টেলিভিশন
‘আনন্দমেলা’য় শাকিব, তিশার সঙ্গে ১০ বছর পর

‘আনন্দমেলা’য় নুসরাত ইমরোজ তিশা ও শাকিব খান (ছবি: বিটিভি)
ঢালিউড সুপারস্টার শাকিব খান প্রথমবার বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ‘আনন্দমেলা’য় হাজির হলেন। ঈদুল আজহা উপলক্ষে নির্মিত এই ম্যাগাজিন অনুষ্ঠানে তার জমকালো পারফরম্যান্স দেখা যাবে। নিজের অভিনীত ‘তুফান’ (২০২৪) সিনেমার গানের তালে নেচেছেন তিনি। তার সঙ্গে মঞ্চে ছিলেন একঝাঁক নৃত্যশিল্পী।
এবারের ‘আনন্দমেলা’ সঞ্চালনা করেছেন অভিনেত্রী-প্রযোজক নুসরাত ইমরোজ তিশা। তার সঙ্গে আড্ডা দিয়েছেন শাকিব। ২০১৫ সালে শামীম আহমেদ রনি পরিচালিত ‘মেন্টাল’ সিনেমায় জুটি বাঁধেন তারা। এরপর আর তাদের একসঙ্গে দেখা যায়নি। ‘আনন্দমেলা’র মাধ্যমে দীর্ঘ ১০ বছর পর এই দুই তারকা আবার একফ্রেমে এলেন।

‘আনন্দমেলা’য় শাকিব খান (ছবি: বিটিভি)

‘আনন্দমেলা’য় শাকিব খান (ছবি: বিটিভি)
‘আনন্দমেলা’য় শাকিবের পাশাপাশি থাকছে কয়েকটি চমক। সিনেমার গান ও ফোক গানের তালে নেচেছেন চিত্রনায়িকা পূজা চেরি ও প্রার্থনা ফারদিন দীঘি। ‘ওহে শ্যাম’, ‘প্রেমের বাক্স’ ও ‘দয়াল’ গান তিনটির কোলাজে নৃত্য পরিবেশন করেছেন পূজা চেরি। অন্যদিকে ‘মিলন হবে কতোদিনে’, ‘নেশা লাগিলো রে’ ও ‘সোহাগ চাঁদ বদনি’ গানগুলোর সঙ্গে রয়েছে দীঘির নাচ।

(বাঁ থেকে) সামিরা খান মাহি, আনিকা কবির শখ ও মীম চৌধুরী (ছবি: বিটিভি)

(বাঁ থেকে) সামিরা খান মাহি, আনিকা কবির শখ ও মীম চৌধুরী (ছবি: বিটিভি)

(বাঁ থেকে) সামিরা খান মাহি, আনিকা কবির শখ ও মীম চৌধুরী (ছবি: বিটিভি)
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টি করা অনবদ্য তিন চরিত্র নূরজাহান, লাইলি ও চাঁদ সুলতানাকে নিয়ে তিন মডেল-অভিনেত্রী নৃত্য পরিবেশন করেছেন। এরমধ্যে ‘চাঁদের কন্যা চাঁদ সুলতানা’ গানে আনিকা কবির শখ, ‘নূরজাহান নূরজাহান সিন্ধু নদীতে ভেসে এলে’ গানের তালে সামিরা খান মাহি ও ‘লাইলি তোমার এসেছে ফিরিয়া’ গানের সঙ্গে নেচেছেন মীম চৌধুরী। এছাড়া নজরুলের আরেক কালজয়ী সৃষ্টি ‘আমি পূরব দেশের পুরনারী’ গানের সঙ্গে রয়েছে এই তিন তারকার দলীয় নৃত্য।

‘আনন্দমেলা’য় প্রার্থনা ফারদিন দীঘি (ছবি: বিটিভি)

‘আনন্দমেলা’য় প্রার্থনা ফারদিন দীঘি (ছবি: বিটিভি)
অনুষ্ঠানের আরেক চমক বরেণ্য কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের কণ্ঠে ‘আমি রজনীগন্ধা ফুলের মতো’ গানটির পরিবেশনা। এছাড়া সংগীত পরিবেশন করেছে ওয়ারফেজ ব্যান্ড।

‘আনন্দমেলা’য় সাবিনা ইয়াসমিন (ছবি: বিটিভি)
ক্রীড়াঙ্গনের তারকারা একটি গেম শোতে অংশ নিয়েছেন। তারা হলেন জাতীয় দলের সাবেক ফুটবলার সাব্বির আহমেদ, নারী ক্রিকেট দলের ব্যাটার শারমিন আক্তার সুপ্তা ও আন্তর্জাতিক পদকপ্রাপ্ত আর্চার বন্যা আক্তার।

‘আনন্দমেলা’য় ইন্তেখাব দিনার ও নুসরাত ইমরোজ তিশা (ছবি: বিটিভি)
গরুর হাট নিয়ে থাকছে আবু হেনা রনির কৌতুক পরিবেশনা। এছাড়া গুজব, গরুর হাট, গ্রীষ্মকালীন ফল ও টেলিফোন বিষয়ে চারটি মজার নাটিকায় অভিনয় করেছেন জিল্লুর রহমান, কচি খন্দকার, সোহেল খান, সুভাশিষ ভৌমিক, শাহীন আলম, এবিএম আজাদ, মেহেদি হাসান তরু ও শৈলী। অনুষ্ঠানের শুটিংয়ে উপস্থিত দর্শকরা একটি বিশেষ পর্বে অংশ নেন।

‘আনন্দমেলা’য় শাকিব খান (ছবি: বিটিভি)
নুসরাত ইমরোজ তিশার পাশাপাশি ‘আনন্দমেলা’ সঞ্চালনা করেছেন ইন্তেখাব দিনার। বিটিভিতে ঈদের দিন রাত ১০টায় প্রচার হবে অনুষ্ঠানটি। প্রযোজনায় সাহারিয়ার মোহাম্মদ হাসান, হাসান রিয়াদ ও মামুন মাহমুদ।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
