Connect with us

স্টার জোন

আবার ওমরাহ পালনে পূর্ণিমা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

স্বামীর সঙ্গে পূর্ণিমা (ছবি: ফেসবুক)

অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা এখন সৌদি আরবের পবিত্র শহর মক্কায়। স্বামী আশফাকুর রহমান রবিন ও শ্বশুর-শাশুড়িকে নিয়ে ওমরাহ পালন করেছেন তিনি।  

পূর্ণিমাকে নিয়ে মক্কার মসজিদ আল হারামে কাবাঘরের কাছে তোলা একটি সেলফি আজ (২৬ ডিসেম্বর) সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রবিন। এতে কালো রঙের হিজাবে দেখা গেছে পূর্ণিমাকে।

এর আগে ২০২২ সালে স্বামীর সঙ্গে প্রথমবার ওমরাহ পালন করেন পূর্ণিমা। এবার তাদের সঙ্গী হয়েছেন শ্বশুর-শাশুড়ি। গত ২৩ ডিসেম্বর তারা এই আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

স্বামীর সঙ্গে পূর্ণিমা (ছবি: ফেসবুক)

২০২২ সালের ২৭ মে পারিবারিকভাবে ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আশফাকুর রহমান রবিনকে বিয়ে করেন পূর্ণিমা। এর আগে প্রায় পাঁচ বছরের জানাশোনা ছিলো তাদের। 

২০০৭ সালের ৪ নভেম্বর আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিয়ের বন্ধনে জড়ান পূর্ণিমা। ২০১৪ সালের ১৩ এপ্রিল এক কন্যাসন্তানের মা হন তিনি। তার মেয়ের নাম উমাইজা।

সম্প্রতি মাছরাঙা টেলিভিশনে রান্নাবিষয়ক রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’র বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন পূর্ণিমা। তার অভিনীত সর্বশেষ সিনেমা ‘আহারে জীবন’ মুক্তি পায় ২০২৪ সালের ঈদে।

সিনেমাওয়ালা প্রচ্ছদ