ওয়ার্ল্ড সিনেমা
অস্কারে বাংলাদেশ থেকে গেলো ‘বাড়ির নাম শাহানা’

‘বাড়ির নাম শাহানা’র দৃশ্যে আনান সিদ্দিকা (ছবি: গুপী বাঘা প্রোডাকশন্স)
অস্কারের ৯৮তম আসরে সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য সিনেমা শাখার জন্য বাংলাদেশ থেকে পাঠানো হলো লিসা গাজী পরিচালিত ‘বাড়ির নাম শাহানা’। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ইতিহাসে এবারই প্রথম বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে কোনো নারী পরিচালকের সিনেমা। অস্কারের জন্য ‘বাড়ির নাম শাহানা’কে চূড়ান্ত করেছে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের তত্ত্বাবধানে গঠিত অস্কার বাংলাদেশ কমিটি। আজ (২৭ সেপ্টেম্বর) ঢাকার একটি পাঁচতারকা হোটেলে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস) আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
নিয়ম অনুযায়ী বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের তত্ত্বাবধানে মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে ‘অস্কার বাংলাদেশ কমিটি’ গঠিত হয়। কমিটির অন্য সদস্যরা হলেন– সাংবাদিক ও ফিল্ম ক্রিটিক সাজ্জাদ শরিফ, চিত্রগ্রাহক রাশেদ জামান, প্রযোজক শাহরিন আক্তার সুমি, পরিচালক শাহীন দিল-রিয়াজ ও সিনেমা শিক্ষক এস এম ইমরান হোসেন।
৯৮তম অস্কারের সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য সিনেমা শাখায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার আশায় জমা পড়ে মাকসুদ হোসেন পরিচালিত ‘সাবা’, ‘বাড়ির নাম শাহানা’, আকরাম খানের ‘নকশিকাঁথার জমিন’, শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’ ও মনজুরুল ইসলাম মেঘের ‘ময়না’। গত ২৪ ও ২৫ সেপ্টেম্বর জমা পড়া চলচ্চিত্রগুলোর প্রদর্শনীতে অস্কার কমিটির সদস্যরা যাচাই-বাছাই ও পর্যালোচনা করেন। এরপর চূড়ান্ত হয় গত ১৯ সেপ্টেম্বর মুক্তিপ্রাপ্ত ‘বাড়ির নাম শাহানা’। অস্কারের আয়োজক অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের কাছে এই সিনেমা পাঠিয়েছে বিএফএফএস।

‘বাড়ির নাম শাহানা’র পোস্টারে আনান সিদ্দিকা (ছবি: গুপী বাঘা প্রোডাকশন্স)
দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে গত ১৯ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে নারীকেন্দ্রিক সিনেমা ‘বাড়ির নাম শাহানা’। নিজের লেখা গল্প নিয়ে এটি পরিচালনা করেছেন লিসা গাজী। নব্বই দশকের পটভূমিতে সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমার গল্প দীপা নামের এক নারীকে ঘিরে। কৈশোর পেরোনোর আগেই শাহানা বাড়ির মেয়েটির বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে লড়াই চালিয়ে যায় সে। দীপা চরিত্রে অভিনয় করেছেন লক্ষ্মীট্যারা ব্যান্ডের গায়িকা আনান সিদ্দিকা। তিনি ও লিসা গাজী যৌথভাবে ছবিটির চিত্রনাট্য লিখেছেন।
২০২৩ সালে জিও মামি মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালে ‘জেন্ডার সেন্সিটিভিটি অ্যাওয়ার্ড’ পেয়েছে ‘বাড়ির নাম শাহানা’। এছাড়া লন্ডন, শিকাগো, মেলবোর্ন ও রোমে বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার জিতেছে সিনেমাটি। ‘বাড়ির নাম শাহানা’ যৌথভাবে প্রযোজনা করেছে গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড ও লন্ডনভিত্তিক শিল্পসংগঠন কমলা কালেক্টিভ।

‘বাড়ির নাম শাহানা’র দৃশ্যে আনান সিদ্দিকা (ছবি: গুপী বাঘা প্রোডাকশন্স)
চলতি বছরের ১৬ ডিসেম্বর ৯৮তম অস্কারের সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য সিনেমাসহ কয়েকটি শাখার সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করবে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। ২০২৬ সালের ২২ জানুয়ারি ঘোষণা করা হবে চূড়ান্ত মনোনয়ন তালিকা। আগামী বছরের ১৫ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে ২৪টি শাখায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম সেগুলোর একটি।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস