মঞ্চ-শিল্প
আফজাল হোসেন ও শামা রহমানের যুগলবন্দি

‘মায়া-বাদল দিনের প্রথম কদম ফুল’ অনুষ্ঠানে আফজাল হোসেন ও শামা রহমান (ছবি: মাছরাঙা টেলিভিশন)
আষাঢ়ের সন্ধ্যায় কখনো হৃদয়ের ব্যাকুলতা, অভিমান; কখনো দ্রোহ, প্রেম আর বিরহের আবহে হৃদয় নিংড়ে সুরের মায়াজাল ছড়ালেন রবীন্দ্রসংগীত শিল্পী শামা রহমান। রবীন্দ্রনাথ ঠাকুর ও জীবনানন্দ দাশের কবিতার ছন্দে তাকে সঙ্গ দেন অভিনেতা-নির্দেশক আফজাল হোসেন। তাদের গান-কবিতার এই যুগলবন্দি নিয়ে সাজানো হয়েছে ‘মায়া-বাদল দিনের প্রথম কদম ফুল’। আজ (১৩ জুলাই) রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে অনুষ্ঠানটি।
গত ১১ জুলাই ঢাকার একটি হোটেলে ছিল আফজাল হোসেন ও শামা রহমানের পরিবেশনা। উপস্থাপনায় সারাহ আলম। এর আয়োজন করেছে এমডব্লিউ ম্যাগাজিন বাংলাদেশ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলো সান কমিউনিকেশনস লিমিটেড।

‘মায়া-বাদল দিনের প্রথম কদম ফুল’ অনুষ্ঠানে আফজাল হোসেন ও শামা রহমান (ছবি: মাছরাঙা টেলিভিশন)
অনুষ্ঠানের শুরুতেই শামা রহমান কণ্ঠে তোলেন রবীন্দ্রনাথের মোহজাগানিয়া গান ‘বাদল-দিনের প্রথম কদম ফুল’। এরপর তিনি পরিবেশন করেন ‘আবার এসেছে আষাঢ়’, ‘কৃষ্ণকলি আমি তারে বলি’, ‘ও যে মানে না মানা’, ‘আজি ঝড়ের রাতে’, ‘মেঘের পর মেঘ জমেছে’, ‘এসো হে নিশীথ রাতে’সহ বেশ কিছু গান।
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আষাঢ়’ কবিতা শুরুতে আবৃত্তি করেন আফজাল হোসেন। তারপর জীবনানন্দ দাশের ‘পঁচিশ বছর পরে’, ‘আকাশলীনা’সহ বেশ কিছু কবিতা আবৃত্তি করেন তিনি।

‘মায়া-বাদল দিনের প্রথম কদম ফুল’ অনুষ্ঠানে আফজাল হোসেন ও শামা রহমান (ছবি: মাছরাঙা টেলিভিশন)
অনুষ্ঠানে বক্তব্য রাখেন এমডব্লিউ ম্যাগাজিন বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক রুমানা চৌধুরী, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মালিক মোহাম্মদ সাঈদ। দর্শক সারিতে বসে যুগলবন্দি উপভোগ করেন স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, অভিনেতা জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, আরিফিন শুভ, বিন্দু, রুনা খানসহ অনেকে।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস