টেলিভিশন
আনন্দ উচ্ছ্বাসে চ্যানেল আই সাতাশে, পর্দাজুড়ে বর্ণিল আয়োজন

চ্যানেল আই ২৭ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা পর্ব (ছবি: চ্যানেল আই)
পথচলার ২৬ বছর পেরিয়ে আজ (১ অক্টোবর) ২৭-এ পা রাখলো চ্যানেল আই। ২৭ বছরে এসে বেসরকারি এই চ্যানেলের স্লোগান রাখা হয়েছে ‘আনন্দ উচ্ছ্বাসে চ্যানেল আই সাতাশে’। সকালে ঢাকার তেজগাঁওয়ে চ্যানেল আই প্রাঙ্গণে জন্মদিনের কেক কাটা পর্বে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, পরিচালক মুকিত মজুমদার বাবু ও জহিরউদ্দিন মাহমুদ মামুন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজসহ চ্যানেল আই পরিবারের সদস্যরা।
চ্যানেল আইয়ের পর্দাজুড়ে বর্ণিল আয়োজনে থাকবে জন্মদিনের উচ্ছ্বাস। দুপুর ১২টা ০৫ মিনিটে ‘তারকা কথন’ অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

‘দরদ’ সিনেমায় শাকিব খান ও সোনাল চৌহান (ছবি: অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট)
দুপুর ২টা ৩০ মিনিট থেকে দেখানো হয় অনন্য মামুন পরিচালিত সিনেমা ‘দরদ’। এতে অভিনয় করেছেন শাকিব খান ও বলিউড অভিনেত্রী সোনাল চৌহান।

‘মায়ের জন্য গান’ অনুষ্ঠানে মায়ের পাশে হাশিম মাহমুদ। (সর্বডানে) সঞ্চালক আফসানা মিমি
বিকেল ৫টা ৩০ মিনিটে রয়েছে ‘মায়ের জন্য গান’। কোক স্টুডিও বাংলায় ব্যবহৃত মাকে নিয়ে হাশিম মাহমুদের তিন গান ‘ফুল ফুটেছে গন্ধে’, ‘সাদা সাদা কালা কালা’ ও ‘বাজি’ পরিবেশন করা হবে এতে। উপস্থাপনায় আফসানা মিমি, পরিচালনায় আনন্যা রুমা।

আফজাল হোসেনের উপস্থাপনায় ‘সেই টেলিভিশন এই টেলিভিশন’ (ছবি: চ্যানেল আই)
সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচার হবে অভিনেতা-নির্মাতা আফজাল হোসেনের উপস্থাপনায় ‘সেই টেলিভিশন এই টেলিভিশন’। অতিথি তারিক আনাম খান, মোহসিনুল হাকিম ও ড. জালালউদ্দিন। প্রযোজনায় রাজু আলীম।

‘ফরেস্ট হিলের এক দুপুরে’ নাটকে খায়রুল বাসার ও তানজিন তিশা (ছবি: চ্যানেল আই)
রাত ৭টা ৫০ মিনিটে থাকছে সৈয়দ শাকিল পরিচালিত নাটক ‘ফরেস্ট হিলের এক দুপুরে’। অভিনয়ে খায়রুল বাসার ও তানজিন তিশা।
পেশাদারিত্ব, নতুনত্ব, সৃজনশীলতা ও তারুণ্যের জয়গান গেয়ে ১৯৯৯ সালের ১ অক্টোবর অভিযাত্রা শুরু করে বাংলা ভাষার প্রথম ডিজিটাল স্যাটেলাইট চ্যানেলটি। ২৬ বছর আগের সন্ধ্যা ৬টায় চ্যানেল আইয়ের ট্রান্সমিশন শুরুর প্রথম টেপ নিয়ে শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় তৈরি হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘ফার্স্ট টেপ’। এটি দেখানো হবে রাত ৯টা ৪০ মিনিটে। অনুষ্ঠানে কথা বলেছেন ইমদাদুল হক মিলন, গীতালি হাসান, নিমা রহমান, ঈশিতা, আগুন, আবদুন নূর তুষার, মেহরিন ভূঁইয়া, রম্য রহিম, রুমা ও শুভ।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
