ঢালিউড
আফরান নিশোর প্রথম সিনেমার জমকালো মহরত

‘সুড়ঙ্গ’ সিনেমার মহরতে আফরান নিশো (ছবি: চরকি)
জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর অভিষেক হতে যাচ্ছে বড় পর্দায়। তার প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’র মহরত হয়ে গেলো। গতকাল (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকার একটি পাঁচতারকা হোটেলে ছিলো এই আয়োজন।
রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’তে আফরান নিশোর বিপরীতে থাকছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী তমা মির্জা। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে চরকি ও আলফা আই স্টুডিওজ লিমিটেড।

‘সুড়ঙ্গ’ সিনেমার মহরতে আফরান নিশো, রায়হান রাফী ও তমা মির্জা (ছবি: চরকি)
আফরান নিশো বলেন, ‘বড় পর্দায় কাজ করার ইচ্ছে ছিল সবসময়ই। চরকি ও আলফা আইয়ের সঙ্গে আগে কাজ করলেও বড় পর্দায় সবার সঙ্গে এটি আমার প্রথম কাজ। এত প্রথমে একটু ঝুঁকি থাকে। যেহেতু আমরা সবাই পরিশ্রমী এবং সবার মধ্যে কাজের প্রতি আন্তরিকতা আছে, তাই ভালো কিছু হবে আশা করি।’
তমা মির্জা বলেন, ‘নিশো ভাইয়ের সঙ্গে প্রথমবার কাজ করতে যাচ্ছি। আমি তার ভক্ত। তার ব্যাপারে বলতে নার্ভাস লাগে। কারণ যতবার তার সঙ্গে স্ক্রিপ্ট ও লুক নিয়ে বসেছি এবং যত কিছুই জানতে চেয়েছি, তিনি বলতেন আর আমি মুগ্ধ হয়ে শুনেছি। তার কাছ থেকে অনেক কিছু শেখা যায়। তার বড় পর্দার পথচলার শুরুতে আমাকে সঙ্গী করে নেওয়ায় তাকে ধন্যবাদ। রাফীর সঙ্গে আমি সারাজীবন কৃতজ্ঞ থাকবো। তার কাছ থেকে শিখছি আমি। আর আমার প্রতি বিশ্বাস রাখার জন্য চরকি ও আলফা আইকে ধন্যবাদ।’

‘সুড়ঙ্গ’ সিনেমার মহরতে তমা মির্জা (ছবি: চরকি)
সিনেমাটির শুটিং দ্রুতই শুরু হবে জানিয়ে পরিচালক রায়হান রাফী বলেন, ‘সুড়ঙ্গ আমার অনেক পছন্দের গল্প। অনেকদিন আগে থেকেই এটি বানাতে চেয়েছি। কিন্তু এক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা ছিল। কিছু কিছু গল্প শুধু পরিচালক বা অভিনেতা-অভিনেত্রীরা মিলে সম্ভব নয়, বলিষ্ঠ প্রযোজক দরকার হয়। আমি খুব ভাগ্যবান, আমি দুই প্রযোজক পেয়েছি। আর দর্শকদের কাছে আমার অনেক ঋণ হয়ে গেছে। ভালো ছবি বানাতে তাদের প্রতি একটা দায়বদ্ধতা তৈরি হয়েছে। শিগগিরই আমরা টানা শুটিং করবো।’

‘সুড়ঙ্গ’ সিনেমার মহরতে আফরান নিশো, রায়হান রাফী ও তমা মির্জা (ছবি: চরকি)
ওটিটি প্ল্যাটফর্ম চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি। তিনি বলেন, ‘সিনেমাটির সবচেয়ে বড় আকর্ষণ আফরান নিশো। বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য তার নতুন ইনিংস বড় পাওয়া হবে। নির্মাতা রায়হান রাফী এরই মধ্যে নির্মাণে মুন্সিয়ানা দেখিয়েছেন। তমা মির্জা অভিনয়ে নিজেকে প্রমাণ করেছেন।’
আলফা আই স্টুডিওজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, ‘সিনেমাটির সঙ্গে আমরা যুক্ত হয়েছি বেশকিছু কারণে। এরমধ্যে অন্যতম হলো, এটি সিনেমা হলের জন্য চরকির প্রথম সিনেমা।’
মৌসুমী মৌ’র উপস্থাপনায় ‘সুড়ঙ্গ’র মহরতে দেখানো হয় তিনটি ভিডিওচিত্র। অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছিলেন পরিচালক শিহাব শাহীন, তানিম নূর, অভিনেতা মোস্তফা মনওয়ার, শাহনাজ খুশি, বৃন্দাবন দাস। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাড়তি আনন্দ যোগ করে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত চরকির ‘ইন্টার্নশিপ’ ওয়েব সিরিজের পরিচালক ও অভিনয়শিল্পীরা।
- 
																	   ছবিঘর2 years ago ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি 
- 
																	   বলিউড3 years ago বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ! 
- 
																	   নাটক3 years ago নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ 
- 
																	   ওয়ার্ল্ড সিনেমা2 years ago ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড় 
- 
																	   ঢালিউড2 years ago ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন 
- 
																	   ওয়ার্ল্ড সিনেমা2 years ago ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত 
- 
																	   ঢালিউড2 years ago ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা 
- 
																	   ঢালিউড3 years ago ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস 

 
								 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
											 
											 
											