Connect with us

মঞ্চ-শিল্প

আফজাল হোসেন ও শামা রহমানের যুগলবন্দি

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘মায়া-বাদল দিনের প্রথম কদম ফুল’ অনুষ্ঠানে আফজাল হোসেন ও শামা রহমান (ছবি: মাছরাঙা টেলিভিশন)

আষাঢ়ের সন্ধ্যায় কখনো হৃদয়ের ব্যাকুলতা, অভিমান; কখনো দ্রোহ, প্রেম আর বিরহের আবহে হৃদয় নিংড়ে সুরের মায়াজাল ছড়ালেন রবীন্দ্রসংগীত শিল্পী শামা রহমান। রবীন্দ্রনাথ ঠাকুর ও জীবনানন্দ দাশের কবিতার ছন্দে তাকে সঙ্গ দেন অভিনেতা-নির্দেশক আফজাল হোসেন। তাদের গান-কবিতার এই যুগলবন্দি নিয়ে সাজানো হয়েছে ‘মায়া-বাদল দিনের প্রথম কদম ফুল’। আজ (১৩ জুলাই) রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে অনুষ্ঠানটি।

গত ১১ জুলাই ঢাকার একটি হোটেলে ছিল আফজাল হোসেন ও শামা রহমানের পরিবেশনা। উপস্থাপনায় সারাহ আলম। এর আয়োজন করেছে এমডব্লিউ ম্যাগাজিন বাংলাদেশ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলো সান কমিউনিকেশনস লিমিটেড।

‘মায়া-বাদল দিনের প্রথম কদম ফুল’ অনুষ্ঠানে আফজাল হোসেন ও শামা রহমান (ছবি: মাছরাঙা টেলিভিশন)

অনুষ্ঠানের শুরুতেই শামা রহমান কণ্ঠে তোলেন রবীন্দ্রনাথের মোহজাগানিয়া গান ‘বাদল-দিনের প্রথম কদম ফুল’। এরপর তিনি পরিবেশন করেন ‘আবার এসেছে আষাঢ়’, ‘কৃষ্ণকলি আমি তারে বলি’, ‘ও যে মানে না মানা’, ‘আজি ঝড়ের রাতে’, ‘মেঘের পর মেঘ জমেছে’, ‘এসো হে নিশীথ রাতে’সহ বেশ কিছু গান।

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আষাঢ়’ কবিতা শুরুতে আবৃত্তি করেন আফজাল হোসেন। তারপর জীবনানন্দ দাশের ‘পঁচিশ বছর পরে’, ‘আকাশলীনা’সহ বেশ কিছু কবিতা আবৃত্তি করেন তিনি।

‘মায়া-বাদল দিনের প্রথম কদম ফুল’ অনুষ্ঠানে আফজাল হোসেন ও শামা রহমান (ছবি: মাছরাঙা টেলিভিশন)

অনুষ্ঠানে বক্তব্য রাখেন এমডব্লিউ ম্যাগাজিন বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক রুমানা চৌধুরী, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মালিক মোহাম্মদ সাঈদ। দর্শক সারিতে বসে যুগলবন্দি উপভোগ করেন স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, অভিনেতা জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, আরিফিন শুভ, বিন্দু, রুনা খানসহ অনেকে।

সিনেমাওয়ালা প্রচ্ছদ