Connect with us

শুভেচ্ছা

‘আমরা একটি ফুটফুটে কন্যাসন্তানকে আশীর্বাদ হিসেবে পেয়েছি’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

সালহা খানম নাদিয়া (ছবি: ফেসবুক)

অভিনেত্রী সালহা খানম নাদিয়া প্রথমবার মা হলেন। আজ (১ জানুয়ারি, ২০২৬) তার কোল জুড়ে এসেছে একটি কন্যাসন্তান। তার নাম রাখা হয়েছে ‘মেহরোজ নূর সানাহ’। মা ও মেয়ে উভয়ে সুস্থ আছে।

স্বামী সালমান আরাফাতের সঙ্গে তোলা একটি ছবি বছরের প্রথম দিনের সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সুখবরটি দিয়েছেন সালহা খানম নাদিয়া। মা হওয়ার খবর জানিয়ে তিনি লিখেছেন, ‘আল্লাহর রহমতে আমাদের হৃদয় কৃতজ্ঞতায় পরিপূর্ণ। আমরা একটি ফুটফুটে কন্যাসন্তানকে (মেহরোজ নূর সানাহ) আশীর্বাদ হিসেবে পেয়েছি। আল্লাহ তাকে রক্ষা করুন, তাকে পথ দেখান ও তার জীবনকে ঈমান, ভালোবাসা আর অফুরান সুখে ভরে দিন। অনুগ্রহ করে আমাদের ছোট্ট রাজকন্যাকে আপনাদের দোয়ায় রাখুন।’

সালহা খানম নাদিয়া ও সালমান আরাফাত (ছবি: সাকিন ফটোগ্রাফি)

সালহা খানম নাদিয়ার পোস্ট করা ছবিতে দেখা গেছে, ফুলেভরা গাছের সান্নিধ্যে সালমান আরাফাতের সঙ্গে দাঁড়িয়ে আছেন তিনি। তার কপালে চুম্বন করছেন স্বামী। আর গর্ভধারণের আলট্রাসনোগ্রামের স্ক্যান কপি হাত দিয়ে ধরে আছেন দু’জনে।

সালহা খানম নাদিয়া (ছবি: বিএসআর ফটোগ্রাফি)

মা হওয়ায় সালহা খানম নাদিয়াকে অভিনন্দন জানিয়েছেন ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও বিনোদন অঙ্গনের অনেকে।

সালমান আরাফাত ও সালহা খানম নাদিয়া (ছবি: ক্রিয়েটিভ ফ্রেম)

২০২৪ সালের ২১ জুন বিয়ের বন্ধনে জড়ান সালহা খানম নাদিয়া ও সালমান আরাফাত। কন্যাসন্তানকে পেয়ে তাদের পরিবারে এখন খুশির ফোয়ারা!

সালহা খানম নাদিয়া (ছবি: ফেসবুক)

দেড় দশক ধরে বিনোদন অঙ্গনে কাজ করছেন সালহা খানম নাদিয়া। নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন তিনি। এছাড়া ‘ড্রেসিং টেবিল’ ও ‘আইসক্রিম’ সিনেমায় দেখা গেছে তাকে। ওটিটিতে তার কাজের তালিকায় আছে ভিকি জাহেদ পরিচালিত ‘রেডরাম’ ফিল্ম। কলকাতায় ‘সুনেত্রা সুন্দরম’ নামের একটি সিনেমায় কাজ করেছেন এই নায়িকা। সালমান আরাফাত নাটক ও বিজ্ঞানপচিত্রে নিয়মিত কাজ করেন।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ