Connect with us

ওটিটি

‘আতকা’ ওয়েব সিরিজে নজর কেড়েছে আরশ-সুনেরাহ জুটি

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘আতকা’র দৃশ্যে আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল (ছবি: চরকি)

ইদানীং এ প্রজন্মের অভিনেতা আরশ খান ও অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল একসঙ্গে বেশ কিছু কাজ করেছেন। পর্দার বাইরে তারা ভালো বন্ধু। এবার ওটিটিতে জুটি বাঁধলেন এই দুই তারকা। তাদের অভিনীত ওয়েব সিরিজ ‘আতকা’ দর্শকদের ভালো লেগেছে। আরশ-সুনেরাহ জুটির রসায়ন দেখে মুগ্ধ হয়েছেন অনেকে। দু’জনের পারস্পরিক বোঝাপড়া ও সাবলীল অভিনয় আলাদাভাবে দর্শকদের নজর কেড়েছে। বিশেষ করে তাদের চরিত্র দুটির আবেগ, ভয় ও হালকা কমেডির মুহূর্তগুলো বেশ প্রাণবন্ত।

গত ১৪ জানুয়ারি দিবাগত রাত ১২টায় (১৫ জানুয়ারি, ২০২৬) ওটিটি প্ল্যাটফর্ম চরকি’তে মুক্তি পেয়েছে ‘আতকা’। এটি নতুন বছরের প্রথম সিরিজ। একটি পরিবারকে কেন্দ্র করে হরর, কমেডি, ড্রামা ও রোম্যান্সে ভরপুর গল্পে ডালপালা মেলেছে কিছু টুইস্ট। এতে আরশ খানের চরিত্রের নাম ফায়াজ। সে বিদেশ থেকে দেশে একেবারে চলে এসে সেলুন খুলতে চায়। কিন্তু তার পরিবার সমর্থন দিচ্ছে না। ‘আতকা’র মাধ্যমে  আরশ খান প্রথমবার চরকি’র কোনো কনটেন্টে কাজ করলেন। সুনেরাহকে দেখা গেছে চুমকি চরিত্রে।

রাবা খান ও আরাফাত মহসীন নিধি (ছবি: চরকি)

ইনফ্লুয়েন্সার. লেখক ও কণ্ঠশিল্পী রাবা খানের গল্প, চিত্রনাট্য ও সংলাপে ‘আতকা’ পরিচালনা করেছেন সংগীত পরিচালক আরাফাত মহসীন নিধি। গল্পকার ও নির্মাতা হিসেবে এটি তাদের প্রথম ওয়েব সিরিজ। ‘আতকা’ আসলে কী? রাবা ও নিধি বলেন, ‘এ শব্দের অর্থ আচমকা। লোকাল শব্দটি আমরা প্রায়ই ব্যবহার করি।’

(বাঁ থেকে) সোহেল মণ্ডল, ফারিহা রহমান, রোজী সিদ্দিকী, সুনেরাহ বিনতে কামাল ও আরশ খান (ছবি: চরকি)

শুটিংয়ের সময় ‘আতকা’র নাম ছিলো ‘নাপিত গল্প’। এ প্রসঙ্গে রাবা খান বলেন, “সিরিজের চূড়ান্ত নাম কী হবে, সেটা নিয়ে একদিন আমি আর নিধি ফোনে কথা বলছিলাম। ওই আলোচনার মধ্যে কয়েকবার ‘আতকা’ শব্দটি ব্যবহার করে নিধি। তখন আমাদের মনে হয়েছে এই নাম রাখা যেতে পারে। আমরা শব্দটা প্রায়ই ব্যবহার করি। অনেক আলোচনা ও যুক্তির পর আমরা এই নাম চূড়ান্ত করি।”

‘আতকা’র দৃশ্যে আরশ খান, সুনেরাহ বিনতে কামাল ও ফারিহা রহমান (ছবি: চরকি)

২০২৩ সালে নিধি ও রাবার মাথায় আসে ‘আতকা’র গল্প। তারা বলেন, ‘আমরা ফ্যামিলি ড্রামা করতে চেয়েছিলাম। এর সঙ্গে টুইস্ট হিসেবে যুক্ত হয়েছে অনেক ডালপালা।’

‘আতকা’র গল্পের কেন্দ্রবিন্দু রহমান পরিবারের সদস্য হিসেবে পর্দায় এসেছেন নবীন-প্রবীণ শিল্পীরা। তারা হলেন– আবুল হায়াত, রোজী সিদ্দিকী, সোহেল মণ্ডল, সাবেরী আলম, মৌসুমী নাগ, তুষার খান, ফারিহা রহমান।

শুটিংয়ের অভিজ্ঞতা চমৎকার জানিয়ে আরশ খান বলেন, ‘আমার জন্য চ্যালেঞ্জ ছিলো দাদার সঙ্গে (আবুল হায়াত) প্রথম দৃশ্য। তাকে সবসময় টিভিতে দেখেছি। সেই দৃশ্য কীভাবে করবো ভেবে আগের রাতে জ্বর চলে এসেছিলো!’

(বাঁ থেকে) সোহেল মণ্ডল, রোজী সিদ্দিকী, মৌসুমী নাগ, আবুল হায়াত, রাবা খান, আরশ খান, সুনেরাহ বিনতে কামাল, সাবেরী আলম ও ফারিহা রহমান (ছবি: চরকি)

রোজী সিদ্দিকী বলেন, “অনেকদিন পর আমরা কিছু পুরনো মানুষ একসঙ্গে হতে পেরেছি। এতো হাসাহাসি করেছি যে, নির্মাতা বলতে বাধ্য হয়েছেন– ‘আপনারা প্লিজ হাসি থামান, আমাকে দৃশ্য টেক করতে দেন।’ ছোটদের সঙ্গেই মজা করেছি। ওরা (ছোটরা) বুঝতে পেরেছে, বড়রা কী পরিমাণ রসিক হতে পারে।”

নবীনদের প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘যেকোনো চরিত্রে অভিনয় করাটাই কঠিন। আর নতুনদের সঙ্গে কাজ করা আরো কঠিন, কারণ ওরা আমাদের চেয়ে অনেক ভালো অভিনয় করে।’

‘আতকা’র দৃশ্যে (বাঁ থেকে) রোজী সিদ্দিকী, তুষার খান, মৌসুমী নাগ, সাবেরী আলম, আজম খান ও আবুল হায়াত (ছবি: চরকি)

আরাফাত মহসীন নিধি বলেন, “আমার ইচ্ছা ছিলো মাল্টি-কাস্টিং নিয়ে কাজ করার। আমার ছোটবেলায় যাদের দেখেছি, তাদের কেনো সিনেমা কিংবা ওটিটিতে পাচ্ছি না, সেটা আমরা একটা চিন্তা ছিলো। তাই যখন ফ্যামিলি গল্প নিয়ে কাজ শুরু করলাম, আমরা চেয়েছিলাম এরকম একটা কাস্ট নিয়ে কাজ করার। যাদের চেয়েছি, তাদের পেয়েছি বলতে পারেন এবং মজার বিষয় হলো তাদের সঙ্গে আমার আগের কোনো যোগাযোগ ছিলো না। আমি লাকি যে সবাই আমার কাজে ‘হ্যাঁ’ বলেছেন।”

‘আতকা’য় আরো অভিনয় করেছেন মুকুল সিরাজ, সুমন আনোয়ার, তন্ময় পারভেজ, দুর্জয়, আলিফ খান, ফারদীন খান, ফাহাদ রিয়াজ খান, ডালিয়া, আবু নায়েম।

‘আতকা’র পোস্টার (ছবি: চরকি)

ওয়েব সিরিজের গল্প লেখার পাশাপাশি ‘আতকা’য় প্রথমবার গান গেয়েছেন রাবা খান। গত ১৩ জানুয়ারি রাতে ইউটিউবে চরকি চ্যানেলে প্রকাশিত হয়েছে তার ও নিলয় আহমেদের গাওয়া ‘হায় মন’ শিরোনামের গানটি। আরাফাত মহসীন নিধির সুর-সংগীতে রোমান্টিক ধাঁচের এই গানে আরশ ও সুনেরাহ জুটিকে দেখা গেছে। এর কথা লিখেছেন তন্ময় পারভেজ।

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, “নতুন বছরে চরকির প্রথম কনটেন্টে সবাই যেন পারিবারিক গল্প পায়, একটু আনন্দ করতে পারে ও একটু হরর আমেজ পায়, সেই ভাবনা থেকেই ‘আতকা’ উপহার দিলাম আমরা। ”

সিনেমাওয়ালা প্রচ্ছদ