ঢালিউড
আমাকে জড়িয়ে ভিত্তিহীন খবর ছড়ালে আইনি ব্যবস্থা নেবো: মিম

বিদ্যা সিনহা মিম (ছবি: ফেসবুক)
অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের জন্মদিন আজ (১০ নভেম্বর)। বিয়ের পর প্রথম জন্মদিন আনন্দে কাটানোর কথা তার। কিন্তু পুরোপুরি স্বস্তিতে তিনি নেই। কারণ ভিত্তিহীন কথা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ তার। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে নিন্দা জানিয়েছেন তিনি।
মিম বলেন, ‘এখন যে বা যারা কোনো ধরনের প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে ভিত্তিহীন কথা বলছে, তাদের প্রতি নিন্দা জানানোর ভাষা জানা নেই। তবে এসবের বাড়াবাড়ি হলে অবশ্যই তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করবো। কোনো ইউটিউব কিংবা নিউজ পোর্টাল যদি আমাকে জড়িয়ে কোনো ধরনের ভিত্তিহীন খবর ছড়ানোর চেষ্টা করে তাহলে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নিতে বাধ্য হবো।’
ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের প্রতি মিমের আহ্বান, ‘কারও কোনো ধরনের মনগড়া মিথ্যা বানোয়াট কথায় আপনারা বিভ্রান্ত হবেন না।’

বিদ্যা সিনহা মিম (ছবি: ফেসবুক)
‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমার আকাশছোঁয়া সাফল্য মিমকে দর্শকদের দারুণ ভালোবাসায় ভাসাচ্ছে। এজন্য তিনি আপ্লুত, অভিভূত। বলা যায়, জীবনের সেরা সময় পার করছেন এই তারকা। তার কথায়, ‘ঠিক এই সময়ে একটা পক্ষ আমার পথচলায় ঈর্ষান্বিত হয়ে আমাকে থামিয়ে দিতে আমাকে জড়িয়ে নানা ধরনের কুৎসা রটানোর চেষ্টা চালাচ্ছে।’

বিদ্যা সিনহা মিম (ছবি: ফেসবুক)
‘পরাণ’ ও ‘দামাল’-এর মতো একইরকম ভালোবাসায় দেড় দশক আগে লাক্স-চ্যানেল আই সুপারস্টার বিজয়ী হয়েছিলেন বলে মনে করেন মিম। তিনি আরো বলেন, “সবার ভালোবাসাকে গুরু দায়িত্ব মেনে নিয়ে পেশাদার অভিনয় জীবন গড়ে তোলা চেষ্টা করেছি, করে যাচ্ছি, আগামীতেও করে যাবো। বাংলাদেশে জাতিসংঘের আন্তর্জাতিক শিশু তহবিলের (ইউনিসেফ) জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছি। শিক্ষক বাবার আদর্শ ও মায়ের শেখানো সততাকে সঙ্গী করে দারুণ কিছু কাজ করার চেষ্টার মধ্য দিয়ে ভক্ত-শুভাকাঙ্ক্ষীসহ সবার মন জয়ের চেষ্টা করছি প্রতিনিয়ত। কখনোই নিজের পেশাদার জীবনের সঙ্গে এমন কিছু যুক্ত করতে দেইনি যা আমার পথচলাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। আমি জানি, আমার পারিবারিক শিক্ষা ও মূল্যবোধ কী, বেড়ে ওঠেছি কোন ধরনের পারিবারিক আবহে, আমার চারপাশটা কেমন।”

বিদ্যা সিনহা মিম (ছবি: ফেসবুক)
দীর্ঘ পথচলায় সংবাদকর্মীদের আন্তরিক সহযোগিতা পাওয়ার কথা উল্লেখ করেছেন মিম। তার অনুরোধ, ‘কোনো ধরনের সত্যতা যাচাই বাছাই না করে বিভ্রান্তিকর কোনো খবর ছড়াবেন না। আপনারাই আমার যাবতীয় কাজ, ভাবনা-চিন্তা সঠিক ও সুন্দরভাবে ভক্ত-শুভাকাঙ্ক্ষীসহ দেশ-বিদেশের সবার কাছে তুলে ধরেছেন।’

বিদ্যা সিনহা মিম (ছবি: ফেসবুক)
মিম এখন স্বামী সনি পোদ্দারের সঙ্গে চট্টগ্রামে জন্মদিন উদযাপন করছেন। এই দিনেই তাদের বাগদান হয়েছিলো। গতকাল রাতে মিমকে চমকে দেন সনি পোদ্দার। সোশ্যাল মিডিয়ায় এই অভিনেত্রী সেই কথা জানিয়েছেন।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস