। তার সব কাজই মুক্তি পাবে ২০২৩ সালে।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস