হলিউড
‘অ্যাভাটার’ সিক্যুয়েলের চোখধাঁধানো দেড় মিনিট
বিশ্বের সর্বকালের সবচেয়ে লাভজনক সিনেমা ‘অ্যাভাটার’ মুক্তির ১৩ বছর পেরোতে চললো। অবশেষে এর বহুল প্রতীক্ষিত সিক্যুয়েলের টিজার ট্রেলার প্রকাশ্যে এলো। বিশ্বখ্যাত পরিচালক জেমস ক্যামেরনের সিনেমাটির নাম ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। তার সঙ্গে মিলে এটি প্রযোজনা করেছেন জন ল্যান্ডাউ।
‘অ্যাভাটার’ যেখানে শেষ হয়েছিলো, নতুন সিনেমার গল্প সেখান থেকে শুরু হবে। প্রধান দুই চরিত্র জ্যাক সালি ও নিতিরি পরিবেশবান্ধব প্যান্ডোরা গ্রহে সুখে-শান্তিতে বসবাস করছে। তারা এখন নীল বালকের গর্বিত বাবা-মা। তবে প্যান্ডোরায় অশান্তি ফিরিয়ে আনে মানুষ। একপর্যায়ে নাভি প্রজাতি ও মানুষের মধ্যে দেখা দেয় নতুন সংঘর্ষ।

‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ সিনেমার পোস্টার (ছবি: ফেসবুক)
পৃথিবীর মতো বাসযোগ্য প্যান্ডোরা গ্রহের সমুদ্র তলদেশকে এবারের সিনেমায় প্রাধান্য দেওয়ার আভাস মিলেছে ১ মিনিট ৩৭ সেকেন্ড ব্যাপ্তির টিজারে। চোখধাঁধানো কিছু দৃশ্য নিয়ে সাজানো হয়েছে এটি। এবারের গল্প পরিবারকেন্দ্রিক। তাই টিজারে জ্যাক সালিকে বলতে শোনা গেছে, ‘একটা বিষয় আমি জানি, আমরা যেখানেই যাই না কেনো, পরিবারই আমাদের দুর্গ।’
‘অ্যাভাটার’ সিনেমার বেশ কয়েকজন অভিনয়শিল্পী সিক্যুয়েলে ফিরছেন। জ্যাক সালির ভূমিকায় স্যাম ওর্থিংটন এবং নিতিরি হিসেবে যথারীতি থাকছেন জোয়ি সালডানা। সিগর্নি উইভার ফিরবেন নতুন চরিত্রে। কর্নেল মাইলস কোয়ারিচ হিসেবে ফের দেখা দেবেন স্টিফেন ল্যাং। এছাড়া যুক্ত হয়েছেন কেট উইন্সলেট, ভিন ডিজেল, মিশেল ইও এবং উনা চ্যাপলিন।

‘অ্যাভাটার টু’ সিনেমার দৃশ্য (ছবি: টুইটার)
পরিচালক জেমস ক্যামেরন প্রাথমিকভাবে ২০১৪ সালে সিক্যুয়েলটি মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে বলে জানিয়েছিলেন। এরপর সাতবার এর মুক্তি পিছিয়েছে।
টোয়েন্টিয়েথ সেঞ্চুরি স্টুডিওসের পরিবেশনায় চলতি বছরের ১৬ ডিসেম্বর মুক্তি পাবে ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। এর পরের পর্ব আসবে ২০২৪ সালে। ২০২০ সালেই দুটি কিস্তিরই শুটিং শেষ হয়। এছাড়া ‘অ্যাভাটার’-এর আরও দুটি পর্ব মুক্তি পাবে ২০২৬ ও ২০২৮ সালে।
‘অ্যাভাটার টু’ সিনেমার দৃশ্য (ছবি: টুইটার)
২০০৯ সালের ১৮ ডিসেম্বর মুক্তির পর যুক্তরাষ্ট্রের সিনেমা হলে টানা ১০ মাস অভূতপূর্ব ব্যবসায়িক সাফল্য পায় ‘অ্যাভাটার’। ২০১৯ সালে এর আয়কে ছাড়িয়ে গিয়েছিলো মারভেল স্টুডিওসের ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’।
গত বছর চীনে নতুনভাবে মুক্তির পর সর্বকালের সবচেয়ে লাভজনক সিনেমার তালিকায় ফের শীর্ষে উঠে আসে ‘অ্যাভাটার’। এটি মোট আয় করেছে ২ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার (২৪ হাজার ৩০৫ কোটি ৩৫ লাখ ৫২ হাজার টাকা)।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
