Connect with us

গান বাজনা

আবার ফিরছে ‘কোক স্টুডিও বাংলা’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

কোক স্টুডিও বাংলার তৃতীয় মৌসুমের পোস্টার (ছবি: কোক স্টুডিও)

বছরখানেকেরও বেশি সময় পর ফিরছে ‘কোক স্টুডিও বাংলা’র তৃতীয় মৌসুম। আজ (২১ আগস্ট) আনুষ্ঠানিকভাবে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়েছে। ফলে দর্শক-শ্রোতারা ফের উপভোগ করতে পারবেন মিউজিক্যাল ফিউশন, প্রাণবন্ত পারফরম্যান্স ও চমকপ্রদ সব আয়োজন।

আগামী ২৩ আগস্ট থেকে ‘কোক স্টুডিও বাংলা’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে নতুন গান। একইসঙ্গে স্পটিফাইতে সংগীতশিল্পীদের মনমাতানো পরিবেশনা উপভোগ করা যাবে।

‘কোক স্টুডিও বাংলা’র তৃতীয় মৌসুমের তিনটি গান ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। এগুলো হলো ‘তাঁতি’, ‘মা লো মা’ ও সর্বশেষ নতুন আঙ্গিকে ওয়ারফেজ ব্যান্ডের ‘অবাক ভালোবাসা’। সামনে আসতে চলেছে আরো ছয়টি গান। এগুলো পরিবেশন করবেন তারকা শিল্পী ও উদীয়মানরা।

গতকাল (২০ আগস্ট) সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় ‘কোক স্টুডিও বাংলা’র মিউজিক কিউরেটর শায়ান চৌধুরী অর্ণব তৃতীয় মৌসুম ফেরার আভাস দেন। নিজের একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘যদি থাকেন রাজি, ধরবেন নাকি বাজি? কোক স্টুডিও বাংলা’র পরের গান আসবে কবে– পরশু, তরশু নাকি আজি?’ এরমধ্যে ‘বাজি’ হ্যাশট্যাগ দিয়েছেন এই তারকা। এতে ধারণা করা হচ্ছে, ‘বাজি’ শিরোনামে গান আসতে যাচ্ছে।

শায়ান চৌধুরী অর্ণব (ছবি: ফেসবুক)

আজ শায়ান চৌধুরী অর্ণব বলেন, ‘এবারের মৌসুমে প্রতিভাবান ও উদীয়মান শিল্পীদের একত্রিত করা হয়েছে। তারা সম্মিলিতভাবে দারুণ কিছু তৈরি করেছেন। প্রতিটি গান সৃষ্টির সময় আমরা যে আবেগ ও আনন্দ অনুভব করেছি শ্রোতাদের মাঝে একই অনুভূতি কাজ করবে বলে আমি খুবই আশাবাদী।’

কোকা-কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জু-উন নাহার বলেন, ‘শ্রোতাদের সঙ্গে আবার যুক্ত হতে পারছি বলে আমরা সত্যিই আনন্দিত। তৃতীয় মৌসুমের বাকি অংশে বৈচিত্র্যময় গানের পাশাপাশি থাকছে বেশ কিছু অসাধারণ মুহূর্ত ও চমক, যেগুলো দর্শকদের সামনে তুলে ধরতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। বাংলাদেশের গান-বাজনা সীমানা ছাড়িয়ে আবার প্রতিধ্বনিত হবে বিশ্বজুড়ে।’

জু-উন নাহার যোগ করেন, ‘শুরু থেকেই কোক স্টুডিও বাংলা নান্দনিক ও সৃজনশীলভাবে বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি ও সংগীতের ঐতিহ্য তুলে ধরছে। ফলে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে আইকনে পরিণত হয়েছে এই প্ল্যাটফর্ম।

‘কোক স্টুডিও বাংলা’ হলো কোকা-কোলার আন্তর্জাতিক সংগীত আয়োজন কোক স্টুডিওর বাংলাদেশি সংস্করণ। বিশ্বের সামনে বাংলা সংগীতকে তুলে ধরার প্রয়াস হিসেবে মানসম্পন্ন কন্টেন্ট উপহার দিতে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে চালু হয় ‘কোক স্টুডিও বাংলা’। এর প্রথম ও দ্বিতীয় মৌসুম দারুণ সাফল্য পেয়েছে। দুটি মৌসুমে জনপ্রিয় গানের তালিকায় উল্লেখযোগ্য– ‘নাসেক নাসেক’, ‘কথা কইও না’, ‘দেওরা’, ‘দাঁড়ালে দুয়ারে’, ‘বুলবুলি’, ‘দিওয়ানা’ প্রভৃতি।

সিনেমাওয়ালা প্রচ্ছদ