টালিউড
আমিরের ‘লাপাতা লেডিস’ গল্পকারের পরিচালনায় তাসনিয়া ফারিণ

তাসনিয়া ফারিণ (ছবি: ইনস্টাগ্রাম)
বলিউড সুপারস্টার আমির খান প্রযোজিত ‘লাপাতা লেডিস’ সিনেমার গল্পকার বিপ্লব গোস্বামীর পরিচালনায় অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সিনেমার নাম ‘পাত্রী চাই’। এতে নায়িকার সহশিল্পী ওপার বাংলার অভিনেতা অর্জুন চক্রবর্তী।
‘পাত্রী চাই’ হতে যাচ্ছে টালিউডে তাসনিয়া ফারিণের দ্বিতীয় সিনেমা। চলতি বছরের ফেব্রুয়ারিতে অতনু ঘোষের ‘আরো এক পৃথিবী’র মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার।

আমির খান ও বিপ্লব গোস্বামী (ছবি: ফেসবুক)
‘লাপাতা লেডিস’ সিনেমার মতোই ‘পাত্রী চাই’-এর বিষয়বস্তু সামাজিক বিদ্রুপাত্মক। এর মাধ্যমে গল্পকার থেকে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করবেন বিপ্লব গোস্বামী। তার কথায়, ‘পুরুষতান্ত্রিক সমাজের ফাঁপা দম্ভকে নাড়িয়ে দেওয়ার গল্প এটি।’

তাসনিয়া ফারিণ (ছবি: ইনস্টাগ্রাম)
আসন্ন দুর্গাপূজার পর শুরু হবে শুটিং। এতে আরো অভিনয় করবেন সব্যসাচী চক্রবর্তী ও মমতা শঙ্কর। ‘পাত্রী চাই’ প্রযোজনা করছে কলকাতার প্রমোদ ফিল্মস।

‘লাপাতা লেডিস’ সিনেমার পোস্টার (ছবি: আমির খান প্রোডাকশন্স)
কয়েক বছর আগে নতুন গল্পকার-চিত্রনাট্যকারদের খোঁজে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিচারক ছিলেন রাজকুমার হিরানি ও জুহি চতুর্বেদির মতো হেভিওয়েটরা। এতে চার হাজার প্রতিযোগীর মধ্য থেকে দ্বিতীয় হয় বাঙালি তরুণ বিপ্লব গোস্বামীর গল্প। তিনি সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের প্রাক্তন ছাত্র। পরবর্তী সময়ে গল্পটি নিয়ে আমির নিজেই সিনেমা প্রযোজনার সিদ্ধান্ত নেন। এর নাম ‘লাপাতা লেডিস’। এটি পরিচালনা করেছেন আমিরের প্রাক্তন স্ত্রী কিরণ রাও।

কিরণ রাওয়ের সঙ্গে বিপ্লব গোস্বামী (ছবি: ফেসবুক)
‘লাপাতা লেডিস’ কানাডায় চলমান টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে। এর গল্প ভারতের প্রত্যন্ত অঞ্চলে একটি ট্রেন থেকে দুই যুবতী বধূর উধাও হয়ে যাওয়াকে কেন্দ্র করে। ২০২৪ সালের ৫ জানুয়ারি মুক্তি পাবে সিনেমাটি।

তাসনিয়া ফারিণ (ছবি: ইনস্টাগ্রাম)
এদিকে তাসনিয়া ফারিণের ওয়েব ফিল্ম ‘পুনর্মিলনে’ শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় এতে আরো অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শাশ্বত দত্ত, নূর ইমরান মিঠু প্রমুখ।

তাসনিয়া ফারিণ (ছবি: ইনস্টাগ্রাম)
এদিকে কাজল আরেফিন অমির পরিচালনায় নতুন একটি ওয়েব ফিল্মে অভিনয় করছেন তাসনিয়া ফারিণ। এর নাম রাখা হয়েছে ‘অসময়’। এতে তার সহশিল্পী তারিক আনাম খান, রুনা খানসহ অনেকে। এটি মুক্তি পাবে বঙ্গবিডিতে।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
