ঢালিউড
আবার চিত্রনায়িকার চরিত্রে ববি, মেকআপ-ম্যানের সহকারী আদর!

‘খোয়াব’ সিনেমার দৃশ্যে ইয়ামিন হক ববি ও আদর আজাদ (ছবি: ফেসবুক)
চিত্রনায়িকা ইয়ামিন হক ববির রূপসজ্জাকরের সহকারী হিসেবে কাজ করছেন চিত্রনায়ক আদর আজাদ! তবে বাস্তবে নয়, ‘খোয়াব’ সিনেমায় দেখা যাবে এই দৃশ্য। এর মাধ্যমে প্রথমবার জুটি বেঁধেছেন তারা।
গতকাল (২৬ জুলাই) এফডিসিতে সাহিত্যনির্ভর সিনেমা ‘খোয়াব’-এর শুটিং শুরু হয়েছে। এটি পরিচালনা করছেন আবুল খায়ের চাঁদ। তিনি জানান, তিনটি গল্প নিয়ে সাজানো হয়েছে এর চিত্রনাট্য। ‘খোয়াব’ পর্বে অভিনয় করছেন আদর-ববি।

আদর আজাদ (ছবি: ফেসবুক)
নতুন সিনেমা প্রসঙ্গে আদর আজাদ বলেন, ‘এতে মেকআপম্যানের সহকারীর চরিত্রে অভিনয় করছি। সেজন্য আমার গেটআপে পরিবর্তন আনতে হয়েছে। আশা করছি, ববি ও আমার জুটি দর্শকদের পছন্দ হবে।’
আদরের নায়িকা হওয়ার ব্যাপারে ববি বলেন, ‘নবীনদের মধ্যে আদর আজাদের সম্ভাবনা অনেক। প্রথমবার তার সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালাম। সে খুব ভালো অভিনয় করে।’

ইয়ামিন হক ববি (ছবি: ফেসবুক)
‘খোয়াব’ সিনেমায় আরো অভিনয় করছেন চিত্রনায়ক সাঞ্জু জন, সুমন আনোয়ার, বাপ্পি আশরাফ প্রমুখ। আগামী অক্টোবরে এটি সিনেমাহলে মুক্তি দেওয়ার পরিকল্পনা চলছে।

‘ময়ূরাক্ষী’ সিনেমার পোস্টার (ছবি: আজ ইন্টারন্যাশনাল লিমিটেড)
এদিকে আগামী ২২ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে ববি অভিনীত ‘ময়ূরাক্ষী’। এতেও একজন চিত্রনায়িকার চরিত্রে দেখা যাবে তাকে। গোলাম রাব্বানীর গল্প ও চিত্রনাট্য এবং রশিদ পলাশের পরিচালনায় এতে আরো অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস দীপ, সুমিত সেনগুপ্ত, সাদিয়া আফ্রি মাহি, দীপক সুমন ও কস্তুরি চৌধুরী।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
