বিশ্বসংগীত
আবারও গ্লোবাল আর্টিস্ট চার্টের শীর্ষে বিটিএস
কোরিয়ান পপ ব্যান্ড বিটিএস টানা দ্বিতীয়বারের মতো গ্লোবাল আর্টিস্ট চার্টের সিংহাসনে বসলো। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব দ্য ফোনোগ্রাফিক ইন্ডাস্ট্রি (আইএফপিআই) ২০২১ সালে প্রকাশিত ডিজিটাল ও সিডিতে সংগীতশিল্পীদের বৈশ্বিক সাফল্য হিসাব করে তালিকাটি প্রকাশ করেছে। এতে টেলর সুইফট, অ্যাডেল ও ড্রেকের মতো তারকাদের টপকে এক নম্বরে আছে দক্ষিণ কোরিয়ার দলটি।
গত বছর বিটিএসের ‘বাটার’, ‘পারমিশন টু ড্যান্স’ এবং কোল্ডপ্লে ব্যান্ডের সঙ্গে যৌথভাবে ‘মাই ইউনিভার্স’ গান তিনটি বিলবোর্ড হট হান্ড্রেড চার্টের শীর্ষে উঠেছিল। এরমধ্যে মাইকেল জ্যাকসনের গানে অনুপ্রাণিত ‘বাটার’ তাদের এনে দিয়েছে গ্র্যামি মনোনয়ন।
এশিয়ায় জাপানিজ ভাষায় নিজেদের জনপ্রিয় গানের সংকলন ‘বিটিএস: দ্য বেস্ট’ বের করে ব্যান্ডটি। জাপানের অরিকন ইয়ার এন্ড অ্যালবাম চার্টে গত বছর সর্বাধিক বিক্রি হওয়ার স্বীকৃতি পায় এটি। আইএফপিআই জানিয়েছে, জাপানের বাইরের কোনও ব্যান্ড ৩৭ বছর পর এই কীর্তি গড়লো। সবশেষ ১৯৮৪ সালে মাইকেল জ্যাকসনের ‘থ্রিলার’ অ্যালবাম অরিকন ইয়ার এন্ড অ্যালবাম চার্টের শীর্ষে উঠেছিল।
বিটিএস সদস্যদের নিজেদের দেশ দক্ষিণ কোরিয়ায় ‘বাটার’ গানের সিডি বর্ষশেষের চার্টে এক নম্বরে রয়েছে। ধারাবাহিকভাবে ষষ্ঠ বছরের মতো এই কীর্তি গড়েছেন তারা। গান বিক্রি, স্ট্রিমিং এবং ডাউনলোড মিলিয়ে ২০২১ সালে বিশ্বের সবচেয়ে সফল সংগীতশিল্পী হিসেবে গ্লোবাল রেকর্ডিং আর্টিস্ট অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছে ব্যান্ডটি।
২০১৩ সাল থেকে হৃদয়ে নাড়া দেওয়া নাচে-গানে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করে সাত তরুণের ব্যান্ড বিটিএস। তাদের ঘিরে শ্রোতাদের মধ্যে রয়েছে উন্মাদনা। ব্যান্ডের সদস্যরা হলেন জিন, সুগা, জে-হোপ, আরএম, জিমিন, ভি এবং জুঙকুক।
আইএফপিআই গ্লোবাল আর্টিস্ট চার্টে টানা দ্বিতীয়বারের মতো তালিকার দুই নম্বরে আছেন আমেরিকান গায়িকা টেলর সুইফট। তারপরের জায়গাটি ব্রিটিশ গায়িকা অ্যাডেলের। শীর্ষ দশে প্রথমবার ঢুকেছে কোরিয়ার ১৩ সদস্যের ব্যান্ড সেভেনটিন। এছাড়া প্রথমবার তালিকায় জায়গা পেয়েছেন আমেরিকান তরুণী অলিভিয়া রড্রিগো।
গ্লোবাল আর্টিস্ট চার্টের শীর্ষ ১০
১. বিটিএস
২. টেলর সুইফট
৩. অ্যাডেল
৪. ড্রেক
৫. এড শিরান
৬. দ্য উইকেন্ড
৭. বিলি আইলিশ
৮. জাস্টিন বিবার
৯. সেভেনটিন
১০. অলিভিয়া রড্রিগো
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস