Connect with us

গান বাজনা

অর্ণবের মুখে হাসি, হাতে ‘ভাল্লাগেনা’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘ভাল্লাগেনা’ অ্যালবামের প্রচ্ছদ হাতে সায়ান চৌধুরী অর্ণব (ছবি: ফেসবুক)

শ্রোতাদের বহুদিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। সংগীতশিল্পী সায়ান চৌধুরী অর্ণব নতুন অ্যালবাম বের করছেন। এর নাম রাখা হয়েছে ‘ভাল্লাগেনা’। এটি প্রকাশ হতে যাচ্ছে আগামী ৩০ অক্টোবর। তিনি নিজেই এসব খবর জানিয়েছেন। 

আজ (২৬ অক্টোবর) সোশ্যাল মিডিয়ায় নতুন অ্যালবামের প্রচ্ছদ পোস্ট করে অর্ণব লিখেছেন, “আসছে আমার নতুন অ্যালবাম ‘ভাল্লাগেনা’। অপেক্ষা এই ৩০ তারিখের!”

অর্ণবের ‘ভাল্লাগেনা’ অ্যালবামের প্রচ্ছদ (ছবি: ফেসবুক)

অর্ণবের পোস্টে অনেকে মন্তব্য করেছেন। নির্মাতা আদনান আল রাজীব লিখেছেন, ‘আরে বাহ, কী হাসিখুশি!’ শিল্প নির্দেশক শিহাব নুরুন নবী অভিনন্দন জানিয়েছেন শিল্পীকে।

দানীন সুহানা নামের একজন লিখেছেন, ‘মুখে হাসি, হাতে ভাল্লাগেনা।’ রবিউল হাসান অঙ্কনের অনুভূতিতে, ‘ভাল্লাগেনা’ প্রকাশ হলে ভাল্লাগবে!’

‘ভাল্লাগেনা’ অ্যালবামের প্রচ্ছদ এঁকেছেন অর্ণব নিজেই। এতে একটি চরিত্রকে গিটার হাতে দেখা যাচ্ছে। তবে এতে কয়টি গান থাকবে, এগুলো লিখেছেন কারা কিছুই জানাননি তিনি।

মন্তব্য করতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সিনেমাওয়ালা প্রচ্ছদ